(Photo Courtesy- AP)

T20 World Cup Final: ছেলেদের পর ‘চোক’ করল প্রোটিয়াদের মেয়েরাও! টি-২০ বিশ্বকাপ জিতে ইতিহাস গড়ল নিউজিল্যান্ড

চোকার্স তকমা যেন কিছুতেই পিছু ছাড়ার নয় দক্ষিণ আফ্রিকার। ছেলেদের দল হোক আর মহিলা দল তীরে এসে বারবার তরী ডুবছে প্রোটিয়াদের। আইসিসি ট্রফি জয়ের স্বপ্ন অধরাই থেকে যাচ্ছে দক্ষিণ আফ্রিকার। চার মাস আগে পুরুষদের টি-২০ বিশ্বকাপ ফাইনালে হারতে হয়েছিল ভারতের কাছে। ২৯ জুন-এর পর ২০ অক্টোবর ফের এক টি-২০ বিশ্বকাপ ফাইনালে হার। এবার মহিলাদের ফাইনালে নিউজিল্যান্ডের কাছে হারের মুখ দেখতে হল দক্ষিণ আফ্রিকাকে। অপরদিকে, প্রথমবার মহিলা টি-২০ বিশ্বকাপ জিতে নয়া ইতিহাস তৈরি করলেন ব্ল্যাক ক্যাপসরা।

ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রকা। মেগা ফাইনালে টস হারলেও ভাল ব্যাটিং করেন কিউইরা। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৮ রান করে নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস খেলেন অভিজ্ঞ অ্যামেলিয়া কের। ঠান্ডা মাথা দলের স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যান তিনি। এছাড়া ৩৮ রান করেন ব্রুক হ্যালিডে ও ৩২ রান করেন সুজি বেটস।

টি-২০ বিশ্বকাপের মত মেগা ফাইনালের চাপ প্রথম থেকেই সামলাতে ব্যর্থ হয় দক্ষিণ আফ্রিকা। প্রথম থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে প্রোটিয়ারা। অধিনায়ক লউরা উলভার্টের ৩৩ রানের ইনিংস ছাড়া কোনও বড় স্কোর নেই। এছাডডা তাজমিন ব্রিটসের ১৭ ও ট্রিয়নের ১৪ রানের ইনিংস ছাড়া কোনও প্রোটিয়া ব্যাটার দুই অক্ষরের স্কোর করতে পারেনি।

আরও পড়ুনঃ IND vs NZ: মাত্র ৩২-এই অবসর! ভারতের তারকা ব্যাটারকে ঘিরে জল্পনা! ভাইরাল ভিডিও

প্রথম থেকেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। অধিনায়ত লউরা উলভার্ট লড়াকু ইনিংস না খেললে আরও লজ্জাজনক স্কোরের সম্মুখীন হতে হত দক্ষিণ আফ্রিকাকে। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৬ রান করে প্রোটিয়ারা। ৩২ রানে ম্য়াচ জিতে প্রথমবারের মত টি-২০ বিশ্বকাপ জিতল নিউজিল্যান্ডের মহিল দল।