IND vs NZ: মাত্র ৩২-এই অবসর! ভারতের তারকা ব্যাটারকে ঘিরে জল্পনা! ভাইরাল ভিডিও

বেঙ্গালুরুতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে হারের মুখ দেখতে হয়েছে টিম ইন্ডিয়াকে। দ্বিতীয় ইনিংসে ভারতীয় দল লড়াই করলেও প্রথম ইনিংসের ৪৬ অলআউটও কাল হয়ে দাঁড়িয়েছে ভারতের। ভারতের হারের যন্ত্রণার মধ্যেই ফ্যানেজের মনে আরও একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। তা হল, মাত্র ৩২ বছর বয়সেই কি অবসর নিতে চলেছেন ভারতের তারকা ব্যাটার? সৌজন্যে একটি ভিডিও।

কথা হচ্ছে ভারতীয় দলের তারকা ব্যাটার কেএল রাহুলের। সাম্প্রতিক সময়ে একেবারেই নিজের চেনা ছন্দে নেই তিনি। ধারাবাহিকতার অভাবে ভুগছেন রাহুল। বেঙ্গালুরুতে কঠিন সময়ে দুই ইনিংসেই ব্যর্থ হয়েছেন কেএল। প্রথম ইনিংসে শূন্য ও দ্বিতীয় ইনিংসে ১২ রান করেছেন। বিশেষ করে দ্বিতীয় ইনিংসে বড় রান করতে পারলে খেলার ফল অন্যরকম হলেও হতে পারত।

কিন্তু এবার প্রশ্ন কেন কেএল রাহুলের অবসর নিয়ে জল্পনা তৈরি হয়েছে। বেঙ্গালুরুতে ম্যাচ শেষের পর কেএল রাহুলের একটি ভিডিও ভাইরাল হয়েছে। আর সেটা নিয়েই যাবতীয় জল্পনা-কল্পনা। ম্যাচের পর রোহিত শর্মাসহ ভারতীয় দলের বাকি ক্রিকেটারদের সঙ্গেই হাত মেলাচ্ছিলেন রাচিন রবীন্দ্র। সেই সময়ই হঠাৎই কেএল রাহুল নিজের অবসর জল্পনা উস্কে দিলেন। কারণ দেখা যায় বেঙ্গালুরুর পিচকে প্রণাম করছেন রাহুল।

আরও পড়ুনঃ KKR News: কেকেআরকে বড় বার্তা তারকা ব্য়াটারের! তাঁকে ছাড়লে হবে বড় ভুল! বুঝিয়ে দিলেন নাইট তারকা

প্রসঙ্গত, এর আগে সচিন তেন্ডুলকরকে অবসরের সময় আমরা দেখেছি ওয়াংখেড়ের পিচকে প্রণাম করতে। এছাড়াও একাধিক ক্রিকেটারের ক্ষেত্রে দেখা গিয়েছে এমন দৃশ্য। রাহুলের এই ভিডিও নেট দুনিয়ায় ঝড় তুলতে সময় নেয়নি। নেটিজেনদের প্রশ্ন তাহলে ঘরের মাঠে শেষ ম্যাচ খেলে ফেললেন রাহুল। যদিও এই বিষয়ে কোনও মুখ খোলেননি কেএল রাহুল।