Tag Archives: Kolkata Airport

Air India Express-Kolkata Airport: এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের উড়ান বাতিলের জের, কলকাতা বিমানবন্দরে সমস্যায় পড়েছেন অসংখ্য যাত্রী!

আবীর ঘোষাল, কলকাতা: এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের (Air India Express) উড়ান বাতিলের জের। সমস্যায় কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) একাধিক যাত্রী। একাধিক উড়ান নির্দিষ্ট সংস্থার দেরিতে চলায় সমস্যায় পড়ছেন যাত্রীরা।

কার্যত গণছুটিতে গিয়েছেন টাটা গোষ্ঠীর লো-কস্ট উড়ান পরিষেবা সংস্থা এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বেশ কয়েক জন কেবিন ক্রু সদস্য। তার ফলে মঙ্গলবার থেকে আজ, বৃহস্পতিবার রাত পর্যন্ত ১০০টিরও বেশি উড়ান বাতিল হয়েছে। সময়ে রওনা হতে পারেনি আরও বেশ কয়েকটি বিমান। চূড়ান্ত সমস্যায় পড়েছেন বিভিন্ন বিমানবন্দরে অপেক্ষারত কয়েক হাজার যাত্রী। সংস্থার কাছে রিপোর্ট চেয়েছে বিমান মন্ত্রক। অবস্থা স্বাভাবিক করতে দ্রুত পদক্ষেপেরও নির্দেশ দিয়েছে তারা।

আরও পড়ুন– শুক্রবার ফের কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গে, বৃহস্পতিবার দিনভর আবহাওয়া কেমন থাকবে? জেনে নিন

উল্লেখ্য, গত মাসে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস কেবিন ক্রুদের একটি অংশের প্রতিনিধিত্বকারী এক ইউনিয়ন অভিযোগ করে, বিমান সংস্থাটিতে চূড়ান্ত অব্যবস্থাপনা রয়েছে। এবং কর্মীদের সঙ্গে আচরণেও সমতার অভাব রয়েছে। ফলে কর্মীদের মনোবল প্রভাবিত হয়েছে। বিতর্ক যে কতদূর এগিয়েছে, তা এদিনের ঘটনা থেকেই পরিষ্কার, মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।

আরও পড়ুন– রাস্তার ধারের ফুড স্টল থেকে ‘চিকেন শাওয়ারমা’ খেয়ে মৃত্যু ১৯ বছরের যুবকের ! গ্রেফতার ২ বিক্রেতা

এই পরিস্থিতিতে এয়ার ইন্ডিয়ার মুখপাত্র সকলের কাছে ক্ষমা চেয়েছেন এবং জানিয়েছেন, শেষ মুহূর্তে এভাবে এতজন কর্মী অনুপস্থিত হয়ে পড়ায় আর পরিস্থিতি সামলানো যায়নি। কিন্তু অতিথিরা এর পরও নিজেদের ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকেই নিজেদের টিকিটের টাকা পুরো ফেরত চেয়েছেন। কোনও অতিরিক্ত খরচ ছাড়াই অন্য বিমানের টিকিটের বন্দোবস্ত করে দেওয়ার আর্জিও জানানো হয়েছে।

আলো জ্বালালেই ছুটে আসবে পুলিশ! কলকাতার ‘এই’ জায়গায় কড়া নির্দেশ, সাবধান!

উত্তর ২৪ পরগনা: এবার কলকাতার বিশেষ এই জায়গাগুলিতে আলো জ্বালালেই ছুটে আসবে পুলিশ! জারি হয়ে যাবে ১৪৪ ধারা!

