চোখের চিকিৎসা নিয়ে কী বার্তা অভিষেকের

Abhishek Banerjee: ‘ভালভাবেই হয়েছে সব…’ চোখের অষ্টম অস্ত্রোপচার সফল অভিষেকের

আবীর ঘোষাল, কলকাতা: চোখের চিকিৎসা করাতে বিদেশে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর চিকিৎসা প্রক্রিয়া আপাতত শেষ হয়েছে। তিনি সুস্থ আছেন বলে নিজেই জানিয়েছেন। প্রসঙ্গত, ২০১৬ সালের ১৯ অক্টোবর সিঙ্গুরের কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় দুর্ঘটনার কবলে পড়ে। চোখে গুরুতর চোট পান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর ২০২২ সালে অক্টোবর মাসে তাঁর চোখে একটি অস্ত্রোপচার হয়। প্রায় সাত ঘণ্টা ধরে তাঁর চোখের অপারেশন হয়। তবে চোখের সম্পূর্ণ চিকিৎসা হয়নি।

আরও পড়ুন- বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হবে, ঘূর্ণিঝড় ‘ডানা’-র ল্যান্ডফল কবে? ঝড়ের তীব্রতা কতটা হতে পারে

চেক আপ করানোর জন্যেই তাঁকে ফের বিদেশে যেতে হয় বলে জানান হয়। অভিষেক লিখেছেন, ‘‘আমার চোখের সাম্প্রতিক অস্ত্রোপচারের পর সদয় শুভকামনার জন্য আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। ২০১৬ সালে সড়ক দুর্ঘটনার পর থেকে আমি আমার দৃষ্টিশক্তি নিয়ে ধারাবাহিক ভাবে সমস্যার মুখোমুখি হয়েছি। এই নিয়ে অষ্টম অস্ত্রোপচার হল। এ বার ভাল ভাবেই হয়েছে সব কিছু। সে কথা জানাতে পেরে আমি খুশি। দ্রুত আরোগ্য এবং দৃষ্টিশক্তি সম্পূর্ণ পুনরুদ্ধার নিশ্চিত করতে কিছু পোস্ট-অপারেটিভ নির্দেশিকা এবং সতর্কতা অনুসরণ করতে হবে। আমি আশাবাদী এবং আন্তরিক ভাবে আপনাদের সমস্ত ভালবাসা, উদ্বেগ এবং সদয় শুভকামনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।’’

আরও পড়ুন– অমিত শাহের বঙ্গ সফর আপাতত বাতিল ! দুর্যোগের কারণেই কি সফর বাতিল?

এই নিয়ে অষ্টম বার অস্ত্রোপচার হল। তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যাচ্ছে, চলতি মাসে আমেরিকায় প্রায় সাত ঘণ্টা ধরে অপারেশন হয়েছিল তাঁর চোখে।ইতিমধ্যেই অভিষেকের পোস্ট করা ছবি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তার অনুরাগীরা। দ্রুত রাজনৈতিক কর্মকান্ড তিনি শুরু করুন সেই বার্তাও দেওয়া হয়েছে এই পোস্টে। আমেরিকার বাল্টিমোর শহরে জন হপকিনস হাসপাতালে অস্ত্রোপচার হয় তাঁর। কলকাতায় ফিরে বিশ্রামের পর চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তীকালে রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি যোগ দেবেন বলেই জানা যাচ্ছে। আসন্ন ছয়টি বিধানসভা উপনির্বাচনের আগে রাজনৈতিক কর্মসূচিতে তাঁকে ফের অংশ নিতে দেখা যাবে কি? তবে আশায় রয়েছেন তৃণমূল কংগ্রেস কর্মী, সমর্থকেরা। তবে সবটাই নির্ভর করছে চিকিৎসকদের অনুমতির ওপরে। আমেরিকার জন্‌স হপকিন্‌স হাসপাতালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের পরীক্ষা হয়েছে। এর আগে ওই হাসপাতালেই তাঁর চোখের অস্ত্রোপচার হয়েছিল।