Tag Archives: International News

Canada News: পড়াশোনা করতে কানাডা যাওয়ার প্ল্যান করছেন? কঠিন সিদ্ধান্ত নিল ট্রুডোর সরকার

ওট্টাওয়া: কানাডা সরকারের তরফ থেকে বিশেষ ঘোষণা। জানানো হয়েছে এবার তারা কানাডায় পড়াশোনা করতে আসা বিদেশী শিক্ষার্থীদের সংখ্যার হার আরও কমিয়ে দেবে৷ অস্থায়ী বাসিন্দাদের সংখ্যা কমাতে ওয়ার্ক পারমিটের ব্যাপারটিও আরও কঠিন হাতে নিয়ন্ত্রণ করা হবে বলে খবর।

দেশের প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই প্রসঙ্গে মুখ খুলেছেন৷ জানা গিয়েছে, দেশে বেশ কিছু পরিবর্তন নিয়ে আসা হয়েছে৷ যার মধ্যে অন্যতম বিদেশ থেকে পড়তে আসা শিক্ষার্থীদের সংখ্যা কমিয়ে দেওয়া৷ বুধবার যে পরিবর্তনগুলির কথা ঘোষণা করা হয়েছে সেগুলি ২০২৫ সাল থেকেই কার্যকর হবে৷ আন্তর্জাতিক স্টাডি পারমিটের সংখ্যা কমিয়ে ৪৩৭,০০০-এ নামিয়ে দেওয়া হবে। কানাডায় ২০২৩ সালে স্টাডি পারমিটের সংখ্যা ছিল ৫০৯,৩৯০। অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী ২০৪ সালের প্রথম সাত মাসে সেই সংখ্যাটা দাঁড়িয়ে আছে ১৭৫,৯২০-তে।

আরও পড়ুন : ‘ফল ভুগতে হবে’…পেজারের পর ওয়াকি-টকি, পর পর বিস্ফোরণে হুঙ্কার হিজবুল্লার,হামলার নেপথ্যে কী ইজরায়েল? ভাইরাল ভিডিও

ট্রুডো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্টে বলেছেন, “আমরা এই বছর ৩৫% কম আন্তর্জাতিক ছাত্রদের অনুমতি দিচ্ছি। পরের বছর, এই সংখ্যা আরও ১০% কমিয়ে দেওয়া হবে। আমাদের অর্থনীতির জন্য অভিবাসনের ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ৷ তবে অনেকেই আমাদের সিস্টেমের সুযোগ নিয়ে অনেক খারার কাজ করছে৷ বিদেশি শিক্ষার্থীদের সংখ্যা এখানে বেশি৷ তাই আমরা সিস্টেমে এবার বদল আনছি, কারণ এটা না করলে দেশের ক্ষতি হতে পারে।”

আরও পড়ুন : লেবাননে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! কী এই ‘Pager’ বিষ্ফোরণ, জেনে নিন

কানাডায় এই সিস্টেমে আমূল পরিবর্তনের প্রভাব এবার পড়তে চলেছে বিদেশী কর্মীদের ক্ষেত্রেও৷ স্বামী-স্ত্রীর ওয়ার্ক পারমিটের ব্যবস্থাকেও এবার সীমিত করা হবে৷ ইমিগ্রেশন মিনিস্টার মার্ক মিলার এক বিবৃতিতে বলেছেন, “এমন অনেকেই আছে যারা কানাডায় ঘুরতে আসতে চান৷ তাদের ক্ষেত্রে হয়তো সমস্যা তেমন কিছু হবে না৷ তবে যারা এখানে কাজ করতে বা পাকাপাকিভাবে থাকতে আসছিলেন তাদের ক্ষেত্রে নিয়ম বদলাচ্ছে৷ সবাই আর সেই সুযোগ পাবেন না৷” সরকার ইতিমধ্যেই অস্থায়ী বাসিন্দাদের সংখ্যা মোট জনসংখ্যার ৫ শতাংশে এ নামিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে। এপ্রিলে এটি ছিল ৬.৮ শতাংশ।

