Tag Archives: Insects

Most Valuable Insects: পোকার দাম ৭৫ লাখ টাকা! তাবিজ করে পরলেই ঘুরে যাবে ভাগ্যের চাকা, বিশ্বের সবচেয়ে দামী এই পোকাটির নাম জানেন?

রিপোর্টিং অনুজ গোতাম, সাগর, মধ্যপ্রদেশ: ঘরে পোকামাকড়ের উপদ্রব কার আর ভাল লাগে? তা থেকে বাঁচার জন্যও কত রকমের ওষুধ ঘরে কিনে নিয়ে আসা হয়৷ আচ্ছা যাদি হঠাৎ শোনেন, আপনার ঘরে বাস করা পোকার দাম প্রায় ৭৫ লাখ টাকা? নিশ্চয়ই চমকে যাবেন৷ পোকার আবার দাম? তাও লাখ টাকার উপর৷ এমনই এক পোকা কিন্তু এই বিশ্বে রয়েছে৷ যার নাম ‘স্ট্যাগ বিটল’৷ বিশ্বের সবচেয়ে ব্যয় বহুল পোকার মধ্যে একটি এই স্ট্যাগ বিটল৷

আরও পড়ুন: কোথাও হিল পড়া নিষেধ, কোথাও হাসা বাধ্যতামূলক, পৃথিবীর কয়েকটা দেশে আছে এমনই আজব কিছু আইন

এই দামের পিছনে এক বড় কারণ এই এটি একটা বিরল প্রজাতির পোকা৷ মনে করা হয় স্ট্যাগ বিটলের মধ্যে কোনও না কোনও ঐশ্বরিক শক্তি আছে৷ এই পোকা রাতারাতি মানুষের ভাগ্য বদলে দেয়। এই জন্যই এর এত বেশি মূল্য। সৌভাগ্যের জন্য এই পোকাকে গলায় তাবিজ হিসাবে অনেকে পরেন।

আরও পড়ুন:বিমানবন্দরে অসংখ্য সাপের মতো ওগুলো কী! ভয়ঙ্কর ঘটনা! ভাইরাল ভিডিও

এই পোকা সাধারণত পচা কাঠের উপরই বাসা বাঁধে। কালো চকচকে এই পোকাটির মাথায় একটা শিংয়ের মতো শুঁড় আছে৷ এই শুঁড়েরই এর মূল্য প্রায় ৭৫ লাখ টাকা। এই প্রজাতির পোকার রঙ কেবল কালো হয় না৷ এই পোকা সবুজ, গাঢ় বাদামী, ধূসর, লালচে বাদামী রঙেরও হতে পারে। এই পোকা দেখতে বেশ ভয়ঙ্কর হলেও, মানুষ বা অন্যান্য প্রাণীদের জন্য কিন্তু মোটেও ক্ষতিকর নয়৷

প্রসঙ্গত বিটলের ১২০০ রকমের প্রজাতি রয়েছে৷ তার মধ্যে স্ট্যাগ বিটল হল Lycaenidae পরিবারের অন্তর্ভূক্ত। এই পোকাটি ইউরোপে বিভিন্ন প্রদেশেই বেশি দেখা যায়৷ এর চোয়ালের দিকে লম্বা একটা শিং আছে,যা অনেকটা হরিণের শিংয়ের মতো। ইংরেজিতে হরিণকে স্টেগ বলে। এই বৈশিষ্ট্যের কারণেই এর নাম স্ট্যাগ বিটল নামে পরিচিতি পেয়েছে৷

ইউরোপে অনেকেই এই পোকাকে সৌভাগ্যের প্রতীক হিসেবে গণ্য করেন৷ ‘স্ট্যাগ বিটল’কে ইটালির লুকানিয়ার প্রদেশের মতো লোকেরা তাবিজ হিসেবে ব্যবহৃত হয়। এই পোকাগুলোর ওজন হয় প্রায় ২ থেকে ৬ গ্রামের মধ্যে। ‘স্ট্যাগ বিটল’দের গড় জীবনকাল প্রায় ৩ থেকে ৪ বছর হয়ে থাকে। পুরুষ পোকা প্রায় ৩৫ থেকে ৭৫ মিমি লম্বা হয়। যদিও মহিলা ‘স্ট্যাগ বিটল’ এর দৈর্ঘ্য কিছুটা কম৷ প্রায় ৩০ থেকে ৫০ মিমি৷

কথায় আছে মরা হাতির লাখ টাকা, এবার মরা পোকা বললেও খুব একটা ভুল হবে না৷

Monsoon Hacks: মশা, মাছি থেকে পিঁপড়ে…বর্ষায় ঝাঁকে ঝাঁকে পোকার উপদ্রবে নাজেহাল? নিধনের ‘অস্ত্র’ তৈরি করুন নিজেই, জেনে নিন ৪ সহজ টোটকা