বিভিন্ন সময়ে নানা অনুষ্ঠানের ক্ষেত্রে বহু মানুষের জমায়েতের পাশাপাশি চোখ ধাঁধানো দ্রুতগতির লেজার আলো, তীব্র সাউন্ড ব্যবহার করা হয়ে থাকে। সেক্ষেত্রে সমস্যায় পড়তে হয় আশপাশের এলাকার মানুষ-সহ আকাশপথে বিমান চালকদেরও।

এবার কলকাতা বিমানবন্দর সংলগ্ন এলাকায় লেজ়ার লাইটের ব্যবহার বন্ধ করতে কড়া সিদ্ধান্ত নিল প্রশাসন। এই লেজার আলোর জন্য বিমান ওঠা-নামার ক্ষেত্রেও তৈরি হয় চরম সমস্যা। যাত্রীদের ক্ষেত্রেও তৈরি হয় জীবনের ঝুঁকি।

বহু সময় পাইলটদের থেকে অভিযোগ পাওয়ার পর অবশেষে প্রশাসন বিমানবন্দরের আশেপাশের এলাকাগুলিতে জারি করল ১৪৪ ধারা। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে বিমানবন্দর এলাকার পার্শ্ববর্তী থানা-সহ ইকোপার্ক ও বাগুইআটি থানাকেও বিশেষ নোটিশ পাঠানো হয়েছে বিধাননগর কমিশনারেটরে তরফে।

আরও পড়ুন- উত্তরের ৫ জেলায় আজও বৃষ্টি, ৩ দিন দক্ষিণের ৬ জেলায় ঝড়বৃষ্টি! কলকাতায় কবে বৃষ্টি?

ওই এলাকার বিয়েবাড়ি-সহ যে কোনও সামাজিক অনুষ্ঠান উপলক্ষে আকাশমুখী লেজ়ার লাইট ব্যবহার করতে পারবে না কোনও হোটেল, ব্যাঙ্কোয়েট বা লজ। এমনকী নিজস্ব বাড়ির অনুষ্ঠানের ক্ষেত্রেও এমনটা করা যাবে না।

কেউ যদি এই ধরনের কোনও ঘটনা লক্ষ করেন, তা হলে থানায় জানানোর নির্দেশও দেওয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে ১৪৪ ধারার আওতায় শাস্তি হতে পারে বলেও খবর পুলিশ সূত্রে।

আপাতত ১লা মে থেকে ২৯ জুন পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে ওই এলাকায়। যেই এলাকাগুলিতে এই বিশেষ নির্দেশিকা কার্যকর হবে, ১. এয়ারপোর্ট থানা, ২. নারায়নপুর থানা, ৩. বাগুইআটি থানা, ৪. চার নম্বর ভেরি, নবপল্লী নাও ভাঙ্গা এলাকা, সেক্টর চার, ৫. সেক্টর ফাইভ নলবন ফিশারি অফিস এলাকা, ৬. সেক্টর ফাইভ নিকো পার্ক এলাকা, ৭. সল্টলেক সিজে ব্লক (বিধাননগর পূর্ব থানা এলাকা) ৮. যাত্রাগাছি, জ্যোতি নগর, সুলংগড়ি, প্রমোদনগর (নিউ টাউন থানা এলাকা ) ৯. সিটি সেন্টার টু, নোয়াপাড়া, সার্চিং মোড়, আকাঙ্ক্ষার মোড়, নবাবপুর, যাত্রাগাছি, ঘুনি(ইকোপার্ক থানায় এলাকা) ১০. জগদীশপুর, ভাতেণ্ডা, রায়গাছিয়ানি, রেকজোয়ানি (রাজারহাট থানায় এলাকা )।

আরও পড়ুন- ‘বাংলায় ওদের ডবল ডিজিট হবে না’, শাহকে আক্রমণ করে তীব্র কটাক্ষ কুণাল ঘোষের

 এই সমস্ত এলাকাগুলিতে আর কোনওভাবেই লেজার লাইট ব্যবহার করা যাবে না। বিমান যাত্রীদের জীবনের ঝুঁকি এড়াতে ও বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেতেই প্রশাসনের এমন সিদ্ধান্ত। যদিও বিষয়টিকে সাধুবাদ জানিয়েছে সমাজ সচেতন মানুষ।

