বাংলা ক্যালেন্ডার ও পঞ্জিকা অনুযায়ী শুরু হয়ে গিয়েছে কার্তিক মাস৷ বৈষ্ণব ধর্মাবলম্বীদের মতে একে বলা হয় দামোদর মাস৷

Karthik Month Rituals: শুরু হয়েছে কার্তিক মাস! ঢেউয়ের মতো আসবে অঢেল টাকা ও সুখ! শুধু দিনের বিশেষ সময়ে এভাবে জ্বালুন প্রদীপ

বাংলা ক্যালেন্ডার ও পঞ্জিকা অনুযায়ী শুরু হয়ে গিয়েছে কার্তিক মাস৷ বৈষ্ণব ধর্মাবলম্বীদের মতে একে বলা হয় দামোদর মাস৷
বাংলা ক্যালেন্ডার ও পঞ্জিকা অনুযায়ী শুরু হয়ে গিয়েছে কার্তিক মাস৷ বৈষ্ণব ধর্মাবলম্বীদের মতে একে বলা হয় দামোদর মাস৷

 

প্রচলিত বিশ্বাস, এই মাস শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়৷ মনে করা হয় এই মাসে ভগবানের উদ্দেশে সন্ধ্যায় দীপদান খুবই শুভ ও পবিত্র৷ বিঘ্ন দূর হয়ে সংসারে আসে সুখ, শান্তি, সমৃদ্ধি ও সৌভাগ্য৷ বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত কল্কি রাম৷
প্রচলিত বিশ্বাস, এই মাস শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়৷ মনে করা হয় এই মাসে ভগবানের উদ্দেশে সন্ধ্যায় দীপদান খুবই শুভ ও পবিত্র৷ বিঘ্ন দূর হয়ে সংসারে আসে সুখ, শান্তি, সমৃদ্ধি ও সৌভাগ্য৷ বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত কল্কি রাম৷

 

পূর্বপুরুষদের উদ্দেশে এই মাসে আকাশপ্রদীপ প্রজ্বলন করা হয়৷ আরাধ্য দেবতার সামনেও দীপদান করা পুণ্যদায়ী৷
পূর্বপুরুষদের উদ্দেশে এই মাসে আকাশপ্রদীপ প্রজ্বলন করা হয়৷ আরাধ্য দেবতার সামনেও দীপদান করা পুণ্যদায়ী৷

 

স্নান করে শুদ্ধ বসনে সলতে বানিয়ে নিন তুলো দিয়ে৷ শ্বেতচন্দন গুলে নিন৷ ওই চন্দন দিয়ে অষ্টদল কমল বা ৮ পাপড়ির পদ্ম এঁকে নিন পিতলের থালায়৷
স্নান করে শুদ্ধ বসনে সলতে বানিয়ে নিন তুলো দিয়ে৷ শ্বেতচন্দন গুলে নিন৷ ওই চন্দন দিয়ে অষ্টদল কমল বা ৮ পাপড়ির পদ্ম এঁকে নিন পিতলের থালায়৷

 

ওই পাত্রে সিঁদুর ও চন্দনের ফোঁটা দিন৷ ফুল দিয়ে সাজিয়ে নিন৷ তার মাঝে ছড়িয়ে দিন কিছুটা অখণ্ড আতপ চাল৷
ওই পাত্রে সিঁদুর ও চন্দনের ফোঁটা দিন৷ ফুল দিয়ে সাজিয়ে নিন৷ তার মাঝে ছড়িয়ে দিন কিছুটা অখণ্ড আতপ চাল৷

 

ওই আতপচালের উপর ঘি পূর্ণ প্রদীপ বসিয়ে প্রজ্বলন করুন৷ এই মাসে বাড়ির মূল প্রবেশদ্বার বা অশ্বত্থগাছের নীচে বা কোনও দেবালয়ে প্রদীপ প্রজ্বলন করতে পারবেন৷
ওই আতপচালের উপর ঘি পূর্ণ প্রদীপ বসিয়ে প্রজ্বলন করুন৷ এই মাসে বাড়ির মূল প্রবেশদ্বার বা অশ্বত্থগাছের নীচে বা কোনও দেবালয়ে প্রদীপ প্রজ্বলন করতে পারবেন৷

 

ঘিয়ের পরিবর্তে তিলতেলের প্রদীপও প্রজ্বলন করতে পারবেন৷ তুলসিকাষ্ঠ বা তুলসিগাছের শুকনো ডালে তুলো জড়িয়ে সেটি প্রজ্বলন করেও প্রদীপ হিসেবে আরতি করতে পারেন৷ শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ ও শ্রবণও অত্যন্ত শুভ৷
ঘিয়ের পরিবর্তে তিলতেলের প্রদীপও প্রজ্বলন করতে পারবেন৷ তুলসিকাষ্ঠ বা তুলসিগাছের শুকনো ডালে তুলো জড়িয়ে সেটি প্রজ্বলন করেও প্রদীপ হিসেবে আরতি করতে পারেন৷ শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ ও শ্রবণও অত্যন্ত শুভ৷