খেলা IND vs NZ: দ্বিতীয় টেস্টে ভারতীয় দল থেকে বাদ ৪ তারকা! মহা চমক দেবে টিম ইন্ডিয়া! কারা আসবে দলে? Gallery October 21, 2024 Bangla Digital Desk নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে হেরে ৩ ম্যাচের সিরিজে পিছিয়ে পড়েছে ভারতীয় দল। বেঙ্গালুরুতে প্রথম টেস্টে ৮ উইকেটে জিতেছে কিউইরা। প্রথম ইনিংসে ৪৬ রানে অলআউট ও ম্যাচ হারের পর ভারতীয় দলের পারফরম্যান্স নিয়ে চলছে কাটাচেরা। ২৪ অক্টোবর থেকে পুণেতে শুরু হতে চলেছে ভারত বনাম নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্ট। দ্বিতীয় টেস্টে ভারতীয় দলে একাধিক বদল হতে পারে বলে মনে করা হচ্ছে। সেই তালিকায় রয়েছে একের পর এক তারকার নাম। দ্বিতীয় টেস্টে সম্ভাব্য বাদ পড়ার তালিকায় সবার প্রথম নাম রয়েছে কেএল রাহুলের। প্রথম টেস্টে প্রয়োজনের সময় দুই ইনিংসেই রান করতে ব্যর্থ হয়েছেন তিনি। সাম্প্রতিক সময়ে ফর্ম ওঠা-নামা করেছে রাহুলের। প্রথম টেস্টে দলে ছিলেন না শুভমান গিল। সেই জায়গায় সরফরাজ খান খেলেও ও ১৫০ রানের ইনিংস খেলেছেন। ফলে দ্বিতীয় টেস্টে সরফরাজের বাদ যাওয়ার সম্ভাবনা নেই। তাই গিল ফিরলে বসতে হবে রাহুলকে। হারের পরই ভারতীয় দলের বোলিং লাইনে মহম্মদ সিরাজের পারফরম্যান্স নিয়ে উঠেছে প্রশ্ন। বেঙ্গালুরুতে দুই ইনিংসে নজর কাড়তে ব্যর্থ হয়েছেন তিনি। ফর্মও ওঠা-নামা করছে। এমনকী পরের ম্যাচে তাঁকে দল থেকে বাদ দেওয়ার দাবি তুলেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সাবা করিম। মহম্মদ সিরাজকে বাদ দিয়ে দ্বিতীয় টেস্টে পুণেতে বাংলার পেসার আকাশ দীপকে খেলানোর পক্ষে সওয়াল করেছেন তিনি। দ্বিতীয় টেস্টে ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন কুলদীপ যাদব। প্রথম ইনিংসে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। তবে পুণেতে সেই জায়গায় অক্ষর প্যাটেলকে খেলানোর একটা ক্ষীণ সম্ভাবনা রয়েছে। কারণ অক্ষর খেললে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংও শক্তিশালী হবে ভারতের। প্রথম ম্যাচে চোট পেয়েছিলেন ঋষভ পন্থ। কিপিং না করতে পারলেও দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করেছিলেন ভারতীয় দলের তারকা উইকেটকিপার-ব্যাটার। কিন্তু দ্বিতীয় ইনিংসে পন্থকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ ভারতীয় দল। পন্থ না খেললে সেই জায়গায় ধ্রুব জুরেল।