জ্যোতিষকাহন Dhanters 2024 Date Time Shubh Muhurt: এ বছর ধনতেরস কবে? এই শুভ মুহূর্তে সোনা-রুপো-বাসন কিনলে সংসারে উপচে পড়বে টাকা ও সৌভাগ্য! রইল নির্ঘণ্ট Gallery October 23, 2024 Bangla Digital Desk কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হয় ধনতেরস বা ধনত্রয়োদশী। এই তিথিতে দেবী লক্ষ্মী, ভগবান ধন্বন্তরি এবং কুবেরদেবের পুজো করা হয়। বলা হয় ধনতেরস তিথিতে সোনা, রুপো, বাসনপত্র কেনা অত্যন্ত শুভ। সংসারে সৌভাগ্য শ্রীবৃদ্ধি হয় বলেই বিশ্বাস। এ বছর ধনতেরস পালিত হবে ২৯ এবং ৩০ অক্টোবর। ২৯ অক্টোবর সকাল ১০.৩১ মিনিটে শুরু হবে ত্রয়োদশী তিথি। থাকবে পরের দিন ৩০ অক্টোবর দুপুর ১.১৫ মিনিট পর্যন্ত। উদয় তিথি অনুসারে ধনতেরস পালিত হবে ৩০ অক্টোবর, বুধবার। তবে মাঙ্গলিক উপকরণ কেনা যাবে এই তিথির যে কোনও মুহূর্তে। গয়না ও বাসনপত্র কেনার জন্য আদর্শ সময় বা মুহূর্ত বলা হয় প্রদোষকাল এবং বৃষভকালকেই। ২৯ অক্টোবর বিকেল ৫ টা ৩৮ মিনিট থেকে রাত ৮ টা ১৩ মিনিট পর্যন্ত রয়েছে প্রদোষকাল। ৩০ অক্টোবর সন্ধ্যা ৬.৩১ থেকে রাত ৮.১৭ পর্যন্ত আছে বৃষভকাল। ধনতেরস তিথির বিশেষ পুজোর জন্য শুভ মুহূর্ত ২৯ অক্টোবর সন্ধ্যায় ৬.৩১ থেকে শুরু করে ৮.১৩ মিনিট পর্যন্ত।