Tag Archives: Dengue Mosquito

Bangla Video: নিকাশি নালায় মশার আঁতুরঘর, প্রশাসন নীরব! ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

উত্তর দিনাজপুর: নিকাশি নালায় মশার চাষ! ক্ষোভে গ্রামবাসীরা! এই ঘটনাটি হয়েছে ইটাহার থানার পতিরাজপুর অঞ্চলের হেমতপুর গ্রামে। সামান্য বৃষ্টি এবং প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় জল যাওয়ার কোন ব্যবস্থা না থাকায় বিভিন্ন জায়গায় জলাবদ্ধ হয়ে নালায় পরিণত হয়েছে । ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সেই জমা জলেই হচ্ছে মশার জন্ম। সেই মশা থেকে অবাধে ছড়াচ্ছে ডেঙ্গু।

আরও পড়ুন: বিকল্প আয়ের দিশা দেখাতে স্কুলেই পদ্মচাষ, প্রশিক্ষণ নিচ্ছে পড়ুয়ারা

এতে করেই উত্তর দিনাজপুর জেলায় ডেঙ্গিতে আক্রান্ত হয়েছে এক ব্যক্তি। অভি‌যোগ গ্রামবাসীদের । উল্লেখ্য গ্রামে দীর্ঘদিন ধরে নেই কোন জল নিকাশি নালা। জানা যায় গত দুবছর আগে গ্রামে জল নিকাশি নর্দমারকাজ করার জন্য রাস্তা জুড়ে গর্ত করা হয় পঞ্চায়েত দফতরের উদ্যোগে। কিন্তু গ্রামের বাসিন্দাদের অভিযোগ নর্দমা আর তৈরি হয়নি।

গ্রামবাসীদের আরও অভিযোগ, বর্তমানে রাস্তা জুড়ে গর্তের জমা জলে মশার উৎপাতে গ্রামের এক ব্যক্তি ডেঙ্গুর জ্বরে চিকিৎসাধীন, মনে করা হচ্ছে আক্রান্তের সংখ্যা আরো বাড়তে পারে। তাই স্থানীয়দের একটাই দাবি তৎপরতার সাথে দ্রুত নর্দমার ব্যবস্থা করা হোক।

পিয়া গুপ্তা

Mosquito bites: সবাইকে ছেড়ে আপনাকেই কি মশা ছেঁকে ধরে? এর পিছনে কিন্তু বড় কারণ! শুনে চমকে উঠবেন