বহু প্রতীক্ষার পর এসেছে বর্ষা। মাঝে মধ‍্যে নেমে আসছে ঝমঝম করে বৃষ্টি। রোম‍্যান্টিক আবহাওয়ার মজা নিতে গিয়েও বাধ সাধছে পোকামাকড়ের উপদ্রব। বর্ষা আসায় গরম কমলেও বেড়েছে মশা, মাছি, বাদলা পোকা-সহ একাধিক পোকার উপদ্রব।
বহু প্রতীক্ষার পর এসেছে বর্ষা। মাঝে মধ‍্যে নেমে আসছে ঝমঝম করে বৃষ্টি। রোম‍্যান্টিক আবহাওয়ার মজা নিতে গিয়েও বাধ সাধছে পোকামাকড়ের উপদ্রব। বর্ষা আসায় গরম কমলেও বেড়েছে মশা, মাছি, বাদলা পোকা-সহ একাধিক পোকার উপদ্রব।
সন্ধ‍্যে হলে আলো জ্বালাবার জো নেই। ঝাঁকে ঝাঁকে পোকা এসে বসছে লাইটে। রান্নাঘরের খাবারেও পড়তে পারে পোকা। এমন হাজারো ঝামেলার মুখোমুখি দিনরাত। এক কথায় পোকার জ্বালায় অতিষ্ট বেশিরভাগ সকলে।
সন্ধ‍্যে হলে আলো জ্বালাবার জো নেই। ঝাঁকে ঝাঁকে পোকা এসে বসছে লাইটে। রান্নাঘরের খাবারেও পড়তে পারে পোকা। এমন হাজারো ঝামেলার মুখোমুখি দিনরাত। এক কথায় পোকার জ্বালায় অতিষ্ট বেশিরভাগ সকলে।
পোকা নিধনে অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরণের রাসায়নিক স্প্রে বা কয়েলের উপর ভরসা রাখতে হয়। এগুলি আবার স্বাস্থ‍্যের জন‍্য মোটেই সুবিধাজনক নয়।
পোকা নিধনে অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরণের রাসায়নিক স্প্রে বা কয়েলের উপর ভরসা রাখতে হয়। এগুলি আবার স্বাস্থ‍্যের জন‍্য মোটেই সুবিধাজনক নয়।
চেনা এই সমস‍্যার বেশ কয়েকটি সহজ সমাধান রইল এই প্রতিবেদনে। ঘরোয়া প্রতিকারেই নিধন হবে পোকাদের বংশ। জেনে নিন উপায়।
চেনা এই সমস‍্যার বেশ কয়েকটি সহজ সমাধান রইল এই প্রতিবেদনে। ঘরোয়া প্রতিকারেই নিধন হবে পোকাদের বংশ। জেনে নিন উপায়।
এই বৃষ্টির পোকা তাড়ানোর জন্য, ২টি মোমবাতি নিন। মোমবাতি দুটিকে গলিয়ে একটি পাত্রে নিয়ে নিন। একটি ছোট কাচের গ্লাসে ৪-৫ টি লবঙ্গ এবং এক চামচ কফি রাখুন। গলিত মোমবাতি এই কাচের গ্লাসে ঢেলে দিন। এবার ঠাণ্ডা হলে জ্বালুন এই সুগন্ধি মোমবাতি। পালাবে সমস্ত পোকা।
এই বৃষ্টির পোকা তাড়ানোর জন্য, ২টি মোমবাতি নিন। মোমবাতি দুটিকে গলিয়ে একটি পাত্রে নিয়ে নিন। একটি ছোট কাচের গ্লাসে ৪-৫ টি লবঙ্গ এবং এক চামচ কফি রাখুন। গলিত মোমবাতি এই কাচের গ্লাসে ঢেলে দিন। এবার ঠাণ্ডা হলে জ্বালুন এই সুগন্ধি মোমবাতি। পালাবে সমস্ত পোকা।
বেকিং সোডাকে কাজে লাগিয়েও তাড়াতে পারবেন পোকামাকড়। সমপরিমাণ চিনি ও বেকিং সোডা মিশিয়ে নিন। এই মিশ্রণের ঠিক পাশেই জল ভর্তি একটি পাত্র রেখে দিন। চিনি ও সোডার টানে পাত্রের কাছে এসেই জলে পড়বে সব পোকামাকড়।
বেকিং সোডাকে কাজে লাগিয়েও তাড়াতে পারবেন পোকামাকড়। সমপরিমাণ চিনি ও বেকিং সোডা মিশিয়ে নিন। এই মিশ্রণের ঠিক পাশেই জল ভর্তি একটি পাত্র রেখে দিন। চিনি ও সোডার টানে পাত্রের কাছে এসেই জলে পড়বে সব পোকামাকড়।
নিম স্প্রেও পোকামাকড় দূরে রাখতেও কার্যকর। জলে নিম তেল মিশিয়ে স্প্রে বোতলে রেখে দিন। পোকামাকড়ের উপর এই স্প্রে করলে পোকা মারা যায়। জলে নিম পাতা সিদ্ধ করেও স্প্রে তৈরি করা যায়।
নিম স্প্রেও পোকামাকড় দূরে রাখতেও কার্যকর। জলে নিম তেল মিশিয়ে স্প্রে বোতলে রেখে দিন। পোকামাকড়ের উপর এই স্প্রে করলে পোকা মারা যায়। জলে নিম পাতা সিদ্ধ করেও স্প্রে তৈরি করা যায়।
বেসন, বোরিক পাউডার এবং চিনির দ্রবণ মিশিয়ে একটি মিশ্রণটি তৈরি করুন। যেখানে পোকামাকড় বেশি হয়, সেখানে এই মিশ্রণটি রেখে দিন। এটিও পোকামাকড় দূরে রাখতে কার্যকরী।
বেসন, বোরিক পাউডার এবং চিনির দ্রবণ মিশিয়ে একটি মিশ্রণটি তৈরি করুন। যেখানে পোকামাকড় বেশি হয়, সেখানে এই মিশ্রণটি রেখে দিন। এটিও পোকামাকড় দূরে রাখতে কার্যকরী।(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন)