কলকাতা: বুধবার বিকেল থেকেই ওড়িশা-পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়তে পারে় ঘূর্ণিঝড় ‘ডানা’। সেই কথা মাথায় রেখে সময় থাকতেই ‘লাল সতর্কতা’ জারি করা হতে পারে। পাশাপাশি যাবতীয় ব্যবস্থাও নেওয়া হয়েছে।
ইতিমধ্যেই, স্টেক হোল্ডারদের সে কথা জানিয়েও দিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। এর আগে আমফানে বিমানবন্দরের পার্কিং লটে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি বিমান ক্ষতিগ্রস্ত হয়। এ বার তাই আগেভাগেই বিমান যাতে কোনও ভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সেই ব্যবস্থা করা হয়েছে। প্রচণ্ড ঝড়ে বিমানবন্দরের ট্রলিও যাতে এদিক ওদিক ছিটকে গিয়ে দুর্ঘটনা না ঘটায়, সে জন্য সমস্ত ট্রলি বিমানবন্দরের ভিতরে ঢুকিয়ে নেওয়া হবে। পাশাপাশি, যাত্রীদের ট্রলি ব্যবহারের ওপরে নিষেধাজ্ঞা জারি করা হতে পারে।
আরও পড়ুন: বদলে গেল কলকাতা থেকে উত্তরবঙ্গের বহু ট্রেনের সময়! পাহাড়ে যাওয়ার আগে জেনে নিন
বিমানবন্দরের এক কর্তা বলেন, “আমফান থেকে শিক্ষা নিয়ে আমরা ইতিমধ্যেই সব রকম সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি। নিয়মিত নজরদারির ব্যবস্থাও হয়েছে। তবে এখনই কোনও উড়ান বাতিল করা হয়নি। ঝড়ের তীব্রতা এবং অভিঘাত সম্পর্কে নিশ্চিত ধারণা পাওয়ার পরেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।”
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, উত্তর আন্দামান সাগর ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। সেটি ২৪ অক্টোবরের মধ্যে সেটি সাইক্লোনে পরিণত হবে। পূর্বাভাসে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম দিকে অভিমুখী হয়ে ক্রমশ বাংলা এবং ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হয়ে ২৫ বা ২৬ তারিখ সকাল থেকে সন্ধ্যার মধ্যে উড়িষ্যা বা পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়তে পারে। যার জেরে আগামী কাল বা আজ মঙ্গলবার, সন্ধ্যা থেকেই দুই রাজ্যের উপকূলবর্তী এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হতে পারে। সেই বিষয়টা মাথায় রেখেই আগেভাগেই সতর্ক কলকাতা বিমানবন্দর।