দক্ষিণবঙ্গ, পূর্ব মেদিনীপুর Cyclone Dana Alert: কালীপুজোর আগেই ‘ডানা’র তান্ডব! কলকাতায়-সহ বাংলার কোন জেলায় কত বৃষ্টি? জানিয়ে দিল হাওয়া অফিস Gallery October 21, 2024 Bangla Digital Desk *ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডানা। হাওয়া অফিসে রিপোর্ট অনুযায়ী জানা যায় সোমবার দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণবাত নিম্নচাপে পরিণত হবে। নিম্নচাপটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা। এই ঘূর্ণিঝড় এর প্রভাবে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস। প্রতিবেদনঃ সৈকত শী। *আলোর উৎসব বা দীপাবলীর আগে আবারও বাংলার আকাশে দুর্যোগের অশনি সংকেত। এবার ঘূর্ণিঝড়ের অশনি সংকেত কালীপুজোর আগে। দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণবাত আবহাওয়া পরিবর্তনের বড়সড়ো কারণ হয়ে দাঁড়িয়েছে। *হাওয়া অফিসের রিপোর্টে জানা যায়, দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণবাত সোমবার নিম্নচাপে পরিণত হচ্ছে। এই নিম্নচাপ মঙ্গলবার আরও শক্তি বাড়িয়ে শক্তিশালী নিম্নচাপে পরিণত হবে। *বুধবার এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এই নিম্ন চাপের অভিমুখ উত্তর-পশ্চিম দিকে বলে সম্ভাব্য অনুমান আবহাওয়াবিদদের। আবহাওয়াবিদের অনুমান এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা ওড়িশা এবং বাংলার উপকূলে। দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কবার্তা হওয়া অফিসের। *বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড় সিস্টেমের কারণে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা অর্থাৎ পূর্ব ও পশ্চিম এবং মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলার আবহাওয়া বদলাচ্ছে। *বুধবার ও বৃহস্পতিবার এই ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস উপকূলবর্তী এই চার জেলায়। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের ওড়িশা সংলগ্ন জেলা এবং কলকাতা-সহ অন্যান্য জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। *মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রযাত্রায় নিষেধাজ্ঞা। উপকূলবর্তী জেলাগুলিতে ঘণ্টায় ১০০ থেকে ১১০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বয়ে চলার সম্ভাবনা। *২১ অক্টোবর সোমবার সকাল থেকেই দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলার আকাশ আংশিক মেঘলা। এদিন দিঘা-সহ পূর্ব মেদিনীপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৪.৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৪ শতাংশ। *আবহাওয়া বদলে মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলায়। বুধবার ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি হয়েছে। পাশাপাশি বৃহস্পতিবার অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি হওয়া অফিসের।