হজমশক্তি- ব্যক্তির হজমশক্তির উপরেও নির্ভর করছে মশার কামড়। চামড়ার তলায় যে মাইক্রোবায়ম থাকে তাই হজমশক্তির উপরেও নির্ভর করছে মশাকে আকর্ষণ করছে কিনা। হজমশক্তি খারাপ থাকলে মশারাও আকর্ষিত হয়।
হজমশক্তি- ব্যক্তির হজমশক্তির উপরেও নির্ভর করছে মশার কামড়। চামড়ার তলায় যে মাইক্রোবায়ম থাকে তাই হজমশক্তির উপরেও নির্ভর করছে মশাকে আকর্ষণ করছে কিনা। হজমশক্তি খারাপ থাকলে মশারাও আকর্ষিত হয়।
ডায়েট- খাদ্যাভ্যাসেও নির্ভর করছে মশারা আকর্ষিত হচ্ছে কিনা। মিষ্টিজাতীয় খাবার খাওয়া,মদ্যপান করা ইত্যাদি আপনার দেহের গন্ধে পরিবর্তন আনতে পারে ফলে মশারা সহজেই আকর্ষিত হয়।
ডায়েট- খাদ্যাভ্যাসেও নির্ভর করছে মশারা আকর্ষিত হচ্ছে কিনা। মিষ্টিজাতীয় খাবার খাওয়া,মদ্যপান করা ইত্যাদি আপনার দেহের গন্ধে পরিবর্তন আনতে পারে ফলে মশারা সহজেই আকর্ষিত হয়।
শরীরের গন্ধ- এই শরীরের গন্ধের সঙ্গে মিশে যায় জেনেটিক্স। ডায়েটে ল্যাকটিক অ্যাসিড এবং অ্যামনিয়ার জন্য মশারা আকর্ষিত হয়। অনেকে আছেন যাঁদের শরীরে এই উপাদান কম উৎপাদন হয় ফলে তাঁদের প্রতি কম আকর্ষিত হয় মশারা। ফলে কম মশার কামড় খান তাঁরা।
শরীরের গন্ধ- এই শরীরের গন্ধের সঙ্গে মিশে যায় জেনেটিক্স। ডায়েটে ল্যাকটিক অ্যাসিড এবং অ্যামনিয়ার জন্য মশারা আকর্ষিত হয়। অনেকে আছেন যাঁদের শরীরে এই উপাদান কম উৎপাদন হয় ফলে তাঁদের প্রতি কম আকর্ষিত হয় মশারা। ফলে কম মশার কামড় খান তাঁরা।
 ভাল মেটাবলিজম হার- যাদের শরীরে মেটাবলিজিমের হার তুলনামূলক ভাবে তাঁদের প্রতি মশারা বেশি আকর্ষিত হয়। কারণ ভাল মেটাবলিজিম হার হলে বেশি করে কার্বন ডাই অক্সাইড উৎপাদন হয় ফলে মশারা আকর্ষিত হয়।
ভাল মেটাবলিজম হার- যাদের শরীরে মেটাবলিজিমের হার তুলনামূলক ভাবে তাঁদের প্রতি মশারা বেশি আকর্ষিত হয়। কারণ ভাল মেটাবলিজিম হার হলে বেশি করে কার্বন ডাই অক্সাইড উৎপাদন হয় ফলে মশারা আকর্ষিত হয়।
রোগ প্রতিরোধ ক্ষমতা- যদি আপনার দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা ভাল না হয় তবে তাও মশাদের আকৃষ্ট করে। আপনার দেহে রোগ ব্যধি বাড়লে বেশ কিছু রাসায়নিক ক্ষরণ হতে থাকে যা মশাদের আকৃষ্ট করে থাকে।
রোগ প্রতিরোধ ক্ষমতা- যদি আপনার দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা ভাল না হয় তবে তাও মশাদের আকৃষ্ট করে। আপনার দেহে রোগ ব্যধি বাড়লে বেশ কিছু রাসায়নিক ক্ষরণ হতে থাকে যা মশাদের আকৃষ্ট করে থাকে।

Avoid Mosquito Bite: বর্ষা পড়তেই রাজ্যে ডেঙ্গুর আতঙ্গ, দেখে নিন বাঁচার মোক্ষম উপায়, মশা ধারে কাছেও ঘেঁষতে পারবে না

