বাম কংগ্রেস জোটে ইতি?

Left Congress alliance: ৮ বছর পর রাজ্যে ভাঙল বাম-কংগ্রেস জোট! দেখুন ভিডিও

২০১৬ সালের পর প্রথমবার পশ্চিমবঙ্গে ভেঙে গেল বাম-কংগ্রেস জোট৷ কারণ এ দিনই রাজ্যের ছয় কেন্দ্রে উপনির্বাচনে প্রতিটি আসনেই প্রার্থী ঘোষণা করে দিল কংগ্রেস৷ ইতিমধ্যেই হাড়োয়া বাদে বাকি কেন্দ্রগুলিতে প্রার্থী দিয়েছে বামেরাও৷ ফলে ২০১৬ সালের পর এই প্রথমবার রাজ্যে কোনও নির্বাচনে পুরোদস্তুর মুখোমুখি লড়াইয়ে নামছে বাম এবং কংগ্রেস৷ যদিও এই উপনির্বাচনে দুই শিবিরই কতটা ছাপ ফেলতে পারবে, তা নিয়ে রাজনৈতিক বিশেষজ্ঞদের যথেষ্ট সংশয় রয়েছে৷ ২০১৬ সালের বিধানসভা নির্বাচন থেকে এ রাজ্যে বাম-কংগ্রেস জোট গড়ে লড়াই শুরু করেছিল। সেবার ৪৪টি আসন বিধানসভায় জয়ী হয় কংগ্রেস। বামেরা জয়ী হয় ৩২টি আসনে। বিরোধী দলনেতা হন কংগ্রেসের আব্দুল মান্নান। তার জোট সঙ্গী ছিলেন তৎকালীন সিপিএমের পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী। যদিও তার পরে আর নির্বাচনী লড়াইয়ে সেভাবে সাফল্য পায়নি বাম- কংগ্রেস জোট৷ ২০২১ সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস এবং আইএসএফ-এর সঙ্গে জোট বেঁধেও শূন্যে নেমে আসে বাম-কংগ্রেস৷