দক্ষিণবঙ্গ, দেশ IMD Cyclone Alert: ৭২ ঘণ্টা…! তাণ্ডব চালাবে ঘূর্ণিঝড়? আসছে ‘অশনি’! মঙ্গল থেকে শুক্র কী হতে চলেছে বাংলায়? জানিয়ে দিল IMD Gallery October 20, 2024 Bangla Digital Desk বাংলার আকাশে অশনি সঙ্কেত! আন্দামান সাগরে ঘনীভূত ঘূর্ণাবর্ত। ফের বড়সড় রদবদলের ইঙ্গিত আবহাওয়ার। আগামী ২৪ ঘণ্টায় পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও উত্তর আন্দামান সাগরের কাছে এই ঘূর্ণাবর্ত পরিণত হবে নিম্নচাপে। আলিপুর আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানালেন এই নিম্নচাপের অভিমুখ উত্তর পশ্চিম দিকে হওয়ার আশঙ্কা। ২২ অক্টোবর অর্থাৎ মঙ্গলবারের মধ্যে এই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। ২৩ অক্টোবর পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে। যার অভিমুখ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে থাকবে বলে আবহাওয়ার পূর্বাভাস। ২৪ অক্টোবর ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অংশে এই নিম্নচাপের আসার সম্ভাবনা। ২২ অক্টোবর থেকে বৃষ্টির সম্ভাবনা উপকূলের জেলাগুলিতে। আবহাওয়ার এই নতুন সিস্টেমের জেরেই ২৩ অক্টোবর থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস দুই মেদিনীপুর ও দুই চব্বিশ পরগনায়। দু-এক পশলা ভারী বৃষ্টি-সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা, উত্তর ২৪ পরগনা-সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে। ২৪ অক্টোবর ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গের উপকূলে। কলকাতা ,হাওড়া, হুগলি, ঝাড়গ্রামে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। ২৫ অক্টোবরও বৃষ্টি জারি থাকবে। পূর্বাভাস বলছে, ১০০-১১০ কিলোমিটার প্রতি ঘণ্টায় দমকা ঝোড়ো হাওয়া বইবে উপকূলে। ভারী বৃষ্টির সঙ্গে কলকাতাতেও বইতে পারে দমকা হাওয়া। মৎস্যজীবীদের জন্য ২৬ তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে। সতর্কবার্তা থাকছে উপকূল জুড়ে। পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহের দ্বিতীয় দিন অর্থাৎ মঙ্গলবার থেকে উপকূলে প্রভাব পড়বে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে হালকা ঝোড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হতে পারে। বুধবার ও বৃহস্পতিবার থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। বুধবার ভারী বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণ ২৪ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়। ভারী বৃষ্টি হবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা এবং ঝাড়গ্রাম। ★বুধবার থেকে শুক্রবার পর্যন্ত মেঘলা আকাশ এবং বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে। হালকা ঝোড়ো হাওয়া থাকবে উপকূলের জেলাগুলিতে। ঝড়ো হওয়ার গতিবেগ বেশি থাকবে। মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গ জুড়ে। ঘূর্ণিঝড় স্থলভাগের কাছাকাছি আসলে জলোচ্ছ্বাসের সম্ভাবনা। ★সতর্কতা জারি করে আলিপুরের তরফে জানানো হয়েছে এই আবহাওয়ার জেরে এলাকার কাঁচা বাড়িগুলি ক্ষতিগ্রস্ত হতে পারে। নিচু এলাকা প্লাবিত হতে পারে। ফসলের ক্ষতি হতে পারে। ঝোড়ো হাওয়ায় উপকূল সংলগ্ন জেলাগুলিতে যোগাযোগ ও বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হতে পারে। সমুদ্রের জল ভেড়িতে ঢুকে যেতে পারে। কাঁচা বাঁধের ক্ষতি হতে পারে। আমন খান ও আলু চাষে ক্ষতি হতে পারে।