মিলার আরও জানিয়েছেন, অভিবাসনের সংখ্যা কমালেই যে কানাডার আর্থিক -সামাজিক অবস্থার উন্নতি হবে, তা নয়৷ যাঁরা কাজ করছেন, তাঁরা প্রত্যেকে সমান সুযোগ সুবিধা পাচ্ছেন কি না সেটাও দেখার৷ এবং সেটা সম্ভব শুধুমাত্র প্রত্যেককে পাকাপাকিভাবে দেশে থেকে কাজ করার সুবিধা দেওয়া হলে৷ কানাডার অর্থনীতিবিদ আরমাইন ইয়ালনিঝেয়ান জানিয়েছেন, দেশে অভিবাসন ব্যবস্থায় কাটছাট করলে সেটা দেশের অর্থনৈতিক ব্যবস্থা প্রভাব ফেলবে৷ তাই ব্যাপারটা নিয়ে তরিঘরি সিদ্ধান্ত নিয়ে লাভ নেই৷ কী ভাবে সমস্যার সমাধান করা সম্ভব সেটাও ভাবতে হবে৷

কানাডা সরকারের তরফে এমন সিদ্ধান্তের পিছনে আরও একটি কারণের কথা বলা হয়েছে৷ এটাই যে, বাইরে থেকে প্রচুর স্টুডেন্ট বা চাকরীপ্রার্থীরা আসায় সেটা দেশের সামাজিক পরিকাঠামোকেও কঠিন পরীক্ষার সামনে ফেলছে৷ স্থানীয় মানুষের হাতে সেই ভাবে অর্থ বা কাজ নেই, কিন্তু জীবনধারণের খরচ বেড়ে গিয়ে একধাক্কায় অনেকটা৷

Explainer: লেবাননে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! কী এই ‘Pager’ বিষ্ফোরণ, জেনে নিন

বেইরুট: ভয়াবহ একাধিক বিষ্ফোরনে কেঁপে উঠেছে লেবানন৷ ঘটনায় আহত ও নিহতের সংখ্যা একাধিক ৷  তবে গোটা বিশ্বের প্রশ্ন কী এই পেজার? কী ভাবেই বা একে বিষ্ফোরণের কাজে লাগানো হয়েছে?

পেজার কী?  এটি একটি ছোট যোগাযোগ যন্ত্র, যা বার্তা পাঠানোর জন্য ব্যবহৃত হয়। ৮০-এর দশকে সারা বিশ্বে এটি ব্যাপকভাবে ব্যবহৃত হl। তবে, মোবাইল এবং অন্যান্য প্রযুক্তির আবির্ভাবের সাথে, পেজার প্রায় অদৃশ্য হয়ে গেছে। কিন্তু হিজবুল্লাহর মতো অনেক সন্ত্রাসী সংগঠন এবং অপরাধীরা এখনও পেজার ব্যবহার করে। কারণ এটি মোবাইল বা অন্যান্য যোগাযোগ যন্ত্রের তুলনায় অনেক বেশি নিরাপদ বলে মনে করা হয়৷

আরও পড়ুন : লেবানন জুড়ে রহস্যময় পেজার বিস্ফোরণ, আহত হাজার হাজার মানুষ, মৃত ৮! নেপথ্যে ইজরায়েল?

কিভাবে একটি পেজার কাজ করে? সহজ ভাষায়, আপনি যদি পেজারের মাধ্যমে কাউকে বার্তা পাঠাতে চান, তবে প্রথমে  আপনার ডিভাইসে রিসিভারের রেডিও ফ্রিকোয়েন্সি সেট করতে হবে  তারপরেই আপনি বার্তা পাঠাতে পারবেন। পেজারে ফোন করার সুবিধা নেই। পেজার প্রধানত তিন প্রকার। প্রথমটি হল ওয়ান ওয়ে পেজার, যাতে শুধুমাত্র মেসেজ পাওয়া যায়। দ্বিতীয়টি একটি দ্বিমুখী পেজার, যেখানে বার্তা পাঠানোর পাশাপাশি বার্তা গ্রহণে সুবিধা রয়েছে এবং তৃতীয়টি একটি ভয়েস পেজার যাতে ভয়েস রেকর্ড করে বার্তা পাঠানো যায়।

মোবাইল ফোন এবং অন্যান্য প্রযুক্তির তুলনায় পেজারগুলিকে খুব নিরাপদ বলে মনে করা হয়। বিশেষজ্ঞদের মতে এটিকে অনুসরণ করা কঠিন। এমনকি একটি পেজার থেকে পাঠানো বার্তাগুলিও ট্র্যাক করা কঠিন, এই কারণেই হিজবুল্লাহর মতো সংগঠনগুলি তাদের নিরাপত্তার কথা মাথায় রেখে এটি ব্যবহার করে।

আরও পড়ুন : পেজার বিস্ফোরণে ছারখার লেবানন, মৃত ১১, আহত বহু, ইজরায়েলকে হুঁশিয়ারি হিজবুল্লাহর