Rudra Narayan Roy

Kolkata Airport: ‘কলকাতা বিমানবন্দরে বোমা রাখা আছে’, এল হুমকি! চিরুনি তল্লাশিতে CISF, এয়ারপোর্টে যা ঘটল…

কলকাতা: কলকাতা বিমানবন্দরে হুমকি মেইল! কলকাতা বিমানবন্দরে বোমা, মেইলে হুমকি! বিমানবন্দরে তল্লাশি CISF-এর। খতিয়ে দেখছে বিমানবন্দর কর্তৃপক্ষ-সিআইএসএফ।

যদিও এখনও পর্যন্ত কিছু পাওয়া যায়নি বলে খবর ৷ তবে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে ৷ মেইলটি কোথা থেকে পাঠানো হয়েছে? সেই আইপি অ্যাড্রেস খতিয়ে দেখা হচ্ছে সিআইএসএফ এবং বিধাননগর পুলিশের পক্ষ থেকে ৷

আরও পড়ুন: বীরভূমের BJP প্রার্থীর মনোনয়ন বাতিল! অ্যাডভান্টেজ শতাব্দী, তবে লড়াই জিইয়ে রাখল পদ্ম শিবির

এই হুমকি মেইলের পিছনে এক যাত্রীর হাত থাকতে পারে বলে খবর। তাঁকেও চিহ্নিত করার চেষ্টা চলছে বলে বিমানবন্দর সূত্রে খবর। অন্যদিকে গোটা এলাাকতেই কড়া নজরদারি শুরু করে দিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। মাঠে নেমেছে বিধাননগর পুলিশও। পুলিশের পক্ষ থেকে বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যৌথ অনুসন্ধার চালানো হচ্ছে।

Airport: কলকাতা এয়ারপোর্টে মারাত্মক ঘটনা! এক ব্যক্তিকে ঘিরে তোলপাড়, যা করলেন, সকলে থ!

কলকাতা: মদ খেয়ে কলকাতা বিমানবন্দরে শোরগোল ফেলে দিলেন এক যাত্রী। বিমান আকাশে ওড়ার আগেই ওই যাত্রীকে নিয়ে তোলপাড় পড়ে যায় এয়ারপোর্টে। পরিস্থিতি দেখে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়ে দেন, ওই যাত্রী ‘নট ফিট ফর ফ্লাই’। বিমানবন্দর সূত্রে খবর, বছর পঞ্চাশের ওই যাত্রী জোরহাট থেকে ইন্ডিগোর বিমানে কলকাতায় এসে পৌঁছেছিলেন। ইন্ডিগোর বিমান ৬ই ৩২৬তে কলকাতা বিমানবন্দরে নামেন তিনি। সেখান থেকে দিল্লি যাওয়ার কথা ওই ব্যক্তির। কিন্তু তারই মধ্যে এয়ারপোর্টে রীতিমতো আলোড়ন ফেলে দেন তিনি।

বৃহস্পতিবার কলকাতা বিমানবন্দর থেকে বিকাল ৪টা ৪৫ মিনিটের ভিস্তারার বিমান ইউ কে৭৩৮-তে যাওয়ার কথা ছিল ওই যাত্রীর। তার আগেই তিনি অতিরিক্ত মদ্যপান করেন বলে অভিযোগ। এতটাই মদ খেয়ে ফেলেন তিনি, নিজেকে সামলাতেও পারছিলেন না। এরপরই কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়, ওই যাত্রীকে স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করার জন্য এমআই রুমে নিয়ে যাওয়া হবে। সেই মতো সেখানে নিয়েও যাওয়া হয় তাঁকে। কিন্তু চিকিৎসকরা ওই যাত্রীকে ‘নট ফিট টু ফ্লাই’ ঘোষণা করেন ওই ব্যক্তিকে। এরপরই আর ঝুঁকি না নিয়ে ওই যাত্রীকে বিমানবন্দর টার্মিনাল থেকে বের করে আনা হয়।

আরও পড়ুন: ৬২২ কোটির মালিক! দ্বিতীয় দফার সবচেয়ে বড়লোক প্রার্থীর পরিচয় জানলে চমকে উঠবেন

