লাইফস্টাইল Dengue Mosquito: নিশ্চিন্ত হয়ে ঘোরাফেরা করছেন! দিনে না রাতে কখন কামড়ায় ডেঙ্গু মশা? রাতের ঘুম কেড়ে নেবে Gallery October 21, 2024 Bangla Digital Desk এই প্রসঙ্গে মাদ্রাজ মেডিক্যাল কলেজের ডাক্তার প্রীতম মুন জানান, ডেঙ্গু মশা সাধারণত একদম ভোরে এবং সূর্যাস্তের পর কামড়ায়। আবার এই ধরনের মশা রাতেও কামড়ায়। উজ্জ্বল আলো দেখলে এই ধরনের মশা আকৃষ্ট হয় এবং মশা কামড়ায়। প্রতীকী ছবি। ডেঙ্গু থেকে বাঁচার উপায়-১ মশা মারার ধুপ ব্যবহার করাদিনের যে সময় মশার উপদ্রব সবথেকে বেশি সেই সময় মশার ধুপ ব্যবহার করতে পারেন। এছাড়াও মশা থেকে দূরে রাখার বিভিন্ন ক্রিম পাওয়া যায় তাও ব্যবহার করতে পারেন। এই ধরনের ধুপ এবং ক্রিম ভীষণ কার্যকর। প্রতীকী ছবি ফুলহাতা জামা পরিধান করতে হবেডেঙ্গু থেকে বাঁচার অন্যতম উপায় হল ফুল হাতা জামা পরা। ফুল হাতা জামা এবং প্যান্ট পরলে ডেঙ্গু মশা সহজে কামড়াতে পারে না। এছাড়াও হালকা রঙের জামা পড়ুন। গাঢ় রঙের জামার উপর মশারা আকর্ষিত হয়। ঘরের আশেপাশে জল জমতে না দেওয়া-ঘরের আশেপাশে জল জমতে দেবেন না। জল জমতে দিলে তা থেকে ডেঙ্গু মশা জন্মাতে পারে। তাই সবসময় ঘরের আশেপাশে সব সময় পরিষ্কার রাখবেন। দরজায় এবং জানলায় জাল লাগানোমশা থেকে বাঁচতে দরজা এবং জানলায় ইলেকট্রিক র্যাকেট, কয়েলস এবং অন্যান্য জিনিস ব্যবহার করতে পারেন। এইসবের মাধ্যমেই মশার উপদ্রব আটকানো যেতে পারে। প্রতীকী ছবি