খেলা KKR News: কেকেআরকে সার্ভিস দিয়েও হল না লাভ! বাদ পড়ছেন ২ তারকা ব্যাটার! নাম জানলে চমকে যাবেন Gallery October 23, 2024 Bangla Digital Desk ৩১ অক্টোবরের মধ্যে আইপিএলের ১০টি ফ্র্যাঞ্চাইজিকেই জমা দিতে হবে তাদের রিটেনশন তালিকা। বোর্ডের নিয়ম অনুযায়ী প্রতিটি দল ৫ জনকে রিটেন করতে পারবে ও একজনকে কিনতে পারবে আরটিএম কার্ডের মাধ্যমে। রিটেনশন তালিকা প্রকাশ করতে গিয়ে যে দলগুলিকে সবথেকে বেশি সমস্যায় পড়তে হচ্ছে তাদের মধ্যে অন্যতম হল কলকাতা নাইট রাইডার্স। কারণ দলে একাধিক ম্যাচ উইনার প্লেয়ার রয়েছে যাদের রিটেন করা যায়। এরইমধ্য়ে জল্পনা তৈরি হয়েছে তাতে কেকেআক থেকে বাদ পড়তে পারেন দুই তারকা ব্যাটার। যারা দুজনেই কেকেআরকে দিয়েছে যথেষ্ট সার্ভিস। একজন কেকেআরের হয়ে তৈরি করেছে ইতিহাস। অপরজন সামলেছেন অধিনায়কের দায়িত্বও। এবার আপনারা বুঝেই গিয়েছেন কোন ২ জন ক্রিকেটারের কথা বলা হচ্ছে। একজন হলেন নীতিশ রানা ও অপরজন হলেন ভেঙ্কটেশ আইয়ার। এই জল্পনার মধ্যেই সম্প্রতি কার্যত বোমা ফাটিয়েছেন নীতিশ রানা। একটি সাক্ষাৎকারে নীতিশ রানা জানিয়েছেন তাঁকে কেকেআর টিম ম্যানেজমেন্টের তরফ থেকে এখনও কোনওরকমভাবে যোগাযোগ করেনি। শ্রেয়স, রিঙ্কু, রাসেলদের ভিড়ে নীতিশের জায়গা পাওয়া কঠিন বলেই মনে করছে ক্রিকেটমহল। কেকেআর জার্সিতে নীতিশ রানা ৯০টি ম্যাচে ২৮.১৯ গড়ে ও ১৩৬.৩২ স্ট্রাইক রেটে ২১৯৯ রান করেছেন। ২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রতিটি সিজিনে ৩০০’র বেশি রান করেছেন নীতিশ। কেকেআরের তরফ থেকে যোগাযোগ না করা হলে তিনি নিজে থেকেই দল ছাড়ার কথা জানান কিনা এখন সেটাই দেখার। অপরদিকে, মাত্র ২০ লক্ষ টাকা ভেঙ্কটেশ আইয়ারকে কিনেছিল কেকেআর। ২০২১ সাল থেকে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলছেন তিনি। কেকেআরে যোগ দিয়েই ১০ ম্যাচে ৩৭০ রান করেছিলেন তিনি। ২০২২ সাল খুব একটা ভাল যায়নি ভেঙ্কটেশ আইয়ারের। ২০২৩ সালে মুম্বই ৪০৪ রান করেছিলেম আইয়ার। সঙ্গে কেকেআরের দ্বিতীয় ব্যাটার হিসেবে আইপিএলে করেছিলেন সেঞ্চুরি। আইপিএল ২০২৪-এ কেকেআরের জয়ের পিছনেও বড় ভূমিকা রয়েছে ভেঙ্কটেশ আইয়ারের।x কিন্তু এবার ৪ অথবা ৫ জন ক্রিকেটারকেও রিটেন করার সুযোগ পায় কেকেআর সেখানে ভেঙ্কটেশ আইয়ারের সুযোগ পাওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ শ্রেয়স আইয়ার, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, হর্ষিত রানা অথবা আংক্রিশ রঘুবংশীদের রিটেন করার সম্ভাবনা বেশি।