অনেকদিনের
অনেকদিনের প্রতীক্ষার পর বেশ কয়েকদিনের বৃষ্টিতে ভেসেছে বাংলা৷ বানভাসি হয়েছে রাজ্যের বেশ কিছু জেলা৷ তার মধ্যেই প্রত্যেকবারের মধ্যে মশাবাহিত রোগে আতঙ্কিত শহর কলকাতা থেকে প্রত্যেকটা জেলা৷ ইতিমধ্যেই রাজ্যে বিভিন্ন প্রান্তে ডেঙ্গু আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে৷
এর থেকে বাঁচার একটাই উপায় সচেতনতা৷ তবে আপনি না হয় সচেতন হলেন৷ কিন্তু একা রাস্তায় চলার সময়, কাজের জায়গায় বা সন্তানের স্কুলকে মশা থেকে মুক্ত করতে তো পারবেন না! তাই জন্য দরকার আরও কিছু পদক্ষেপের
এর থেকে বাঁচার একটাই উপায় সচেতনতা৷ তবে আপনি না হয় সচেতন হলেন৷ কিন্তু একা রাস্তায় চলার সময়, কাজের জায়গায় বা সন্তানের স্কুলকে মশা থেকে মুক্ত করতে তো পারবেন না! তাই জন্য দরকার আরও কিছু পদক্ষেপের
জমা জল দূর করুন: জমা জলেই মশা বংশ বিস্তার করে৷ এই বিষয়ে তো নতুন করে বলার কিছুই নেই৷ তবে মশাবাহিত রোগ থেকে বাঁচার জন্য এই হল সবচেয়ে কার্যকর উপায়৷
জমা জল দূর করুন: জমা জলেই মশা বংশ বিস্তার করে৷ এই বিষয়ে তো নতুন করে বলার কিছুই নেই৷ তবে মশাবাহিত রোগ থেকে বাঁচার জন্য এই হল সবচেয়ে কার্যকর উপায়৷
মশকুইটো রিপেলেন্ট ক্রিম: বাইরে বেরোলে, বিশেষ করে পার্কে হাঁটতে গেলে বা সন্তান স্কুল যাওয়ার সময় এই ক্রিম অবশ্যই লাগান৷ ওই যে সব জায়গায় জমা জল পরিষ্কার করার দায়িত্ব তো নেওয়া যাবে না? তাই সেখানে বাড়তি সচেতনতার জন্য থাকুক এই ব্যবস্থা৷
মশকুইটো রিপেলেন্ট ক্রিম: বাইরে বেরোলে, বিশেষ করে পার্কে হাঁটতে গেলে বা সন্তান স্কুল যাওয়ার সময় এই ক্রিম অবশ্যই লাগান৷ ওই যে সব জায়গায় জমা জল পরিষ্কার করার দায়িত্ব তো নেওয়া যাবে না? তাই সেখানে বাড়তি সচেতনতার জন্য থাকুক এই ব্যবস্থা৷
জামার রঙ: গাঢ় রঙের জামাতে মশা বেশি আকৃষ্ট হয়৷ তাই চেষ্টা করুন হালকা রঙের জামা পরার৷
জামার রঙ: গাঢ় রঙের জামাতে মশা বেশি আকৃষ্ট হয়৷ তাই চেষ্টা করুন হালকা রঙের জামা পরার৷
নেটের ব্যবহার: রাতে না হয় মাশারি টাঙালেন৷ কিন্তু ডেঙ্গুর মশা যে ভোর বেলায় কামড়ায়! তাহলে উপায়? ঘরে নেট লাগান৷ মশা আটকানোর মতো সূক্ষ নেট বাজারে সহজলভ্য৷ তাই এই ধরনের নেট দিয়ে ঘর, রান্নাঘর, বাথরুমের জানলা মুড়ে ফেলুন৷
নেটের ব্যবহার: রাতে না হয় মাশারি টাঙালেন৷ কিন্তু ডেঙ্গুর মশা যে ভোর বেলায় কামড়ায়! তাহলে উপায়? ঘরে নেট লাগান৷ মশা আটকানোর মতো সূক্ষ নেট বাজারে সহজলভ্য৷ তাই এই ধরনের নেট দিয়ে ঘর, রান্নাঘর, বাথরুমের জানলা মুড়ে ফেলুন৷
এসেনশিয়াল ওয়েল: ঘর মোছার সময় জলে খানিক এসেনশিয়াল জল দিয়ে মুছুন৷ এতে ঘর যেমন পরিষ্কার হবে, তেমনই মশার উপদ্রবও কমতে বাধ্য৷
এসেনশিয়াল ওয়েল: ঘর মোছার সময় জলে খানিক এসেনশিয়াল জল দিয়ে মুছুন৷ এতে ঘর যেমন পরিষ্কার হবে, তেমনই মশার উপদ্রবও কমতে বাধ্য৷
পার্ফিউম ব্যবহার: পার্ফিউমের মিষ্টি গন্ধে মশা অনেক বেশি আকৃষ্ট হয়৷ তাই চেষ্টা করুন এই ধরনের পার্ফিউমের ব্যবহার কমাতে৷ তার বদলে এসেনশিয়াল ওয়েল ব্যবহার করুন৷
পার্ফিউম ব্যবহার: পার্ফিউমের মিষ্টি গন্ধে মশা অনেক বেশি আকৃষ্ট হয়৷ তাই চেষ্টা করুন এই ধরনের পার্ফিউমের ব্যবহার কমাতে৷ তার বদলে এসেনশিয়াল ওয়েল ব্যবহার করুন৷