উল্লেখ্য, দিন কয়েক আগে কলকাতা বিমানবন্দরে এক মহিলা যাত্রীকে এই একই অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। বিমানবন্দরের পানশালায় মদ পান করে মদ্যপ অবস্থায় বিমানে উঠেছিলেন ওই মহিলা যাত্রী। বিমানের মধ্যে সহ যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করছিলেন তিনি। অভিযুক্ত মহিলা যাত্রীকে আটক করেছিল বিমানবন্দর থানার পুলিশ।

Kolkata Flight Smoking Case: মাঝআকাশে বিমানে ধূমপান যাত্রীর! বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচল কলকাতাগামী ফ্লাইট

কলকাতা: বিমানবন্দর সূত্র মারফত খবর হায়দরাবাদ থেকে কলকাতাগামী ইন্ডিগো 6E 376-তে বড়সড় বিপাক! কলকাতার আকাশে বিমান থাকাকালীন যাত্রী সিরাজউদ্দিন শেখ বিমানের ল্যাভেটরি বা শৌচালয়ে ধূমপান করছিলেন। তা নজরে আসে বিমান কেবিন ক্রুদের। তৎক্ষণাৎ ওই যাত্রীকে ধূমপান করা থেকে বিরত করেন।

তার খানিক পরে পাইলটের দৃষ্টি আকর্ষণ করে কেবিন ক্রু। সেই মতো বিমানটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করে দুপুর ২.০১ নাগাদ সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষের আধিকারিকরা নিরাপত্তার দায়িত্বে থাকা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের কর্মীদের বিষয়টি অবগত করে।

আরও পড়ুন: নিজের অজান্তেই ঘনঘন নখ খেতে থাকেন? এর ক্ষতিকর প্রভাবগুলি শুনে আজই এই বদ অভ্যাসকে বাই বাই বলবেন!

ওই যাত্রীকে আটক করে পরবর্তীতে সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষের আধিকারিকেরা এবং সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের আধিকারিকেরা ওই যাত্রীকে এনএস সিবিআই বিমানবন্দর থানার হাতে হস্তান্তর করে। তবে সবচেয়ে বড় প্রশ্ন কীভাবে দাহ্য পদার্থ নিয়ে বিমানে উঠে পড়লেন ওই যাত্রী? এই ঘটনার পরে নিরাপত্তার বিস্তর ফাঁকফোকর নজরে উঠে এল।

Alcohol in Flight: ‘পি-গেট’ কেলেঙ্কারির পর কড়াকড়ি! মাঝ আকাশে যাত্রীকে কতটা মদ পরিবেশন করা হয়, জানেন?

নয়াদিল্লি: ২০২২ সালের ঘটনা। নভেম্বর-ডিসেম্বর মাস। মদ্যপ অবস্থায় সহযাত্রীর গায়ে প্রস্রাব করে দেন এক ব্যক্তি। ইইচই পড়ে যায়। এরকম ঘটনা কিন্তু যে কোনও মানুষের সঙ্গেই হতে পারে। দুর্ভাগ্যবশত এসব আটকাতে এয়ারলাইন্স নিয়ন্ত্রক সংস্থার কোনও সাধারণ নিয়ম নেই। সবটাই নির্ভর করে যাত্রী যে এয়ারলাইন্স সংস্থায় টিকিট বুক করেছেন তার উপর।

ওই ঘটনার পর মদ্যপ যাত্রীদের নিয়ন্ত্রণ করতে এসওপি প্রণয়নের দাবি উঠেছিল। সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছিলেন ৭২ বছর বয়সী বৃদ্ধা। তার জবাবে দেশের শীর্ষ আদালতে এ কথা জানিয়েছিল ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন। টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুযায়ী, ডিজিসিএ জানিয়েছে “অবাধ্য যাত্রীদের নিয়ন্ত্রণে” সিএআর রয়েছে।

