দক্ষিণবঙ্গ Cyclone Dana Kharagpur Junction Train Cancel: তিন দিন বাতিল একাধিক ট্রেন, লোকাল থেকে বন্দে ভারত এক্সপ্রেস, দানার প্রভাবে খালি খড়গপুর ডিভিশন Gallery October 23, 2024 Bangla Digital Desk বাংলা, ওড়িশা সীমানা এলাকা দাঁতন থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই বালেশ্বর। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বালেশ্বর এ ল্যান্ড ফল হওয়ার সম্ভাবনা প্রবল। দানার প্রভাবে ইতিমধ্যেই জেলার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্র, প্রাথমিক বিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। (রঞ্জন চন্দ ) এবার খড়গপুর ডিভিশন পরিচালিত এবং খড়গপুর ডিভিশনের উপর দিয়ে দূর গন্তব্যে যাওয়া একাধিক ট্রেন বাতিল করা হল ভারতীয় রেল বিভাগের তরফে। যার মধ্যে খড়গপুর ডিভিশন পরিচালিত একাধিক মেমু, প্যাসেঞ্জার, মেল এবং এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। শুধু তাই নয় এই তালিকায় রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস এর মত সুপারফাস্ট ট্রেনও। প্রসঙ্গত, ঘূর্ণিঝড় দানার প্রভাবে লন্ডভন্ড হতে চলেছে ওড়িশা-বাংলা একাধিক জেলা। ইতিমধ্যে তৎপরতা শুরু হয়েছে প্রশাসনের মধ্যে। সাধারণ মানুষের যাতে কোনও অসুবিধা না হয় সেদিকে সজাগ দৃষ্টি রেখেছে প্রশাসন। অপ্রীতিকর ঘটনা এড়াতে খড়গপুর ডিভিশনের তরফে একাধিক ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৩ থেকে ২৫ অক্টোবর খড়গপুর ডিভিশনের অধীন একাধিক লোকাল, প্যাসেঞ্জার এবং সুপারফাস্ট ট্রেন বাতিল করা হয়েছে। রেলওয়ে সূত্রে খবর, শুধু খড়গপুর ডিভিশনের অধীন ট্রেন বাতিল হয়েছে তা নয়, একাধিক দূরপাল্লার ট্রেন যেগুলি খড়্গপুর ডিভিশন এর উপর দিয়ে চলাচল করে তা বাতিল করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে ২৩ থেকে ২৫ তারিখের মধ্যে ১৩৫ টি ট্রেন বাতিল করেছে ভারতীয় রেল। প্রসঙ্গত খড়গপুর ডিভিশন পরিচালিত হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস, খড়গপুর থেকে বালেশ্বর, খড়গপুর থেকে পুরী, ভদ্রক, রাউরকেল্লা পুরি বন্দে ভারত এক্সপ্রেস সহ একাধিক ট্রেন বাতিল করেছে রেল। প্রসঙ্গত বৃহস্পতিবার শুক্রবারের মধ্যে ল্যান্ডফল হতে পারে দানার। ইতিমধ্যেই শক্তি বাড়িয়ে স্থলভাগের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় দানা। স্বাভাবিকভাবে ট্রেন যাত্রীদের যাতে কোনও অসুবিধা সৃষ্টি না হয়। পথে যাতে কোনও বিপত্তি না হয়, সাবধানতা রেখে ঘূর্ণিঝড়ের কারণে এই ট্রেন বাতিলের সিদ্ধান্ত। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার নির্দিষ্ট সময়ে ট্রেন চালানো হবে বলে রেলওয়ে সূত্রে জানা গিয়েছে। তবে শতাধিক ট্রেন বাতিলের কিছুটা ভোগান্তি যাত্রীদের মধ্যে। ঝড় মোকাবিলায় প্রস্তুত রেল থেকে রাজ্য, সমস্ত প্রশাসনিক দফতর।