How To Get Rid Of Mosquitoes: মশাদের যম এই ৫ সস্তার জিনিস! আজই ব্যবহার শুরু করুন, কয়েক মাইল দূরে থাকবে পোকামাকড়

বর্ষায় বেড়েছে মশার উপদ্রব। একইসঙ্গে বেড়েছে ডেঙ্গির আতঙ্ক। ঘরোয়া কিছু উপায় জেনে রাখুন যা মশা থেকে আপনার পরিবারকে রক্ষা করবে। জানিয়েছেন পতঙ্গবিদ রিম্পা ভট্টাচার্য।
বর্ষায় বেড়েছে মশার উপদ্রব। একইসঙ্গে বেড়েছে ডেঙ্গির আতঙ্ক। ঘরোয়া কিছু উপায় জেনে রাখুন যা মশা থেকে আপনার পরিবারকে রক্ষা করবে। জানিয়েছেন পতঙ্গবিদ রিম্পা ভট্টাচার্য।
বর্ষাকালে অবশ্যই জানালার কাছে তবে একটি তুলসী গাছ রেখে দিন। তুলসীর গন্ধ মশার চরম অপছন্দের। ফলে তুলসীর সাহায্য সহজেই মশা তাড়াতে পারবেন।
বর্ষাকালে অবশ্যই জানালার কাছে তবে একটি তুলসী গাছ রেখে দিন। তুলসীর গন্ধ মশার চরম অপছন্দের। ফলে তুলসীর সাহায্য সহজেই মশা তাড়াতে পারবেন।
এই পতঙ্গবিদ বলছেন, কর্পূর মশা তাড়াতে দারুণভাবে উপকারী। বর্ষাকালে একটি বাটিতে ৫০ গ্রাম মতো কর্পূর রেখে, তাতে জল দিয়ে দিন। তারপর রেখে দিন ঘরের কোণে। দেখবেন মশা উধাও।
এই পতঙ্গবিদ বলছেন, কর্পূর মশা তাড়াতে দারুণভাবে উপকারী। বর্ষাকালে একটি বাটিতে ৫০ গ্রাম মতো কর্পূর রেখে, তাতে জল দিয়ে দিন। তারপর রেখে দিন ঘরের কোণে। দেখবেন মশা উধাও।
তিনি বলছেন, বর্ষাকালে অবশ্যই রুম স্প্রে ব্যবহার করুন। কারণ সুগন্ধ একেবারেই অপছন্দ মশাদের। তাই ঘরে সুগন্ধ থাকলে মশার উৎপাত থাকবে না। কমবে ডেঙ্গির আতঙ্ক।
তিনি বলছেন, বর্ষাকালে অবশ্যই রুম স্প্রে ব্যবহার করুন। কারণ সুগন্ধ একেবারেই অপছন্দ মশাদের। তাই ঘরে সুগন্ধ থাকলে মশার উৎপাত থাকবে না। কমবে ডেঙ্গির আতঙ্ক।
পতঙ্গবিদ রিম্পা দেবী বলছেন, নিম তেল আর রসুন মশাদের যম। তাই জলে কয়েক কোয়া থেঁতো করার রসুন সেদ্ধ করে সেই জল ঘরে স্প্রে করুন। মশা থাকবে না। নিম তেল ঘরে স্প্রে করলেও মশারা ঘরে ঢুকতে সাহস করবে না।
পতঙ্গবিদ রিম্পা দেবী বলছেন, নিম তেল আর রসুন মশাদের যম। তাই জলে কয়েক কোয়া থেঁতো করার রসুন সেদ্ধ করে সেই জল ঘরে স্প্রে করুন। মশা থাকবে না। নিম তেল ঘরে স্প্রে করলেও মশারা ঘরে ঢুকতে সাহস করবে না।

সাইকেলে চেপে ২১-এর মঞ্চে মশা! ধর্মতলায় স্পটলাইট ছিনিয়ে নিলেন কে?