আরও পড়ুন: এয়ারপোর্টের কাছে ঘোরাঘুরি করছিলেন এক ব্যক্তি, গোপনে খবর গেল পুলিশে! যা মিলল, আঁতকে উঠল সবাই

প্রশ্ন হল, বিমানে অ্যালকোহলযুক্ত পানীয় পরিবেশনের কোনও সীমা আছে কী? ডিজিসিএ বলছে, এটা নির্ভর করে বিমান সংস্থার বিচক্ষণতার উপর। সিএআর-এর ক্লজ ৪.৩ অনুযায়ী, মদ্যপ যাত্রী যেন বাড়াবাড়ি না করেন, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে। এয়ার ইন্ডিয়া ফ্লাইটের ভুক্তভোগী তাঁর পিটিশনে সর্বোচ্চ আদালতের আছে অনুরোধ করেছিলেন, বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থাকে জিরো টলারেন্স এসওপি এবং নিয়মাবলী তৈরি করার নির্দেশ দিতে হবে যাতে বিমানে কোনও যাত্রীর মাত্রাছাড়া আচরণ কড়া হাতে মোকাবিল করা যায়। এবং সমস্ত এয়ারলাইন্স সংস্থা যেন সেই নীতি অক্ষরে অক্ষরে মেনে চলে।

বৃদ্ধার অভিযোগ, এয়ার ইন্ডিয়ার সদস্যরা সংবেদনশীল ইস্যুটিকে সঠিকভাবে পরিচালনা করতে ব্যর্থ হন। যার ফলে তাঁর মর্যাদাহানি হয়েছে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বৃদ্ধা জানিয়েছেন, এয়ার ইন্ডিয়ার ক্রুরা অভিযুক্ত সহযাত্রীকে মাত্রাতিরক্ত হার্ড ড্রিঙ্কস পরিবেশন করেছিলেন। সঙ্গে তিনি আশা করেন, ডিজিসিএ যেন ‘মাতাল’ যাত্রীদের ‘অবাধ্য’ হিসেবে বিবেচনা করে।

এয়ার ইন্ডিয়ার ড্রিঙ্কিং নীতি: যাত্রীরা সিটে বসার পর অ্যালকোহল পরিবেশন করা হয়। যাত্রীরা সঙ্গে অ্যালকোহল আনলে তা পান করা থেকে বিরত রাখতে হবে।

একটা পানীয় বলতে ১২ আউন্স বিয়ার, এক গ্লাস ভর্তি ওয়াইন বা শ্যাম্পেন এবং মিনিয়েচার বোতল ধরা হয়।

১৮ বছরের কম বয়সীদের কোনও অ্যালকোহল পরিবেশন করা উচিত নয়।

চার ঘণ্টার কম সময়ের ফ্লাইটে, যাত্রীকে দুটির বেশি পানীয় পরিবেশন করা হয় না।

Airport: এয়ারপোর্টের কাছে ঘোরাঘুরি করছিলেন এক ব্যক্তি, গোপনে খবর গেল পুলিশে! যা মিলল, আঁতকে উঠল সবাই

কলকাতা: এয়ারপোর্ট সংলগ্ন এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল বিমানবন্দর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে বিমানবন্দর থানার পুলিশ এয়ারপোর্ট সংলগ্ন কৈখালি থেকে এনামুল শেখ নামে এক কুখ্যাত দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে।

পুলিশ সূত্রে আরও খবর, ওই দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে কৈখালি অঞ্চলে ঘোরাঘুরি করছিল। কোনও অপরাধের উদ্দেশ্যেই তিনি ওই অঞ্চলে ঘুরে বেড়াচ্ছিলেন। সেই খবরই গোপন সূত্র মারফত এসে পৌঁছয় বিমানবন্দর থানার পুলিশের কাছে। এরপরেই অভিযান চালিয়ে এনামুল শেখকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে বিমানবন্দর থানার পুলিশ।

আরও পড়ুন: আসানসোলে প্রার্থী বদলে দিল বিজেপি, ভরসা সেই পুরনো মুখেই! শত্রুঘ্নর বিরুদ্ধে কে?

