সাইক্লোন দানা-র এফেক্ট, বিদ্যুৎ পরিষেবা বহাল রাখতে তৎপর রাজ্য

Cyclone Dana Landfall: ১২০ কিমি বেগে ল্যান্ডফলের মারাত্মক ধাক্কা, রাজ্যে বিদ্যুৎ পরিষেবা বজায় রাখতে বৈঠক

কলকাতা: আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড় ‘দানা’ নিয়ে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মঙ্গলবার বিদ্যুৎ উন্নয়ন ভবনে বিদ্যুৎ দফতরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ও সিইএসসির আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মাননীয় বিদ্যুৎ মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস।

উপস্থিত ছিলেন বিদ্যুৎ সচিব শ্রী শান্তনু বসু। মাননীয় মন্ত্রী সমস্ত আধিকারিকদের সদা সতর্ক থাকা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। ঝড়ের ফলে কোথাও কোনও বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত সমস্যা দেখা দিলে তা দ্রুত স্বাভাবিক করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দিয়েছেন মাননীয় মন্ত্রী।

Cyclone Dana(ঘূর্ণিঝড় দানা) Live Updates

একই সঙ্গে প্রতিটি জেলাতেও পর্যাপ্ত পরিমাণে বৈদ্যুতিন সরঞ্জাম মজুত রাখার নির্দেশ দেন তিনি। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে জেলার বিদ্যুৎ আধিকারিকদের সঙ্গেও বৈঠক করা হয়। ঘূর্ণিঝড়ের প্রভাবে কোথাও কোন বৈদ্যুতিক সমস্যা দেখা দিলে WBSEDCL ও CESC এর 24X7 কন্ট্রোল রুমের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারবে বলে জানান মাননীয় মন্ত্রী।

WBSEDCL এর হেল্পলাইন নম্বর 8900793503, 8900793504
Toll free 19121, হোয়াটসঅ্যাপ- 8433719121।
CESC helpline number
033 35011912,
033 44031912, 18605001912, 1912
হোয়াটসঅ্যাপ 7439001912
Special Helplines: 9831079666
9831083700

গভীর নিম্নচাপ সকালবেলাতেই আশঙ্কার ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে৷ আর খেলা শুরু করে দিয়েছে ঘূর্ণিঝড়৷ কলকাতাতে শুরু তুমুল বৃষ্টি৷ এরপর পরিস্থিতি আরও খারাপ হবে৷ বৃষ্টি শুরু হল মেছেদা ও পাঁশকুড়া এলাকায়। আবহাওয়া দফতরের পূর্বাভাস মেনে বৃষ্টি শুরু হয়েছে বিভিন্ন এলাকায়। হিঙ্গলগঞ্জের বিস্তীর্ণ এলাকা জুড়ে শুরু হল বৃষ্টি , সঙ্গে ঝোড়ো হওয়া , কালো মেঘে ঢেকেছে এলাকা ।

সন্দেশখালি জুড়ে NDRF মাইকিং শুরু করল সকাল থেকে । সন্দেশখালি ও ধামাখালিতে । সঙ্গে ঝোড়ো হাওয়া ও ভারি বৃষ্টিপাত শুরু হয়েছে সন্দেশখালিতে । দানা ঘূর্ণিঝড় আছড়ে পড়ার আগে রায়দিঘিতে শুরু হল বৃষ্টি।

Abir Ghosal