সাগর থেকে ৭৭০ কিলোমিটার দূরে অবস্থান করছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ডানা’৷ এ দিন এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ অক্টোবর রাত অথবা ২৫ অক্টোবর ভোরে সাগরদ্বীপ থেকে পুরীর মধ্যে ল্যান্ডফল হতে পারে ঘূর্ণিঝড় ডানার৷ তবে এ রাজ্যে ল্যান্ডফল না হলেও রাজ্যের উপকূলবর্তী দুই জেলা দক্ষিণ চব্বিশ পরগণা এবং পূর্ব মেদিনীপুরে রীতিমতো তাণ্ডব চালাতে পারে এই ঘূর্ণিঝড়৷ এই দুই জেলায় ঘূর্ণিঝড়ের গতি কত থাকবে, তাও জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ হাওয়া অফিসের সতর্কবার্তা অনুযায়ী, পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগণার উপকূলবর্তী এলাকায় ঘূর্ণিঝড়ের গতি থাকতে পারে ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার৷