কলকাতা: পশ্চিম মেদিনীপুর থেকে সাইকেল নিয়ে রওনা দিয়েছিলেন তিনি। গন্তব্য ধর্মতলা। ২১ জুলাইকেই আদর্শ দিন হিসেবে বেছে নিয়েছেন তৃণমূল সমর্থক তৃণাঙ্কুর পাল। তবে তাঁকে তো আর চেনাই যায় না! মঞ্চের সামনে যখন এসে সাইকেল থেকে নামলেন, সবাই দেখলেন এক মশাকে!
এক ঢিলে দুই পাখির পরিকল্পনা ছিল তাঁর। মশা সেজে ডেঙ্গি সচেতনতার প্রচারও করবেন, আবার দলনেত্রীর ভাষণও শুনবেন।

মশাবাহিত ডেঙ্গির প্রকোপ বাড়ছে বর্ষায়। ঘরে ঘরে মানুষ এই রোগের শিকার। তাই মানবিক দিক থেকেই সচেতনতার বার্তা নিয়ে ধর্মতলা চত্বরে ঘুরে বেড়াচ্ছেন তৃণাঙ্কুর। মশার হাত থেকে বাঁচতে নিজেকে মশা সাজিয়ে সাধারন মানুষকে দিচ্ছেন সচেতনতার পাঠ। ‌তিনি বলছেন, “বাড়ির আশেপাশে জল জমতে দেবেন না। ‌ নিয়মিত বাড়ির আশপাশ পরিষ্কার রাখুন।” এভাবেই নানা বিষয়ে সাধারন মানুষকে অভিনব উদ্যোগে সচেতন করছেন।‌

আজকের দিনটাকেই কেন বেছে নিলেন? প্রশ্নের উত্তরে তৃণাঙ্কুর বললেন,”বর্ষা আসতে না আসতেই আমি আমার এলাকায় প্রচার করি যাতে সাধারণ মানুষ ডেঙ্গিতে আক্রান্ত না হন। আর আজ যেহেতু ধর্মতলায় প্রচুর মানুষের সমাগম হবে সেই জন্যই একুশে জুলাই দিনটা বেছে নিলাম কলকাতায় আসার জন্য।”

আরও পড়ুন- ২১ জুলাইয়ের কথা ভেবেই শক্তিগড়ের ৩ কুইন্ট্যাল ল্যাংচা নষ্ট করল প্রশাসন! জেনে নিন কারণ

২১-এর সমাবেশে যোগ দিতে আজ‌ সব পথ মিশেছে ধর্মতলায়।‌ রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য সকাল থেকেই এসে পৌঁছেছেন ধর্মতলায়। তাঁদের মধ্যেই অন্যতম তৃণমূল কর্মী তৃনাঙ্কুর পাল। তবে তাঁর উদ্দেশ্য কিছুটা আলাদাও। সেখানেই তিনি কেড়ে নিয়েছেন স্পটলাইট।

Monsoon health: বর্ষা মানেই মশাবাহিত জ্বর ও ডেঙ্গুর আতঙ্ক, এই কয়েকটা উপায় মানলেই হবে ডেঙ্গু আতঙ্ক থেকে মুক্তি

দীর্ঘ প্রতিক্ষার পর শেষ অবধি কলকাতাতেও মাঝে মধ্যে বর্ষার দেখা মিলছে৷ ভয়ঙ্কর তাপপ্রবাহ আর রোদের থেকে আপাতত ছুটি৷ কিন্তু সমস্যা হল মশাবাহিত রোগকে নিয়ে৷ প্রতি বর্ষাতেই মহানগরে ডেঙ্গুর আতঙ্ক ফিরে আসে৷ সঙ্গে মশাবাহিত বাকি রোগগুলো তো রয়েছেই৷ বর্ষা শুরু হতেই এবারেও রাজ্যজুড়ে আবারও সেই আতঙ্ক আবার ফিরে এসেছে৷ তবে আতঙ্কিত না হয়ে দরকার সঠিক পদক্ষেপের৷ কিছুটা সচেতন হলেই এই মশাবাহিত রোগের ভয় থেকে মুক্তি পাওয়া সম্ভব৷ এই প্রসঙ্গেই কথা বললেন, জেনারেল ফিজিশিয়ান ডাঃ আকাঙ্ক্ষা সাক্সেনা৷

