মালদহ: টোটো নিয়ে বিরাট আপডেট মালদহ জেলা প্রশাসনের। এবার হয়তো শহরের যানজট সমস্যা অনেকটাই মিটতে চলেছে। ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে টোটো চলাচলের ওপর বিশেষ নজরদারি নির্দেশিকা জারি করা হচ্ছে।
ইতিমধ্যে মালদহ জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার দুই শহরের যানজট সমস্যা মোকাবিলায় টোটো চলাচলের উপর বিশেষ নিয়ন্ত্রণ আনতে এক বৈঠক করা হয়।
আরও পড়ুন- মরণ-বাঁচন ম্যাচে ভারতীয় দলে একাধিক বড় বদল! কিউইদের জবাব দিতে তৈরি টিম ইন্ডিয়া
টোটো চালক ইউনিয়ন ও দুই পুরসভার চেয়ারম্যান-সহ জেলা প্রশাসনের কর্তারা উপস্থিত ছিলেন এই বৈঠকে। শহর যানজট মুক্ত করতে টোটো চলাচলের উপর কীভাবে নিয়ন্ত্রণ আনা যায়, সেই বিষয়েই বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।
টোটো চালকদের সেই সমস্ত নির্দেশিকা ইতিমধ্যে জানানো হয়েছে। টোটো ইউনিয়নের সম্পাদক নিখিল দাস বলেন, জেলা প্রশাসন আমাদের সঙ্গে একটি বৈঠক করেছে।
গ্রামের টোটো শহরে চলাচলে নিষেধাজ্ঞা হতে পারে। এছাড়াও টোটো রুট ভাগ করার পরিকল্পনা রয়েছে প্রশাসনের। আমরা এই সমস্ত কিছুর বিরোধিতা করছি। এমনটা হলে টোটো চালকরা সমস্যায় পড়বেন।
আরও পড়ুন- ১৯-র ক্রিকেটারকে ধরে রাখতে চায় থিঙ্কট্যাঙ্ক,দ্বিধা নেই ক্যারিবিয়ানকে ছাড়তে
মালদহে ইংরেজবাজার ও পুরাতন মালদহ পুরসভা মূলত শহরাঞ্চল। সদর শহর ইংরেজবাজারে প্রতিটি রাস্তায় ব্যাপক যানজট সৃষ্টি হচ্ছে অতিরিক্ত টোটো চলাচল করায়।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শুধুমাত্র শহরের টোটো নয়, শহরের আশেপাশের গ্রামগুলি থেকে বহু টোটো শহরে চলাচল করছে। এর ফলে যানজট সমস্যা বৃদ্ধি পাচ্ছে। তাই প্রশাসনের পক্ষ থেকে শহরের রাস্তায় গ্রামীণ টোটো চলাচলের ওপর বিশেষ নিয়ন্ত্রণ আনা হচ্ছে।
এছাড়াও টোটো চলাচলের নিয়ন্ত্রণ আনতে শহরের মধ্যেই রুট ভাগ করে দেওয়ার পরিকল্পনা নিতে চলেছে জেলা প্রশাসন। ইতিমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই সমস্ত বিষয়গুলি টোটো চালকদের জানানো হয়েছে।
যদিও প্রশাসনের এমন সিদ্ধান্ত মেনে নিতে নারাজ টোটো চালক ইউনিয়নগুলি। তাদের দাবি, শহর সংলগ্ন গ্রামাঞ্চলের টোটোগুলি শহরে চলাচল না করলে রোজগার করতে পারবে না তারা। অনেকেই সমস্যায় পড়বেন।
পাশাপাশি রোড ভাগ করলেও টোটো চালকদের নানা সমস্যায় পড়তে হবে। বিকল্পভাবে পরিকল্পনা করে শহরের যানজট মুক্ত করার দাবি তুলছেন টোটো চালক ইউনিয়নগুলি।
ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, রাজ্য পরিবহন দফতরের নির্দেশিকা মেনে টোটো চলাচলের নিয়ন্ত্রণ আনতে বৈঠক করা হয়েছে। টোটো চলাচলে নিয়ন্ত্রণ আনা হবে প্রশাসনের পক্ষ থেকে। এই নিয়ে বৈঠক করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে সরকারিভাবে মালদহ শহরে প্রায় চার হাজার টোটো রয়েছে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে রাস্তায় তার কয়েক গুণ বেশি টোটো চলাচল করছে। তারই জেরে শহরে যানজট সমস্যা বৃদ্ধি পাচ্ছে।
শহরের যানজট সমস্যার সমাধান ও টোটো চলাচলের নিয়ন্ত্রণ আনতে প্রশাসনের পক্ষ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
হরষিত সিংহ