দীপাবলিতে ঘরে আনুন নতুন বাইক, কোন ব্যাঙ্কে সুদের হার সবচেয়ে কম? রইল তালিকা

দীপাবলি বা ধনতেরসের কেনাকাটায় সবার আগে থাকে সোনা। তারপর রুপো এবং ঝাঁটা। এর সঙ্গে আরও একটা জিনিস কেনাকে শুভ মনে করা হয়। সেটা হল গাড়ি। বিশ্বাস করা হয়, এই সময় সময় গাড়ি কিনলে মা লক্ষ্মী এবং কুবেরের আশীর্বাদ পাওয়া যায়।
দীপাবলি বা ধনতেরসের কেনাকাটায় সবার আগে থাকে সোনা। তারপর রুপো এবং ঝাঁটা। এর সঙ্গে আরও একটা জিনিস কেনাকে শুভ মনে করা হয়। সেটা হল গাড়ি। বিশ্বাস করা হয়, এই সময় সময় গাড়ি কিনলে মা লক্ষ্মী এবং কুবেরের আশীর্বাদ পাওয়া যায়।
উৎবসের মরশুমে গাড়ি কেনার দুটো সুবিধা রয়েছে। প্রথমত, গাড়ি নির্মাতা সংস্থাগুলি বড়সড় ডিসকাউন্ট দেয়, যা বছরের অন্য সময় মেলে না। দ্বিতীয়ত, এই সময় ব্যাঙ্কগুলিও কার লোনের সুদে ছাড় এবং অন্যান্য সুবিধা ঘোষণা করে। যার মানে ডবল ধামাকা।
উৎসবের মরশুমে গাড়ি কেনার দুটো সুবিধা রয়েছে। প্রথমত, গাড়ি নির্মাতা সংস্থাগুলি বড়সড় ডিসকাউন্ট দেয়, যা বছরের অন্য সময় মেলে না। দ্বিতীয়ত, এই সময় ব্যাঙ্কগুলিও কার লোনের সুদে ছাড় এবং অন্যান্য সুবিধা ঘোষণা করে। যার মানে ডবল ধামাকা।
গাড়ি কেনা মানে মোটা টাকার ব্যাপার। কিন্তু একসঙ্গে পুরো টাকা বের করার মতো সামর্থ্য সবার থাকে না। অগত্যা কার লোনই ভরসা। কিন্তু লোন নিলেই তো হবে না। সময় মতো শোধ করতে হবে। সবচেয়ে বড় ব্যাপার হল, ইএমআই। প্রতি মাসে এই পরিমাণ টাকা ব্যাঙ্ককে মেটাতেই হবে। এখন যদি সুদে ছাড় এবং অন্যান্য সুবিধা পাওয়া যায়, তাহলে সোনায় সোহাগা। কারণ ঋণ নেওয়ার খরচ একদিকে যেমন কমে যাবে, তেমনই কমবে ইএমআই-এর বোঝাও।
গাড়ি কেনা মানে মোটা টাকার ব্যাপার। কিন্তু একসঙ্গে পুরো টাকা বের করার মতো সামর্থ্য সবার থাকে না। অগত্যা কার লোনই ভরসা। কিন্তু লোন নিলেই তো হবে না। সময় মতো শোধ করতে হবে। সবচেয়ে বড় ব্যাপার হল, ইএমআই। প্রতি মাসে এই পরিমাণ টাকা ব্যাঙ্ককে মেটাতেই হবে। এখন যদি সুদে ছাড় এবং অন্যান্য সুবিধা পাওয়া যায়, তাহলে সোনায় সোহাগা। কারণ ঋণ নেওয়ার খরচ একদিকে যেমন কমে যাবে, তেমনই কমবে ইএমআই-এর বোঝাও।
লোন নেওয়ার সময় প্রশেসিং ফি দিতে হয়। তবে দীপাবলির মরশুমে অনেক ব্যাঙ্কই প্রসেসিং ফি-তে ছাড় দেয়। ডকুমেন্টেশন চার্জও কমে যায়। সঙ্গে ক্যাশব্যাক অফারও পাওয়া যায়। তাই দীপাবলি ও ধনতেরসের এই শুভ সময়ে কোন কোন ব্যাঙ্ক কার লোনে আকর্ষণীয় হারে সুদ দিচ্ছে দেখে নেওয়া যাক।
