আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর কলকাতায় ৬০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। প্রতীকী ছবি।

Cyclone Dana update: কোথায় অবস্থান করছে ডানা, কবে, কোথায় আছড়ে পড়বে? দেখুন ভিডিও

সাগর থেকে ৭৭০ কিলোমিটার দূরে অবস্থান করছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ডানা’৷ এ দিন এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ অক্টোবর রাত অথবা ২৫ অক্টোবর ভোরে সাগরদ্বীপ থেকে পুরীর মধ্যে ল্যান্ডফল হতে পারে ঘূর্ণিঝড় ডানার৷ তবে এ রাজ্যে ল্যান্ডফল না হলেও রাজ্যের উপকূলবর্তী দুই জেলা দক্ষিণ চব্বিশ পরগণা এবং পূর্ব মেদিনীপুরে রীতিমতো তাণ্ডব চালাতে পারে এই ঘূর্ণিঝড়৷ এই দুই জেলায় ঘূর্ণিঝড়ের গতি কত থাকবে, তাও জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ হাওয়া অফিসের সতর্কবার্তা অনুযায়ী, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগণার উপকূলবর্তী এলাকায় ঘূর্ণিঝড়ের গতি থাকতে পারে ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার৷