আরও পড়ুন:অতিরিক্ত রোদ প্রতিদিন চোখের ক্ষতি করছে, এই কয়েকটা উপায়ে চোখকে ভাল রাখা সম্ভব

  • পিকারিডিন এবং ডিইইটি সমৃদ্ধ মশকিউটো রিপেলেন্ট ব্যবহার করুন৷
  • বাড়িতে মশা আটকানোর জন্য কর্পূরের সঙ্গে নারকেল তেল মিশিয়ে ব্যবহার করুন৷
  • ল্যাভেন্ডার, চা গাছের তেল, নিম, ইউক্যালিপটাস, পুদিনা, গাঁদা, তুলসী, লেমন গ্রাস, পিপারমিন্ট, রোজমেরির মতো এসেনশিয়াল অয়েল ব্যবহার করুন৷ লেবু এবং লবঙ্গ রাখাও ভাল বিকল্প৷
  • বেশি মাত্রায় সালফার থাকার কারণে রসুন অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল৷ যা মশা তাড়ানোতে সাহায্য করে। আপনি রসুন গুঁড়ো করে ঘরের কোণে স্প্রে করতে পারেন৷ রসুন খুব ভাল মশার প্রতিরোধক হিসাবে কাজ করে
  • সাধারণত জলা জায়গায় এই ধরনের মশার লার্ভা অধিক পরিমাণে জন্মায়৷ তাই চেষ্টা করুন বাড়ির ভিতরে যেন কোনও জল না জমে৷ কোনও আর্দ্র জায়গায়, বৃষ্টি হলে বাগানের কোণায় না যাওয়ার চেষ্টা করুন৷
  • ঢিলেঢালা ফিটিং, ফুলহাতা শার্ট, প্যান্ট, জুতা পরুন। ভোরবেলা ও সন্ধেবেলায় মশা বেশি কামড়ায়৷ এই সময়টাতে হাফপ্যান্ট, ছোট জামাকাপড় এড়িয়ে চলুন। গাঢ় রঙের পোশাকের চেয়ে হালকা রঙের পোশাক বেশি পরার চেষ্টা করুন৷
  • আশেপাশে কোনও জায়গায় জল জমতে দেবেন না, মনে রাখবেন পরিষ্কার জমা জলেই কিন্তু ডেঙ্গুর মশা বেশি হয়৷ মশারি, কয়েল, প্লাগ ইন রেপিলেন্ট ব্যবহার করতে ভুলবেন না৷

তিনি আরও বলেন ২০২৬ সালের মধ্যেই সম্ভবত ডেঙ্গুর ভ্যাকসিন ভারতে পাওয়া যাবে। যা মশাবাহিত রোগ নিরাময়ে একটা মাইলস্টোন হতে চলেছে৷

আরও পড়ুন:পোকার দাম ৭৫ লাখ টাকা! তাবিজ করে পরলেই ঘুরে যাবে ভাগ্যের চাকা, বিশ্বের সবচেয়ে দামী এই পোকাটির নাম জানেন?

রোগ প্রতিরোধ ক্ষমতাবৃদ্ধির জন্য পেঁপে, কিউই, সাইট্রাস ফল যেমন কমলা, আনারস, আমলা, লেবু, ক্র্যানবেরি, রসুন, আদা, হলুদ, বাদাম, পালংশাক, দই খান। নিজেকে এই সময় হাইড্রেটেড রাখা জরুরি৷ তাই প্রচুর পরিমাণে লিকুইড খান৷ নর্ম্যাল জল ছাড়াও নারকেল জল, গরম স্যুপ এবং ফলের জুস খান। খুব জ্বর এলে প্যারাসিটামল খান৷