পর্যটকদের জন্য দারুণ খবর! দার্জিলিংয়ে তুফান তুলবে নতুন ট্রেন! দেখে নিন রুট

Darjeeling Toy Train Joy Ride: পর্যটকদের জন্য দারুণ খবর! দার্জিলিংয়ে তুফান তুলবে নতুন ট্রেন! দেখে নিন রুট

দার্জিলিং: পর্যটকদের জন্য খুশির খবর! উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের চারটি ডিজেল স্পেশাল জয়রাইড টয় ট্রেন চালানোর পরিকল্পনা করেছে। পিক সিজনে যাত্রীদের চাহিদা পূরণ করতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে ২১ অক্টোবর থেকে ০৫ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত দৈনিক ভিত্তিতে দার্জিলিং ও ঘুমের মধ্যে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে (ডিএইচআর)-এর টয় ট্রেন পরিষেবার অধীনে চারটি ডিজেল স্পেশাল জয়রাইড চলবে।

আরও পড়ুন- সব তছনচ করে দেবে ঘূর্ণিঝড় ডানা! কবে থেকে দুর্যোগ? কী হাল হবে বঙ্গে? দেখুন আপডেট!

ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য ক্ষেত্র ডিএইচআর এই পর্যটন মরশুমে সহস্রাধিক স্থানীয়ের পাশাপাশি বিদেশি পর্যটকের সমাবেশের সাক্ষী হয়। এই জয়রাইড স্পেশাল পরিষেবা পরিচালনের ফলে তাঁদের পাহাড়ের সৌন্দর্য উপভোগ করার অভিজ্ঞতা আরও বৃদ্ধি পাবে।

আরও পড়ুন- ‘অনশন তুলে বৈঠকে আসুন’, জুনিয়র ডাক্তারদের ইমেলে কী কী লিখলেন মুখ্য সচিব?

সেই অনুযায়ী ট্রেন নং. ০২৫৪৭ (দার্জিলিং-ঘুম-দার্জিলিং) ডিজেল স্পেশাল জয়রাইড দার্জিলিং থেকে ০৯.২০ ঘণ্টায় রওনা দিয়ে ঘুমে পৌঁছবে ১০.০৫ ঘণ্টায়। ফেরত যাত্রার সময় ট্রেনটি ঘুম থেকে ১০.২৫ ঘণ্টায় রওনা দিয়ে দার্জিলিঙে পৌঁছবে ১০.৫৫ ঘণ্টায়।

চারটি ডিজেল স্পেশাল জয়রাইডে থাকবে ০৩টি করে ফার্স্ট ক্লাস চেয়ার কার। দুটি কোচে ৩০টি আসন থাকবে এবং একটি কোচে ২৯টি আসন থাকবে।
চারটি ডিজেল স্পেশাল জয়রাইডে থাকবে ০৩টি করে ফার্স্ট ক্লাস চেয়ার কার। দুটি কোচে ৩০টি আসন থাকবে এবং একটি কোচে ২৯টি আসন থাকবে।

ট্রেন নং. ০২৫৪৮ (দার্জিলিং-ঘুম-দার্জিলিং) ডিজেল স্পেশাল জয়রাইড দার্জিলিং থেকে ১১.২৫ ঘণ্টায় রওনা দিয়ে ঘুমে পৌঁছবে ১২.১০ ঘণ্টায়। ফেরত যাত্রার সময় ট্রেনটি ঘুম থেকে ১২.৩০ ঘণ্টায় রওনা দিয়ে দার্জিলিঙে পৌঁছবে ১৩.০০ ঘণ্টায়।

আরও পড়ুন- বিদেশে বেড়াতে গিয়ে পাসপোর্ট খোওয়া গেলে মুশকিল; এই পরিস্থিতিতে কী কী করণীয়? জেনে নিন বিশদে

আর একটি ট্রেন নং. ০২৫৪৯ (দার্জিলিং-ঘুম-দার্জিলিং) ডিজেল স্পেশাল জয়রাইড দার্জিলিং থেকে ১৩.২৫ ঘণ্টায় রওনা দিয়ে ঘুমে পৌঁছবে ১৪.১০ ঘণ্টায়। ফেরত যাত্রার সময় ট্রেনটি ঘুম থেকে ১৪.৩৫ ঘণ্টায় রওনা দিয়ে দার্জিলিঙে পৌঁছবে ১৫.০৫ ঘণ্টায়। ট্রেন নং. ০২৫৫০ (দার্জিলিং-ঘুম-দার্জিলিং) ডিজেল স্পেশাল জয়রাইড দার্জিলিং থেকে ১৫.৩০ ঘণ্টায় রওনা দিয়ে ঘুমে পৌঁছবে ১৬.১৫ ঘণ্টায়। ফেরত যাত্রার সময় ট্রেনটি ঘুম থেকে ১৬.৩৫ ঘণ্টায় রওনা দিয়ে দার্জিলিঙে পৌঁছবে ১৭.০৫ ঘণ্টায়।

চারটি ডিজেল স্পেশাল জয়রাইডে থাকবে ০৩টি করে ফার্স্ট ক্লাস চেয়ার কার। দুটি কোচে ৩০টি আসন থাকবে এবং একটি কোচে ২৯টি আসন থাকবে। উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, এই ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইটে পাওয়া যাবে এবং উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও অধিসূচিত করা হয়েছে। যাত্রার করার পূর্বে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হচ্ছে।