বুধবার ওই দুষ্কৃতীকে ব্যারাকপুর আদালতে তোলা হবে। বিমানবন্দর থানা পুলিশ সূত্রে খবর, ধৃতের কাছ থেকে একটি ওয়ান শাটার পাইপ গান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে।

ধৃত দুষ্কৃতী নিউটাউন এলাকায় ঘর ভাড়া নিয়ে থাকতেন। ধৃতের বিরুদ্ধে একাধিক থানায় অভিযোগ রয়েছে। ধৃতকে আদালতে তুলে ১৪দিনের পুলিশ হেফাজত চেয়ে আবেদন জানানো হবে। তাঁকে হেফাজতে পেলে তার থেকে জানার চেষ্টা করা হবে তিনি কোথা থেকে আগ্নেয়াস্ত্র পেয়েছিলেন এবং কী ধরনের অপরাধের উদ্দেশ্যে তিনি এয়ারপোর্ট সংলগ্ন কৈখালি অঞ্চলে ঘোরাঘুরি করছিলেন।

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে বিমান নামতেই মারাত্মক কাণ্ড ঘটালেন যাত্রী, তুলে দেওয়া হল পুলিশের হাতে!

কলকাতা: বিমানের ওভারউইং এক্সিট স্টার বোর্ড সাইড ফ্লাপ খোলার চেষ্টা এক যাত্রীর বিরুদ্ধে। হায়দরাবাদ থেকে কলকাতাগামী ইন্ডিগো ৬E৬৪৯৪ বিমানটি কলকাতা বিমানবন্দরে অবতরণের পরে, বিমানের ১৮ এফ সিটে বসা যাত্রী আবুজার মণ্ডল কেবিন ক্রুদের নির্দেশ না মেনে বিমানের ডানার ওপরে থাকা ওভার উইং এক্সিট স্টার বোর্ড সাইড ফ্ল্যাপ খোলার চেষ্টা করছিল।

বিমানে থাকা ক্রু মেম্বাররা বাধা দেওয়ার চেষ্টা করলেও তিনি শুনছিলেন না। এর পরেই সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষ নিরাপত্তার দায়িত্বে থাকা সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের আধিকারিকদের খবর দেয়। ওই যাত্রীকে বিমান থেকে নীচে নামিয়ে নিয়ে আসা হয় ওই যাত্রীকে আনরুলি হিসেবে চিহ্নিত করা হয়।

আরও পড়ুন: আকাশ থেকে পড়েছিল একের পর এক মানুষের মৃতদেহ! ‘লকারবি’ ষড়যন্ত্রে মৃত্যু ২৭০ জনের

পরবর্তী সময় ওই যাত্রীকে আটক করে নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দর আন্তর্জাতিক থানার হাতে তুলে দেওয়া হয়েছে বলে বিমানবন্দর সূত্র মারফত খবর।

Airport: কলকাতার আকাশে বিমানের মধ্যেই চিৎকার মহিলার! এক যুবক যা করল, নেমেই থানায় মহিলা

কলকাতা: বিমানের মধ্যে কতই না কাণ্ড ঘটে যায়! মাঝ আকাশে বিমানে মহিলা যাত্রীর সঙ্গে অভব্য আচরণ করার অভিযোগও নতুন কিছু নয়। এবার তা ঘটল কলকাতার আকাশে। ফের এক মহিলা যাত্রীর সঙ্গে অভব্য আচরণ করার অভিযোগ উঠল পাশের সিটে বসে থাকা এক যুবকের বিরুদ্ধে।

অভিযোগ, বিনা অনুমতিতে বিমানের মধ্যে ওই মহিলা যাত্রীর ছবি তোলে ওই যুবক। পরে কলকাতা বিমানবন্দরে বিমানটি অবতরণ করতেই মহিলা যাত্রী সোজা বিমানবন্দর থানায় যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন: গোটা পৃথিবীকে দেখিয়ে দিল ভারত! বরফ ঢাকা দুনিয়ায় উড়ছে জাতীয় পতাকা! যা ঘটল, জেনে গর্ব হবে

