নয়া দিল্লি: কানাডা ফাউন্ডেশন (সিআইএফ) সদগুরুকে সিআইএফ গ্লোবাল ইন্ডিয়ান অ্যাওয়ার্ড ২০২৪ পুরষ্কারে ভূষিত করলেন৷ তিনি যেমন একাধারে ভারতের যোগগুরু ছিলেন তেমনই ইশা ফাউন্ডেশনেরও প্রতিষ্ঠাতা ছিলেন৷
কানাডা ফাউন্ডেশনের চেয়ারম্যান রিতেশ মালিক শেয়ার করেছেন, ‘‘সদগুরুকে সম্মানিত করতে পেরে আমরাই সম্মানিত হয়েছি৷ তিনি টরেন্টোতে উপস্থিত থাকতে রাজি হয়েছেন৷ এতে আমরা সত্যিই গর্বিত৷’’
রিতেশ মালিক সদগুরুর ঢালাও প্রশংসা করে বলেছেন, তাঁর যোগ ব্যয়ামের শিক্ষা, ধ্যান মানুষের মানসিকতাকে উন্নত করতে সাহায্য করে৷
পুরষ্কার প্রাপ্তির পর, সদগুরু CIF-এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন৷ তিনি জানান, এই পুরষ্কারের প্রাপ্ত ৫০,০০০ টাকা দেশের নদীগুলোর মান উন্নয়নে খরচ করা হবে৷ ‘কাভেরী কলিং’ প্রথম প্রজেক্ট৷ এর মাধ্যমে কাবেরী নদীকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করা হচ্ছে৷
শুধু তাই নয় প্রাপ্ত পুরষ্কারের অর্থে ২৪২ কোটি গাছ লাগানোর কথা কথা ঘোষণা করা হয়৷