ডেটা বিশ্লেষক রাল্ফ বেডাউন জানিয়েছেন, পেজারে একটি লিথিয়াম ব্যাটারি রয়েছে। পেজার হ্যাক করা হলে এটি অতিরিক্ত গরম হয়ে যায়৷ তারপরে একটি প্রক্রিয়া শুরু হয় যাকে বলা হয় ‘থার্মাল রানওয়ে’ প্রক্রিয়া।এই প্রক্রিয়ায়, একটি রাসায়নিক শৃঙ্খল প্রতিক্রিয়া ঘটে এবং হঠাৎ ব্যাটারির তাপমাত্রা এত বেড়ে যায় যে এটি একটি বিশাল বিস্ফোরণ ঘটাতে পারে। তবে, রালফ বলেছেন যে একসাথে এত পেজার বিস্ফোরণ করা সম্ভব নয়। পেজারে ত্রুটি থাকলে তবেই সেটি সম্ভব৷ হয়তো পেজারগুলি সেই ত্রুটিগুলিও ইচ্ছাকৃত সৃষ্টি করা হয়েছিল৷

পেজার ব্লাস্টের পেছনে আরেকটি তত্ত্বও উঠে আসছে। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক মাস আগে তাইওয়ানের এক কম্পানিকে হিজবুল্লাহ প্রায় পাঁচ হাজার পেজার অর্ডার করেছিল। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে সেই খবর ছিল৷ তারা প্রতিটি পেজারে তিন গ্রাম করে বিস্ফোরক ভরেছিল। নিউইয়র্ক টাইমসের মতে, পেজারগুলি লেবাননে পৌঁছানোর আগেই ইজরায়েলে আটক করা হয়। তারপরই সেগুলির মধ্যে বারুদ বিষ্ফোরক ভরে দেওয়া হয়েছিল৷

Donald Trump Attack: ফের ডোনাল্ড ট্রাম্পের উপর প্রাণঘাতী হামলা, গ্রেফতার ১, ঘটনাস্থলে উদ্ধার AK-47

ফ্লোরিডা : মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপর ফের হামলা! রবিবার ফ্লোরিডায় ফের তাঁকে খুনের চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)। এর আগে পেনসিলভেনিয়ায় ট্রাম্পকে খুনের চেষ্টা করা হয়েছিল৷ সেই ঘটনার দুমাস পর রবিবার বিকেলে ফ্লোরিডায় গলফ কোর্সের বাইরে তাঁকে টার্গেট করে গুলি চালানো হয়। এই ঘটনায় ৫৮ বছর বয়সী রায়ান ওয়েসলি রাউথকে গ্রেফতার করা হয়েছে।

রাউথ ঝোপের মধ্যে লুকিয়ে ছিল এবং যখন সিক্রেট সার্ভিস এজেন্টরা গুলি চালায়৷ সে এরপর ঝোপ থেকে বেরিয়ে একটি কালো গাড়িতে করে পালিয়ে যায় বলে জানা গিয়েছে। প্রত্যক্ষদর্শীদের সহায়তায় গাড়িটিকে ট্র্যাক করা হয়। ঘটনাস্থল থেকে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন AK-47 রাইফেল এবং একটি GoPro ক্যামেরা উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : ‘কোনও কিছুতেই আত্মসমর্পণ করব না’, দ্বিতীয়বার খুনের চেষ্টার পর গর্জন ট্রাম্পের, আটক ১ সন্দেহভাজন

এএফপি পাম বিচ কাউন্টি শেরিফ রিক ব্র্যাডশ বলেছেন, “আমরা এই মুহূর্তে সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করেছি৷।”

ট্রাম্পকে খুনের চেষ্টা করা এই রায়ান ওয়েসলি রাউথ আসলে কে? নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে, রুথ উত্তর ক্যারোলিনা গ্রিনসবোরোর একজন প্রাক্তন নির্মাণ শ্রমিক। সেনায় কাজ করার অভিজ্ঞতা না থাকলেও তিনি রাশিয়ার ২০২২ সালে ইউক্রেন যুদ্ধে সশস্ত্র সংঘাতে অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন।

আরও পড়ুন : মাত্র ৩৬-এ সব শেষ…! অকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বিশ্বের​ সেরা বডি বিল্ডার, শোকে পাথর ভক্তরা​

