মুর্শিদাবাদ: খড়গ্রামের এড়োয়ালি মাঠপাড়া ইয়ং স্টার ক্লাবের পরিচালনাতে হারিয়ে যাওয়া কবাডি খেলার আয়োজন করা হল। বর্তমান দিনে যুবসমাজ মোবাইল ফোনে আকৃষ্ট, তাই যুব সমাজকে মাঠ মুখী করতে খেলার প্রতি আরওআগ্রহ তৈরি করতে এই খেলার আয়োজন করা হয়।
হা-ডু-ডু মুলত কবাডি খেলা হিসেবেই পরিচিত। উনিশ শতকের এই সময় থেকেই কাবাডি ছিল গ্রামবাংলার অত্যন্ত জনপ্রিয় একটি খেলা। বলা চলে, খেলাধুলা শিশু-কিশোরের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
আরও পড়ুন- সুন্দরবনের জঙ্গলে লুকিয়ে ‘এই’ গভীর রহস্য, আপনার একেবারে অজানা!
প্রযুক্তির উৎকর্ষে আর আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা। ফলে বর্তমানের অধিকাংশ শিশু-কিশোর খেলাধুলাতে আর মেতে ওঠার সুযোগ পাচ্ছে না। ফলে গ্রামীণ নানা খেলা এখন প্রায় বিলুপ্তির পথে।
শহরের পাশাপাশি গ্রামের মানুষও এখন প্রযুক্তিগত নানা অভ্যাসের সঙ্গে অভ্যস্ত হয়ে উঠেছে। ফলে গ্রামীণ বাংলার নানা ঐতিহ্য থেকে বিমুখ হয়ে পড়ছে মানুষ।
একটা সময় ছিল, খেলাধুলা নিয়ে গ্রামবাংলার মানুষ মেতে থাকত। সেসব দৃশ্য যেন আজ কেবল স্মৃতি। গ্রাম-বাংলায় এই হাডুডু খেলার ধুম ছিল বেশ। উৎসব করে আয়োজন করা হত খেলাটির।
আরও পড়ুন- Cyclone Dana Alert: শক্তি আরও বাড়াবে সাইক্লোন, শক্তিশালী ঘূর্ণিঝড়ের আশঙ্কা
এলাকার চারদিকে ছিল উৎসব আর আনন্দের জোয়ার। কিন্তু সময়ের পরিবর্তনে হারিয়ে যাচ্ছে এই হাডুডু বা কবাডি খেলা।
কৌশিক অধিকারী