জানা গিয়েছে, বেঙ্গালুরু থেকে কলকাতাগামী ইন্ডিগো ৬ই ৯৭৫-তে ছিলেন ওই মহিলা যাত্রী। তাঁর অভিযোগ, সেখানেই তিনি লক্ষ্য করেন পাশের আসনে বসে থাকা যুবক মোবাইল ফোনে তাঁর ছবি তুলছেন। তখনই বিষয়টি নিয়ে প্রতিবাদ করেন অভিযোগকারী। মৌখিকভাবে বিমানে থাকা কেবিন ক্রুকে সবটা জানান।

অভিযোগ, ওই যুবতীর সঙ্গে আরেকজন ছিলেন। অভিযুক্তের সঙ্গে তাঁর তর্কাতর্কিও চলে মাঝ আকাশেই। পরে অন্যান্য যাত্রীদের মধ্যস্থতায় মোবাইল ফোনটি জমা করলে সাময়িকভাবে বিবাদ মেটে। এরপরই বিমানটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করার পর সংশ্লিষ্ট বিমান কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেন ওই যুবতী। পরে থানাতেও অভিযোগ দায়ের করেন। এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Kolkata: সাত সকালে আচমকা আর্তনাদ-বিকট শব্দ! রক্তারক্তি কাণ্ড কলকাতা বিমানবন্দরে, হাড়হিম করা ঘটনা

কলকাতাঃ সাতসকালে রক্তারক্তি কাণ্ড কলকাতা বিমানবন্দরে। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচ’টা নাগাদ হঠাৎই বিমানবন্দর ৫ নম্বর গেটের দিক থেকে গুলির আওয়াজ পাওয়া যায়। শব্দ কানে আসতেই কর্মরত সিআইএসএফ কর্মী থেকে শুরু করে সবাই সতর্ক হয়ে যান। এরপরই দেখা যায় ৫ নম্বর গেটের যে টাওয়ার, তাতেই গুলির আওয়াজ হয়েছে।

সূত্রের খবর, ঘটনার কিছুক্ষণের মধ্যেই কর্তব্যরত অন্যান্য কর্মীরা ছুটে যান টাওয়ারের দিকে। টাওয়ারের উপর ওঠেন, ততক্ষণে অবশ্য রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েছেন কর্মরত এক সিআইএসএফ কর্মী। নিজের এসএলআর রাইফেল থেকে নিজেকেই গুলি চালিয়ে আত্মঘাতী হন তিনি।

আরও পড়ুনঃ চলেই এল গরম! কী করে বড়িতেই বানাবেন আম পোড়ার শরবত! রইল সহজ রেসিপি

পুলিশ সূত্রে খবর, ওই সিআইএসএফ জওয়ানের নাম শ্রীবিষ্ণু। এ দিন গুলি চালানোর ঘটনার পরে তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বিমানবন্দর সংলগ্ন ভিআইপি রোডের পাশেই একটি বেসরকারি হাসপাতালে, সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনাস্থলে ছুটে যান সিআইএসএফের উচ্চপদস্থ আধিকারিক ও বিমানবন্দর থানার পুলিশ।

তবে কী কারণে এই ঘটনা ঘটালেন ওই জওয়ান, তা এখনও নিশ্চিত নয়। তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২২ সাল থেকে সিআইএসএফ-এ কর্মরত ছিলেন এই জওয়ান। পরিবার এবং সহকর্মীদের সঙ্গে কথা বলে কেন এমন ঘটনা ঘটালেন তিনি? পারিবারিক বা মানসিক কোনও সমস্যা ছিল কিনা? তাঁর মধ্যে শেষ কয়েকদিনে কোনও মানসিক অস্থিরতা ছিল না কিনা, তা জানার চেষ্টা করবেন তদন্তকারী আধিকারিকরা। সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হচ্ছে।