লাইফস্টাইল Diwali 2024: সামনেই দীপাবলি, আলোর উৎসবে বাড়িকে মনের মতো সাজিয়ে তোলার কিছু দারুণ উপায় Gallery October 21, 2024 Bangla Digital Desk আপনি যদি দীপাবলিতে আপনার ঘর সাজাতে চান, তাহলে ফিরোজাবাদে পাওয়া পাঁচটি হস্তশিল্পের আলোর আইটেম কিনতে পারেন৷ আপনি খুব সস্তায় সেরা জিনিসটি কিনতে পারবেন। এগুলির দাম ২৫০ টাকা থেকে শুরু করে হাজার টাকা পর্যন্ত হতে পারে। উৎসবের সময় এগুলোর ব্যাপক চাহিদা থাকে। ব্যবসায়ীরা ব্যপক লাভও করে থাকেন৷ দীপাবলি মানেই চারপাশে আলোর উৎসব৷ এই সময় সবাই নিজের বাড়িকে আলোয় সাজিয়ে রাখেন৷ আপনিও যদি দীপাবলিতে আপনার ঘর সাজানোর জন্য সস্তায় জিনিস কিনতে চান, তাহলে ফিরোজাবাদে যেতে পারেন৷ এখানে আলো দিয়ে তৈরি ঝুলন্ত বলগুলি আপনার ঘরকে আরও আকর্ষণীয় করে তুলবে গ্যারান্টি। এই টেবিল ল্যাম্পটি ফিরোজাবাদের একজন হস্তশিল্পী বানিয়েছেন৷ কাচের বলের উপর ক্রিস্টাল রত্ন রাখা হয়েছে এখানে৷ বালবটি জ্বললে এটিকে খুব সুন্দর দেখায়। এই টেবিল ল্যাম্পের দাম ২৫০ টাকা থেকে শুরু। এবার আপনি যেমন খরচ করবেন, সেই মতো আরও ভাল জিনিসও পাবেন৷ দীপাবলিতে ঘর সাজানোর জন্য অনেকে ঝাড়বাতিও কেনেন৷ এখানে সেই আলোর ঝাড়বাতিও প্রস্তুত করা হয়। ফিরোজাবাদে পাওয়া এই ঝাড়বাতিগুলোর আকার বেশি বড় নয়৷ ছোট ছোট আকারে আলো দিয়ে সাজানো হয় এগুলি৷ রাতে এই আলো জ্বালালে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। এই ঝাড়বাতিগুলির দাম তিনশো টাকা থেকে শুরু৷ সবচেয়ে ভালো জিনসটির দাম প্রায় ২০০০ টাকা। ফিরোজাবাদে টেবিল ল্যাম্পের চাহিদা এখন দারুণ৷ সামনেই দিওয়ালি, আর তাই ঘর সাজাতে সবাই ব্যস্ত হয়ে পড়েছে৷ এখানকার লোকজন এই টেবিল ল্যাম্পের মতো দেখতে ছোট ছোট জিনিসগুলি বাড়ির দেওয়ালে ঝুলিয়ে রাখতে শুরু করেছে৷ সন্ধ্যা হলে এগুলি দেখতে লাগে দারুন। এই টেবিল ল্যাম্পের দাম মাত্র আড়াইশ টাকা। যদিও ফিরোজাবাদে সব ধরনের ঝাড়বাতি তৈরি করা হয়৷ এই দীপাবলিতে ঘর সাজাতে তৈরি করা হচ্ছে ছোট আকারের ঝাড়বাতিও। ছোট সাইজের সোনালি রঙের এই ঝাড়বাতি সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে। সাইজ ছোট বলে এগুলি বাড়ির যে কোনও জায়গাতেই লাগিয়ে দেওয়া যায়৷ এই ঝাড়বাতির সবচেয়ে কম দাম মাত্র ৫০০ টাকা৷ সবথেকে ভালো ঝাড়বাতি পাবেন ১০০০ টাকার মধ্যে৷ দিওয়ালি মানেই আলোর উৎসব৷ এই সময় লোকজন অন্ধকার দূর করতে আলোয় মুড়িয়ে রাখে বাড়ি৷ প্রতি বছরই নতুন নতুন আলো আসে বাজারে৷ লোক তা কিনতে ঝাঁপিয়ে পড়ে৷ তবে দিনের শেষে সবাই একটু সস্তায় ভালো জিনিষই পেতে চায়৷ ফিরোজাবাদে আপনি চোখ বন্ধ করে নিজের পছন্দের জিনিসটি কিনে ফেলতে পারেন৷