উত্তর ২৪ পরগণা: দীর্ঘ দেড় মাস জলবন্দী স্বরুপনগর ব্লকের বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েতর এলাকা, জল সরানোর জন্য খাল কাটলগ্রামবাসীরা। জল যন্ত্রণা থেকে মুক্তি পেতে কোদাল দিয়ে যমুনা নদীর খাল কাটলো গ্রামবাসীরা।
কালীপুজোর প্রাক্কালে বঙ্গোপসাগরে ধেয়ে আসছে ডানা তার আগেই জল যন্ত্রণা থেকে মুক্তি পেতে চাইছে গ্রামের মানুষ। লাগাতার বৃষ্টি ইছামতি পদ্মা যমুনা নদী বাধ ছাপিয়ে জল ঢুকেছে গ্রামে, বেহাল নিকাশি ব্যবস্থা।
উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার স্বরূপ নগর ব্লকের চারঘাট, সগুনা, গোবিন্দপুর, তেপুল মির্জাপুর এই চারটি গ্রাম পঞ্চায়েতের বেশকিছু গ্রাম কয়েক হাজার মানুষ এখনও নোনা জল ঢুকে বন্দি হয়ে রয়েছে।
দুর্গা পুজো কেটেছে জলবন্দি অবস্থায়৷ আবার সামনে কালীপুজো। তার আগে নতুন করে বঙ্গোপসাগরের ঝড় ‘ডানা’ ধেয়ে আসছে, যার কারণে একদিকে আতঙ্কিত গ্রামবাসীরা চাষের জমি মাছ চাষ থেকে শুরু করে কর্মজীবনে ব্যাপক প্রভাব পড়েছে।
দীপাবলির আলো জ্বলবে কিনা তাও তারা জানেন না। নোনা জল থেকে জলবায়ু বিভিন্ন চর্মরোগ ডায়রিয়া আক্রান্ত হচ্ছেন গ্রামবাসীরা। তাই বাধ্য এবার চারঘাট গ্রাম পঞ্চায়েতের টিপি যমুনা খাল কেটে দিল গ্রামবাসীরা।
দীর্ঘদিন ধরে তারা জল যন্ত্রণায় ভুগছিল এইসব গ্রামের মানুষেরা তাই বাধ্য হয়ে মুক্তি পেতে কোদাল, কুড়াল দিয়ে যমুনার খাল কেটে দিল গ্রামবাসীরা জল যন্ত্রণা থেকে যাতে মুক্তি পায়।
জুলফিকার মোল্লা