চাষ 

How To Make Money: এই চাষ করে হতে পারেন লাভবান, সারাবছর হবে মোটা টাকা রোজগার 

পাতি লেবু চাষ করে লাভবান হতে পারা যায় সহজেই। এই লেবু চাষ করেই প্রত্যেক মাসে মোটা টাকা রোজগার করা সম্ভব! সঠিক পরিচর্যা এবং যত্ন নিলেই পাওয়া যাবে প্রচুর লেবু। আর সেই লেবু বাজারে বিক্রি করে উপার্জন করা যেতে পারে মোটা অংকের টাকা।
পাতি লেবু চাষ করে লাভবান হতে পারা যায় সহজেই। এই লেবু চাষ করেই প্রত্যেক মাসে মোটা টাকা রোজগার করা সম্ভব! সঠিক পরিচর্যা এবং যত্ন নিলেই পাওয়া যাবে প্রচুর লেবু। আর সেই লেবু বাজারে বিক্রি করে উপার্জন করা যেতে পারে মোটা অংকের টাকা।
লেবু চাষ করেই হতে পারবেন স্বনির্ভর। তবে এই লেবু সাধারণ পাতি লেবু নয়। এই লেবুকে অনেকে বারোমাসি পাতি লেবু, আবার অনেকে অল টাইম লেবুও বলছেন। অর্থাৎ এই গাছ থেকে বছরে একবার বা দুবার নয়।
লেবু চাষ করেই হতে পারবেন স্বনির্ভর। তবে এই লেবু সাধারণ পাতি লেবু নয়। এই লেবুকে অনেকে বারোমাসি পাতি লেবু, আবার অনেকে অল টাইম লেবুও বলছেন। অর্থাৎ এই গাছ থেকে বছরে একবার বা দুবার নয়।
সারাবছর পাওয়া যাবে ফলন। বাজারে চাহিদা অনুযায়ী বিক্রি করা যাবে লেবু। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর সংকর মহাদেব নামক একটি নার্সারিতে এই প্রজাতির লেবু গাছ পাওয়া যাচ্ছে। দূর দূরান্ত থেকেও অনেকেই আসছেন এই লেবু গাছ কেনার জন্য। নার্সারির কর্ণধার শংকরদত্ত জানিয়েছেন, "এই লেবু গাছ লখনউ প্রজাতির একটা গাছ। এই লেবুটা সারা বছরই হয় । সিজনে ফলন বেশি হয় এবং অফ সিজেনে তুলনামূলক একটু কম হয়। ছোট গাছ থেকে দু'বছর পর থেকে ফলন পাওয়া যাবে।"
সারাবছর পাওয়া যাবে ফলন। বাজারে চাহিদা অনুযায়ী বিক্রি করা যাবে লেবু। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর সংকর মহাদেব নামক একটি নার্সারিতে এই প্রজাতির লেবু গাছ পাওয়া যাচ্ছে। দূর দূরান্ত থেকেও অনেকেই আসছেন এই লেবু গাছ কেনার জন্য। নার্সারির কর্ণধার শংকরদত্ত জানিয়েছেন, “এই লেবু গাছ লখনউ প্রজাতির একটা গাছ। এই লেবুটা সারা বছরই হয় । সিজনে ফলন বেশি হয় এবং অফ সিজেনে তুলনামূলক একটু কম হয়। ছোট গাছ থেকে দু’বছর পর থেকে ফলন পাওয়া যাবে।”
লেবুর যে অনেক উপকারিতা রয়েছে তা সকলেরই জানা রয়েছে। প্রায় সারাবছরই বাজারে পাতি লেবুর চাহিদা থাকে। তাছাড়া গরমকালে বাজারে বেশ চড়া দামেও বিক্রি হয় এই লেবু। এই বিষয়ে শংকরদত্ত আরও জানিয়েছেন, "সব ফসল চাষ করা যায়। কিন্তু লেবু চাষ করতে গেলে পরিবেশ একটু অন্যরকম হওয়া দরকার। অতিরিক্ত রসালো মাটি হলে লেবুর ফলন ভালো আসবে না। লেবু চাষ করতে গেলে শুষ্ক মাটিতে চাষ করলে ভালো ফলন পাওয়া যাবে।"
লেবুর যে অনেক উপকারিতা রয়েছে তা সকলেরই জানা রয়েছে। প্রায় সারাবছরই বাজারে পাতি লেবুর চাহিদা থাকে। তাছাড়া গরমকালে বাজারে বেশ চড়া দামেও বিক্রি হয় এই লেবু। এই বিষয়ে শংকরদত্ত আরও জানিয়েছেন, “সব ফসল চাষ করা যায়। কিন্তু লেবু চাষ করতে গেলে পরিবেশ একটু অন্যরকম হওয়া দরকার। অতিরিক্ত রসালো মাটি হলে লেবুর ফলন ভালো আসবে না। লেবু চাষ করতে গেলে শুষ্ক মাটিতে চাষ করলে ভালো ফলন পাওয়া যাবে।”
পাতি লেবু গাছের দামও রয়েছে সাধ্যের মধ্যেই । ৬০ টাকা থেকে শুরু করে ২৫০ টাকা দামের গাছও রয়েছে এই নার্সারিতে। এছাড়াও একটা গাছ থেকে সারাবছর প্রচুর ফলন পাওয়া যাবে। তবে লেবু চাষের আগে এই বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে। সাধারণ পাতি লেবুর থেকে এই লেবুতে কিছুটা বেশি পরিমাণ রসও পাওয়া যাবে। এছাড়া যেহুতু সারাবছর ফলন মিলবে , সেই কারণে নার্সারির তরফে এই চাষ অনেকটাই লাভজনক হবে বলে মনে করছেন।
পাতি লেবু গাছের দামও রয়েছে সাধ্যের মধ্যেই । ৬০ টাকা থেকে শুরু করে ২৫০ টাকা দামের গাছও রয়েছে এই নার্সারিতে। এছাড়াও একটা গাছ থেকে সারাবছর প্রচুর ফলন পাওয়া যাবে। তবে লেবু চাষের আগে এই বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে। সাধারণ পাতি লেবুর থেকে এই লেবুতে কিছুটা বেশি পরিমাণ রসও পাওয়া যাবে। এছাড়া যেহুতু সারাবছর ফলন মিলবে , সেই কারণে নার্সারির তরফে এই চাষ অনেকটাই লাভজনক হবে বলে মনে করছেন।