খেলা IPL 2025 Mega Auction:মিচেল স্টার্ককে ছেড়ে এবার এই মেগা তারকার জন্য অল আউট ঝাঁপাবে কেকেআর, তবে ছিনিয়ে নিতে তৈরি এঁরাও Gallery October 21, 2024 Bangla Digital Desk গত মরশুমের আইপিএল চ্যাম্পিয়ন কেকেআর এবার মেগা অকশনে প্রাথমিকভাবে অঙ্ক কষছে যাতে তারা খেতাব ধরে রাখতে পারে৷ তাই দলে বেশ কিছু ঝাঁঝ ঝরানো প্লেয়ার রাখবে৷ দলের মূল ভাবনা অভিজ্ঞ ক্রিকেটারদের গুণ কাজে লাগানো তার পাশাপাশি তরুণ প্রতিভা তুলে এনে দীর্ঘ সময়ের জন্য দলে কোর টিম তৈরি করে ফেলা৷ চোটের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শেষ সংস্করণে অংশ নেননি মহম্মদ শামি। আইপিএল ২০২৫ এ মহম্মদ শামি আইপিএলে ফের সর্বশক্তি নিয়ে ফিরবেন৷ আইপিএলে বিভিন্ন ফ্রাঞ্চাইজির হয়ে খেলেছেন মহম্মদ শামি৷ তাঁর যোগ্যতা প্রমাণ করেছেন। আইপিএল ২০২৪-এ শামি মিস করার পর গুজরাত টাইটান্স তাঁকে ধরে না রাখলে এই এক্সপ্রেস পেসার আইপিএল মেগা নিলামে বড় টাকা পেতে পারেন। কলকাতা বাংলার এই তারকা স্পিডস্টারের জন্য অল আউট ঝাঁপাতে পারেন৷ যে দলগুলি আইপিএল নিলামে মহম্মদ শামিকে টার্গেট করতে পারেকলকাতা নাইট রাইডার্স (KKR)আইপিএলে, মহম্মদ শামি আগে কেকেআর শিবিরের অংশ ছিলেন। তবে ২০১৩ সালে নাইটদের জার্সিতে মাত্র ৩ টি ম্যাচ খেলে ১ টি উইকেট পেয়েছিলেন৷ কিন্তু পরের মরশুমেই তাঁকে ছেড়ে দেয় আর ডানহাতি পেসার চলে যান বর্তমানের দিল্লি ক্যাপিটাল্স ও সেই সময়ের দিল্লি ডেয়ার ডেভিলসে। বর্তমানে তিনি গুজরাত টাইটান্সে খেলেন তিনি৷ কেকেআর যদি তাদের প্রধান পেসার বোলার মিচেল স্টার্ককে ধরে না রাখার সিদ্ধান্ত নেয়, তবে কেকেআর পেসারের জন্য অলআউট হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ মহম্মদ শামি তাঁর বেশিরভাগ ঘরোয়া ক্রিকেট ম্যাচ বাংলার জার্সিতে ইডেন গার্ডেন্সে খেলেছেন। এটি বাড়তি কারণ হতে পারে আইপিএল মেগা নিলামে শামির জন্য কেকেআরের বিড করার৷ তবে কেকেআরকে ভালরকম চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিতে পারে পঞ্জাব কিংস৷ কারণ এই পঞ্জাবের ফ্রাঞ্চাইজির হয়ে তিন মরশুম খেলেছেন৷মহম্মদ শামি PBKS-এ দারুণ সাফল্য পেয়েছেন, ২০১৯ মরশুেমে ওই ফ্রাঞ্চাইজির হ সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে শেষ করেছেন। তাঁর অভিজ্ঞতা এবং গুরুত্বপূর্ণ পরিস্থিতিতে পারফর্ম করার ক্ষমতা তাঁকে আবার PBKS -র জন্য দারুণ অপশন। RCB -র অভিজ্ঞ খেলোয়াড়দের প্রতি একটা আগ্রহ থাকে৷ তাই শামির ট্র্যাক রেকর্ড তাঁকে তাঁদের বোলিং লাইনআপের জন্য উপযুক্ত করে তুলতে পারে। আইপিএল ২০২৪-এ, আরসিবি বোলিং ইউনিট তাদের পতনের প্রধান কারণ ছিল।আরসিবি যদি মহম্মদ শামিকে তাঁদের ক্যাম্পে আনতে পারে, তাহলে মহম্মদ সিরাজ এবং শামির একটি বিস্ফোরক বোলিং জুটি তৈরি হতে পারে। তবে এই অঙ্ক কষা পুরোটাই নির্ভর করছে আইপিএল মেগা নিলামের আগে জিটি এই পেসারকে আদৌ মুক্তি দেয় কিনা তার উপর।