একটি এক্স পোস্টে, রাউথ ইউক্রেনে “লড়তে এবং মরতে” তার ইচ্ছা প্রকাশ করেছিলেন। “আমি ক্রাকোতে যেতে ইচ্ছুক৷ স্বেচ্ছাসেবক হিসাবে লড়াই করতে চাই এবং ইউক্রেনের সীমান্তে মরতেও রাজি” লিখেছিলেন তিনি।

নিউজউইক রোমানিয়ার সাথে পূর্ববর্তী একটি সাক্ষাৎকারে রাউথ বলেছিলেন যে তিনি প্রাথমিকভাবে ইউক্রেনে গিয়েছিলেন যুদ্ধ করতে ইউক্রেনীয়দের সমর্থন করতে। কিয়েভে আসার পর, তিনি যুদ্ধের জন্য লোক নিয়োগ করার কাজ করছিলেন৷

ট্রাম্পকে আক্রমণের ঘটনা এই প্রথম ছিল না রুথের। ২০০২ সালে, গ্রিনসবোরোতে একটি স্বয়ংক্রিয় অস্ত্র-সহ তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল। তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হয়েছিল, তবে মামলার ফলাফল এখনও স্পষ্ট নয়।

রাউথের ছেলে ডেইলি মেইলকে বলেছেন যে তার বাবা ডোনাল্ড ট্রাম্পকে ঘৃণা করেন। তিনি আরও বলেছিলেন যে তার বাবা একেবারেই হিংস্র ব্যক্তি নন।

মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন, একটি আনুষ্ঠানিক বিবৃতিতে, আমেরিকার সিক্রেট সার্ভিসকে এই ঘটনার পর প্রশংসায় ভরিয়েছেন।

Greenland Tsunami : বিশাল ভূমিধসের কারণে ৬৫০ ফুটের মেগা সুনামি, ভয়ঙ্কর কম্পন চলে টানা ৯ দিন

ন্যুক :  গ্রিনল্যান্ডে বিশাল ভূমিধস। পাহাড় ভেঙে পড়া একটি মেগা-সুনামি সৃষ্টি হয়েছিল৷ ভূমিকম্পের জের চলেছিল প্রায় নয় দিন। ব্যাপারটা বিজ্ঞানিদের চিন্তিত করে তুলেছে৷ তাদের মতে, আর্কটিক অঞ্চলে জলবায়ুর পরিবর্তনই এর প্রধান কারণ।

অদ্ভুত ঘটনাটি একটি বিশাল হিমবাহ গলে যাওয়ার সঙ্গে শুরু হয়েছিল৷  ১৬ সেপ্টেম্বর, ২০২৩-এ একটি বিশাল ভূমিধস হয়৷ যে কারণে ৬৫০ ফুটের মেগা-সুনামি সৃষ্টি হয়েছিল।

আরও খবর : একই দিনে ২৩টি দাঁত তোলা এবং ১২টি ইমপ্ল্যান্ট, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তি

সিসমোলজিস্টরা প্রাথমিকভাবে অন্য কিছু ভেবেছিলেন৷ তারা মনে করেছিলেন, যন্ত্রগুলির অস্বাভাবিক কম্পন ত্রুটি ছাড়া কিছু নয়। কারণ, সাধারণ ভূমিকম্প হলে, যন্ত্রগুলি মিনিট খানেকের মধ্যে সঙ্কেত দিয়ে থাকে৷ কিন্তু এই ক্ষেত্র ব্যাপারটি আলাদা ছিল৷ রিপোর্ট অনুযায়ী, যন্ত্রগুলি প্রায় নয় দিন ধরে ভূকম্পের সঙ্কেত দিয়েছে৷ এতটাই ছিল তীব্রতা৷

ইউনিভার্সিটি কলেজ লন্ডনের একজন সিসমোলজিস্ট এবং পিয়ার-রিভিউড জার্নালে প্রকাশিত গবেষণার সহ-লেখক স্টিফেন হিকস এই প্রসঙ্গে মুখ খুলেছেন৷ তিনি ভূমিকম্পের সঙ্কেতটি একঘেয়ে গুঞ্জন হিসেবে বর্ণনা করেছেন। কম্পনের উৎস কোথায় তা নির্ধারণের জন্য ১৫টি দেশের ৬৮ জন বিজ্ঞানী কাজ করছিলেন। তারা পূর্ব গ্রিনল্যান্ডে, বিশেষ করে সুনামি দ্বারা ক্ষতিগ্রস্ত এলাকাতে সঙ্কেতটি চিহ্নিত করেছে।

