ঘূর্ণিঝড় দানার দাপটে ২৪ এবং ২৫ অক্টোবর দু দিন কলকাতার আবহাওয়া দুর্যোগপূর্ণ হয়ে উঠতে পারে৷ এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর৷ আবহবিদরা জানিয়েছেন, কলকাতায় ২৪ অক্টোবর রাত থেকে ২৫ অক্টোবর ভোর পর্যন্ত ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে৷ পাশাপাশি ২৪ এবং ২৫ অক্টোবর দুই চব্বিশ পরগণা, দুই মেদিনীপুর, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, কলকাতা এবং বাঁকুড়া জেলার কিছু জায়গায় অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে৷ এখনও পর্যন্ত আবহবিদদের যা পর্যবেক্ষণ, তাতে ২৫ অক্টোবর ভোর সাড়ে পাঁচটা নাগাদ বালাসোরের কাছে ল্যান্ডফল হতে পারে দানার৷ আইএমডি-র ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, ‘মূলত পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশে এই ঘূর্ণিঝড়ের প্রভাব বেশি পড়বে৷’