মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ জেলার বুকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে নানা ইতিহাস। ঠিক তেমনই আছে বিভিন্ন দেব-দেবীর মন্দির। মুর্শিদাবাদ জেলার অন্য প্রাচীন কালী মন্দিরের মধ্যে অন্যতম দয়াময়ী কালী। প্রায় ৫০০ বছরের প্রাচীন মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের ছাতিনাকান্দিতে অবস্থিত দয়াময়ী কালী। ৫০০ বছর আগে পানেশ্বর বন্দোপাধ্যায় ও মেনকাশ্বরী বন্দোপাধ্যায় এই কালীপুজো প্রথম প্রতিষ্ঠা করেছিলেন।
পরিবারেও সদস্য বিশাল বন্দোপাধ্যায় জানান, কালী ঠাকুর প্রতিষ্ঠা হয় মাঘ মাসের অমাবস্যাতে। মাঘী অমাবস্যাতে হলেও কার্তিক মাসের দ্বীপান্ত্বিতা অমাবস্যাতে প্রধান পুজো হয়। সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন ভাবে পুজো চলে। সারা রাত ধরেই চলে পুজো। বছরের ৩৬৫দিন পুজো করা হয়। আগে এই এলাকায় শ্মশান ছিল। বছরের ৩৬৫দিন নিত্যপুজো এবং সিংহাসনেই পুজিতা হন মা।
মন্দিরের সেবাইত দেবাশিস বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এবছর ৩১ অক্টোবর রয়েছে কালীপুজো। একটি মত বলছে সেদিন, দুপুর ৩ টে ০৭ মিনিট ৪২ সেকেন্ডে পড়ছে অমাবস্যা। আর অমাবস্যার এই তিথি শেষ হবে ১ নভেম্বর সন্ধ্যা ৫ টা ০৮ মিনিট ০৭ সেকেন্ডে। ভিন্নমতে, ৩১ অক্টোবর দুপুর ৩ টে ৫২ মিনিটে পড়বে অমাবস্যা। পরের দিন ১ অক্টোবর দুপুর ১২ টা ৪৮ মিনিটে তিথি শেষ হবে। কালীপুজোর শুভ মুহূর্ত ৩১ অক্টোবর রাত ১১ টা ৪৮ মিনিটে পড়বে, পরদিন ১ নভেম্বর দুপুর ১২ টা ৪৮ মিনিট পর্যন্ত থাকবে। তবে নিশিরাতেই পালিত হবে এই কালীপুজো।
এলাকার বাসিন্দারা জানিয়েছেন, এই কালীপুজোকে ঘিরে সারাবছর অপেক্ষায় থাকেন এলাকার বাসিন্দারা। কালীপুজোকে ঘিরে যেমন উৎসাহ উদ্দীপনা থাকে ঠিক তেমনই আনন্দ উৎসবে মেতে ওঠেন সকলেই।
কৌশিক অধিকারী