জলবায়ু পরিবর্তন হঠাৎ এমন ঘটনার কারণ? বিজ্ঞানীরা ব্যাপারটির জন্য বিশ্বের জলবায়ু পরিবর্তনকেই দায়ী করেছেন৷ উষ্ণায়নের প্রভাবে হিমবাহটি বছরের পর বছর ধরে গলেছে৷ এবং সেটাই একটা সময় আছড়ে পড়েছে৷ ভয়ঙ্কর এই ঘটনাটি প্রমাণ করে, জলবায়ু পরিবর্তনের কারণে আর্কটিক অঞ্চলের পরিবেশ পরিস্থিতি কতটা অস্থির হয়ে উঠেছে। গবেষণার লেখকরা সতর্ক করেছেন যে আর্কটিক অঞ্চল এভাবে উষ্ণ হতে থাকলে পরবর্তীকালে মেগা সুনামি আরও ঘন ঘন হতে পারে৷

আরও খবর : অ্যাম্বুল্যান্সের পিছনে পাগলের মতো ছুটছে একটি কুকুর, ভাইরাল ভিডিও! মন ছুঁয়ে যাবে শেষ দৃশ্য

যদিও ভয়ঙ্কর এই সুনামিতে কোনও প্রাণহানির খবর নেই৷ তবে এটি একটি ঐতিহ্যশালী সামরিক ঘাঁটির ভালোই ক্ষতি করেছে। বিজ্ঞানীদের বলেছেন, যেখানে ঘটনাটি ঘটেছে, সেই রুটে যাত্রীবাহি ক্রুজ চলাচল করে থাকে৷ ভাগ্য ভালো, সেদিন কোন ক্রুজ এই বিশাল ঢেউয়ের সামনে পরেনি৷ না হলে আরও ভয়ঙ্কর কিছু ঘটতে পারত৷

বিশ্ব জুড়ে ক্রমবর্ধমান উষ্ণায়ন আর নতুন কোনও খবর নয়৷ এই উষ্ণায়নের ফলে আর্কটিক অঞ্চলের জলবায়ুতে খুব দ্রুত গতিতে বদলে যাচ্ছে৷ এমন চললে ভবিষ্যতে যে আরও ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে সে কথা মেনে নিয়েছেন বিজ্ঞানীরা৷

Vietnam Flood : টাইফুনের তাণ্ডবে ভয়াবহ পরিস্থিতি ভিয়েতনামে, মৃত ১৪১, ফ্ল্যাশফ্লাডে নিশ্চিহ্ন গোটা গ্রাম

হ্যানয় : প্রবল ঝড় এবং বৃষ্টিতে বেসামাল ভিয়েতনাম৷ ফ্ল্যাশ ফ্লাডের প্রভাবে নিশ্চিহ্ন হয়ে গেল একটি গোটা গ্রাম৷ দেশে মৃতের সংখ্যা ১৪১ ছুঁয়ে ফেলল৷ নিখোঁজ একাধিক৷

ঝড়ের পূর্বাভাস ছিল৷ আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, প্রবল শক্তিতে ঘণ্টায় ১৪৯ কিলোমিটার বেগে টাইফুন ইয়াগি আছড়ে পড়েছিল ভিয়েতনামে৷ রবিবার ইয়াগির শক্তি কমেও যায়৷ তবে এক নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছিল৷ কাই-প্রদেশে সেটাই বিপদ ডেকে আনে৷ জানা গিয়েছে, ভিয়েতনামের এই অংশে ঝড়ের প্রভাবে যা না ক্ষতি হয়েছে, তার থেকে বেশি ক্ষতি হয়েছে মাত্রাতিরিক্ত বৃষ্টি এবং তার কারণে হওয়া ফ্ল্যাশ ফ্লাডে৷

আরও খবর : সিরিয়ায় ইজরায়েলি হামলা, মৃত ১৪, ক্রমশ কি জটিল হচ্ছে মধ্য প্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি?