লোন নেওয়ার সময় প্রশেসিং ফি দিতে হয়। তবে দীপাবলির মরশুমে অনেক ব্যাঙ্কই প্রসেসিং ফি-তে ছাড় দেয়। ডকুমেন্টেশন চার্জও কমে যায়। সঙ্গে ক্যাশব্যাক অফারও পাওয়া যায়। তাই দীপাবলি ও ধনতেরসের এই শুভ সময়ে কোন কোন ব্যাঙ্ক কার লোনে আকর্ষণীয় হারে সুদ দিচ্ছে দেখে নেওয়া যাক।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া: দীপাবলির মরশুমে দেশের বৃহত্তম রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক এসবিআইতে লোন শুরু হচ্ছে বার্ষিক ৯.০৫ শতাংশ সুদের হারে। ৭বছর মেয়াদে ১ লাখ টাকা লোন নিলে প্রতি মাসে ১,৬১১ টাকা ইএমআই দিতে হবে।ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক: ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কে লোন বার্ষিক ৮.৮৫ শতাংশ থেকে শুরু হচ্ছে। ৭ বছর মেয়াদি ১ লাখ টাকার লোনে প্রতি মাসে ইএমআই পড়বে ১,৬০১ টাকা।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া: দীপাবলির মরশুমে দেশের বৃহত্তম রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্ক এসবিআইতে লোন শুরু হচ্ছে বার্ষিক ৯.০৫ শতাংশ সুদের হারে। ৭বছর মেয়াদে ১ লাখ টাকা লোন নিলে প্রতি মাসে ১,৬১১ টাকা ইএমআই দিতে হবে। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক: ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কে লোন বার্ষিক ৮.৮৫ শতাংশ থেকে শুরু হচ্ছে। ৭ বছর মেয়াদি ১ লাখ টাকার লোনে প্রতি মাসে ইএমআই পড়বে ১,৬০১ টাকা।
কানাড়া ব্যাঙ্ক: কানাড়া ব্যাঙ্কে লোনে সুদ শুরু হচ্ছে ৮.৭০ শতাংশ থেকে। এতে ৭ বছর মেয়াদি ১ লাখ টাকার লোনে প্রতি মাসে ১,৫৯৪ টাকা ইএমআই পড়বে।এইচডিএসসি ব্যাঙ্ক: উৎসবের মরশুমে এইচডিএফসি ব্যাঙ্কের কার লোনে সুদের হার বার্ষিক ৯.৪০ শতাংশ থেকে শুরু হচ্ছে। ৭ বছর মেয়াদে ১ লাখ টাকার লোনে ইএমআই পড়বে ১,৬২৯ টাকা।
কানাড়া ব্যাঙ্ক: কানাড়া ব্যাঙ্কে লোনে সুদ শুরু হচ্ছে ৮.৭০ শতাংশ থেকে। এতে ৭ বছর মেয়াদি ১ লাখ টাকার লোনে প্রতি মাসে ১,৫৯৪ টাকা ইএমআই পড়বে। এইচডিএসসি ব্যাঙ্ক: উৎসবের মরশুমে এইচডিএফসি ব্যাঙ্কের কার লোনে সুদের হার বার্ষিক ৯.৪০ শতাংশ থেকে শুরু হচ্ছে। ৭ বছর মেয়াদে ১ লাখ টাকার লোনে ইএমআই পড়বে ১,৬২৯ টাকা।
আইসিআইসিআই ব্যাঙ্ক: বার্ষিক ৯.১০ শতাংশ থেকে লোন দিতে শুরু করেছে আইসিআইসিআই ব্যাঙ্ক। ৭ বছর মেয়াদে ১ লাখ টাকার লোনে প্রতি মাসে ১,৬১৪ টাকা ইএমআই দিতে হবে।আইডিবিআই ব্যাঙ্ক; আইডিবিআই ব্যাঙ্কের লোনে ফ্লোটিং সুদের হার বার্ষিক ৮.৮৫ শতাংশ। ৭ বছর মেয়াদে ১ লাখ টাকার লোনে ১,৬০১ টাকা ইএমআই পড়বে।
আইসিআইসিআই ব্যাঙ্ক: বার্ষিক ৯.১০ শতাংশ থেকে লোন দিতে শুরু করেছে আইসিআইসিআই ব্যাঙ্ক। ৭ বছর মেয়াদে ১ লাখ টাকার লোনে প্রতি মাসে ১,৬১৪ টাকা ইএমআই দিতে হবে।
আইডিবিআই ব্যাঙ্ক; আইডিবিআই ব্যাঙ্কের লোনে ফ্লোটিং সুদের হার বার্ষিক ৮.৮৫ শতাংশ। ৭ বছর মেয়াদে ১ লাখ টাকার লোনে ১,৬০১ টাকা ইএমআই পড়বে।