দেশ, পাঁচমিশালি Nasa On Aliens: ভিনগ্রহে প্রাণের সন্ধান! এ কী জানাল নাসা? তবে কি ওরা সত্যি আছে? জানলে মাথা ঘুরে যাবে Gallery October 21, 2024 Bangla Digital Desk ভিনগ্রহে প্রাণী কি সত্যি আছে? এ নিয়ে সাধারণ মানুষ থেকে বিজ্ঞানী কৌতুহলের অন্ত নেই৷ কত আলোচনা, চিন্তা ভাবনা রয়ে গিয়েছে একে কেন্দ্র করে৷ সিনেমার পর্দায় ইউএফো করে সোজা পৃথিবীর মাটিতে নেমেছে ওরা৷ কখনও মানুষের শত্রু বেশে কখনও বা বন্ধু হয়ে হাত বাড়িয়ে দিয়েছে৷ কিন্তু বার বার বিজ্ঞানীরা সন্ধান করলেও এদের অস্তিত্বের কোনও প্রমাণ রিল দুনিয়া ছাড়িয়ে রিয়েল দুনিয়ায় মেলেনি৷ কিন্তু এতদিন পর আশার রুপোলি আশার সন্ধান পাওয়া গেল৷ সেই সন্ধান জানাল স্বয়ং নাসা৷ নাসার নেতৃত্বে সাম্প্রতিক কালে এক গবেষণা হয়৷ সেখানে বলা হয়েছে, মঙ্গলগ্রহে পুরু বরফের স্তরের নীচে ভিনগ্রহের জীবন লুকিয়ে থাকতে পারে৷ মনে করা হচ্ছে ধুলিকণা মিশ্রিত তুষার পাত থেকে বরফের এই পুরু স্তরটি তৈরি হয়েছিল৷ এই ধূলিকণা মিশ্রিত বরফ সূর্যালোক শোষণ করে নেয়৷ এর ফলে বরফের নীচের অঞ্চলটিকে উষ্ণ করে তোলে৷ এর ফলে বরফের তলায় ছোট-ছোট জলাশয় তৈরি হয়েছে৷ সেখানে ক্ষুদ্র জীবের বসবাসের জন্য অনুকূল পরিবেশ তৈরি হতে পারে৷ যদিও এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাবে না৷ এর জন্য দরকার আরও বেশি অধ্যয়নের৷ নাসা উন্নত প্রযুক্তির মাধ্যমে চেষ্টা করছে বরফের পুরু আস্তরণের ভিতরের আবহাওয়া আরও নিবিড় ভাবে পর্যবেক্ষণ করতে৷ এই সম্পর্কে কথা বলতে গিয়ে, নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির পোস্টডক্টরাল রিসার্চ ফেলো আদিত্য খুল্লর জানিয়েছেন, পৃথিবার মতো মঙ্গলে ওজন স্তরের চাদর নেই৷ তাই আমাদের তুলনায় লাল গ্রহে ৩০ শতাংশ বেশি ক্ষতিকারক অতিবেগুনি রশ্মীর উপস্থিতি রয়েছে৷ কিন্তু এর পৃষ্ঠে থাকা ধূলিকণা সেই রশ্মি আটকে দেয়৷ এতে বরফের নীচে প্রাণের উপযুক্ত পরিবেশ থাকা একেবারে অলিক কল্পনা না-ই হতে পারে৷ নাসার গবেষক দল আরও জানান সালোকসংশ্লেষ করতে জরুরি সূর্যালোক ও জল, এই দুয়েরই সন্ধান মঙ্গলে ঘন তুষারের ভিতরে পাওয়া গিয়েছে৷ যদিও প্রাণের সন্ধান পেলেও বড় পর্দায় ইউএফো করে আসা দেখে অভ্যস্ত পৃথিবীবাসীকে কি খুশি করবে? কিন্তু এককোষী জীবনেরও যদি সম্ভাবনা পাওয়া যায়, বিজ্ঞানের দুনিয়ায় তা হবে মাইল স্টোন৷ তবে ওই যে নাসা বলছেন, এখনই কল্প দুনিয়ায় না ভেসে জরুরি আরও অধ্যয়নের, উন্নত প্রযুক্তির৷ তবেই জানা সম্ভব হবে এই অসীম মহাকাশে আমরা কি সত্যি-ই একা?