রবিবার ঝড়ের শক্তি দুর্বল হলেও নাগাড়ে বৃষ্টি হচ্ছিল ভিয়েতনামে৷  তার জেরেই হঠাৎ কাদা মাটি ও পাথর মিশ্রিত জল নেমে আসে পাহাড় থেকে৷ ভাসিয়ে নিয়ে যায় একটা গোটা গ্রামকে৷ ল্যাং নু নামের এই গ্রামে উদ্ধার কাজ শুরু হয়েছে৷ আকস্মিক বন্য়ায় ১৬ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ নিখোঁজ একাধিক৷ সংখ্যাটা প্রায় ৪০৷ গোটা ভিয়েতনামে বন্যা ও ঝড়ের কারণে মোট মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৪১-এ, ৬৯ জন নিখোঁজ, আহত সংখ্যা একশোরও বেশি৷

ইয়াগি ছিল কয়েক দশকের মধ্যে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে আঘাত আনা সবচেয়ে শক্তিশালী টাইফুন। এটি শনিবার ১৪৯ কিলোমিটার (৯২ মাইল প্রতি ঘন্টা) বেগে স্থলভাগে আছড়ে পড়েছিল৷ ঝড় থেকে বাঁচতে সমস্ত ব্যবস্থা নেওয়া হলেও ফ্ল্যাশ ফ্লাডের ব্যাপারে কোনও ধারনাই ছিল না ল্যাং নু গ্রামের বাসিন্দাদের৷

আরও খবর : টাইফুনে নদীতে ভেঙে পড়ল সেতু, তলিয়ে যাচ্ছে যানবাহন! ভিয়েতনামে বিপর্যয়, দেখুন ভিডিও

শেষ খবর অনুযায়ী, বৃষ্টি এখনও হয়ে চলেছে লাও কাই-সহ গোটা ভিয়েতনামে, এবং সেখানকার নদীগুলিও এবার বিপদ সীমা ছুঁয়ে ফেলেছে৷

Coronavirus Updates : আমেরিকায় করোনার প্রত্যাবর্তন, মারণ রোগের শিকার বহু

নয়াদিল্লি : গোটা বিশ্বে যে মারণ রোগ ত্রাসের সৃষ্টি করেছিল, সেই এবার ফিরেছে। গল্প নয় এক্কেবারে সত্যি। হ্যাঁ, করোনা ভাইরাস এবার আরও শক্তিশালী। এই রোগ থাবা বসিয়েছে আমেরিকায়। বিএনও নিউজের পরিসংখ্যান অনুযায়ী, নতুন করোনার প্রভাবে আমেরিকায় মাত্র এক সপ্তাহে হাজারেরও বেশি মানুষ মারা গিয়েছেন।

মার্কিন মুলূকে করোনার কারণে হৈ চৈ শুরু হয়েছে। বিএনও নিউজের তথ্য অনুযায়ী, এই রোগের কারণে মাত্র এক সপ্তাহে ১৫৫৫ জনের মৃত্যু হয়েছে। মার্চের পর এই প্রথম এক সপ্তাহে এত মানুষ প্রাণ হারিয়েছেন। ২ থেকে ৪ সেপ্টেম্বরের মধ্যে আমেরিকায় প্রায় ১৬৫,৭০৫ টি নতুন কেস রিপোর্ট হয়েছে।

আরও পড়ুন: মাঙ্কিপক্সের হানা ভারতে , আক্রান্ত ১, কতটা ভয়ের এই ভাইরাস? কী বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা?

করোনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই খবর। প্রতিবেদনে দাবি করা হয়েছে যে করোনা ভাইরাসে আক্রান্তের যে সংখ্যা আপাতত সামনে এসেছে সেটাই সব নয়। আসল সংখ্যা তার থেকে অনেক বেশি। কারণ বেশিরভাগ হাসপাতাল এবং রাজ্যগুলি বর্তমানে কোভিড ডেটা রিপোর্ট প্রকাশ করছে না। শুধু তাই নয়, কোভিড ল্যাবের সংখ্যাও কমেছে। বেশিরভাগ মানুষ এবং ডাক্তাররা বাড়িতেই কোভিডের পরীক্ষা করছেন, যা সরকারী পরিসংখ্যানে অন্তর্ভুক্ত হচ্ছে না। আমেরিকায় ৬৫ উর্ধ্ব প্রাপ্তবয়স্ক এবং ২ বছরের কম বয়সী শিশুদের এই রোগে আক্রান্তের হার বেশি।

আরও পড়ুন: ‘এক মাস হয়ে গেল, এবার উৎসবে ফিরুন, পুজোয় ফিরুন’, জনগণের কাছে আর্জি মমতার

করোনার ধ্বংসলীলা দেখেছে গোটা বিশ্ব। যার প্রভাবে ভারতেও পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছিল। নতুন রূপে এই রোগের প্রত্যাবর্তন ফের বিশ্ববাসীকে নতুন চ্যালেঞ্জের সামনে ফেলে দিয়েছে। কারণ, এখন সে আর একা নয়, দোসর হিসাবে দেখা দিয়েছে মাঙ্কি পক্সও।