বাঁকুড়া: শীত আসছে। সেই কথা জানান দিচ্ছে প্রকৃতি। বাঁকুড়া শহর বাদেও বাঁকুড়ার শহরের বাইরে দেখা যাচ্ছে ঘন কুয়াশlর চাদর। ইতিমধ্যেই বাঁকুড়া পুরুলিয়া জেলাতে শীত অনুভূত হতে শুরু করে দিয়েছে।
তবে এই কুয়াশা যেন জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। আসন্ন কালীপুজো, কালী পুজো পেরোলেই শীত ঢুকে পড়ে বঙ্গে। তবে গেল বছরে শীতের প্রকোপ ছিল বেশ জোরাল, এই বছরও সেই একই ট্রাক রেকর্ড থাকবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।
সেই কারণেই ভোরবেলা ঘুম থেকে উঠে, সামান্য মোটা জামা কাপড় পড়ে মোটরসাইকেল কিংবা গাড়ি নিয়ে বাঁকুড়ার সর্পিল রাস্তা ধরে যদি এগিয়ে যান তাহলে দেখতে পাবেন কুয়াশার প্রভাব। বাঁকুড়া, তালডাংরা, সিমলাপাল, রতনপুর এলাকাতে বিক্ষিপ্ত ভাবে দেখা যাচ্ছে কুয়াশার প্রভাব। বিশেষভাবে রতনপুর এবং রতনপুর জঙ্গল সংলগ্ন এলাকাতে।
আরও পড়ুন: আকাশে ঘন কালো মেঘ, বৃষ্টি চলবে লাগাতার! গৌড়বঙ্গের আবহাওয়ায় বড় বদল
কৃষিকাজ বেশ ভালই হয় এই এলাকাগুলিতে। ধান জমি এখন সবুজ। ধানের আগায় শিশিরের বিন্দু থেকে প্রতিফলন হচ্ছে সূর্যের আলোর। এই আবহাওয়া বেশ রোমান্টিক হলেও। গাড়ি যাতায়াতের যথেষ্ট অসুবিধা হচ্ছে। কুয়াশার পুরু চাদর ভেদ করে, দেখা যাচ্ছে না বড় বড় গাড়ির আপার লাইট।
আরও পড়ুন: ধেয়ে আসছে দানা, তার আগেই ভয়ঙ্কর ঘটনা গঙ্গায়! নিখোঁজ ৩, মুর্শিদাবাদে হাড়হিম ঘটনা
বেশ সন্তর্পনে গাড়ি চালাচ্ছেন চালকেরা। ভোর-রাত থেকে শুরু করে সকাল ন’টা পর্যন্ত থাকছে এই কুয়াশা। তারপর সূর্যের তেজ বাড়তেই আকাশ পরিষ্কার হচ্ছে। তবে কুয়াশার এই প্রভাব, শীত আসার আগেই এমনটা হলে, শীত এলে কী হবে তা নিয়ে আশঙ্কায় সাধারণ মানুষ।
নীলাঞ্জন ব্যানার্জী