সকাল সাতটার মধ্যে বাকি অংশ ঢুকে যাবে স্থলভাগে। এরপর দিক পরিবর্তন করে পশ্চিমবঙ্গ উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ক্রমশক্তি ক্ষয় হবে দুপুরের মধ্যে।

Cyclone Dana Update: শিয়রে ‘দানা’, সমুদ্র উত্তাল! দিঘা, পুরীতে এখন কী হচ্ছে? দেখলে শিউরে উঠবেন!

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা। শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত। আজ রাত এগারোটা থেকে একটার মধ্যে দানার ল্যান্ডফল। ওড়িশার ভিতরকণিকা ও ধামরার মাঝে ল্যান্ডফল দানা-র। ল্যান্ডফলের সময় গতিবেগ থাকবে ঘণ্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার। ওড়িশা উপকূলে প্রবল বৃষ্টির সম্ভাবনা। পুরী থেকে সাগরদ্বীপ পর্যন্ত থাকবে ঘূর্ণিঝড়ের প্রভাব।

বৃহস্পতিবার সকালে ওড়িশা-পশ্চিমবঙ্গের কাছে পৌঁছাবে ‘দানা’। বুধবার থেকেই আবহাওয়ার পরিবর্তন হয়েছে। ঘূর্ণিঝড়টির নামকরণ করেছে কাতার। এই ‘ডানা’ নামের অর্থ মুক্ত বা স্বাধীনতা। ওড়িশা উপকূলে ডানা আছড়ে পড়বে বলেই প্রাথমিক ভাবে জানিয়েছে আবহাওয়া দফতর। তাই আগে থেকে সতর্ক রয়েছে ওড়িশা এবং পশ্চিমবঙ্গ প্রশাসন।

ভিতরকণিকা ও ধর্মার মাঝে বৃহস্পতিবার রাত ও শুক্রবার সকালের মধ্যে ল্যান্ডফলের সম্ভাবনা দানার। তীব্র ঘূর্ণিঝড় বা শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে গতিবেগ থাকবে সর্বোচ্চ ১২০ কিলোমিটার প্রতি ঘন্টায়। পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর বাঁক নিয়েছে দানা। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক ছেড়ে এখন শুধুই উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। আগামীকাল সকালের মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে পৌঁছে তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে।

বুধবার রাতেই ল্যান্ডফল! উত্তর-পশ্চিম ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরের উপর প্রবল ঘূর্ণিঝড় “দানা” (ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলের জন্য ঘূর্ণিঝড় সতর্কতা: লাল সতর্কতা জারি, Red alert) (Cyclone Dana Update LIVE)

দানা বাঁধল ‘দানা’। ঘূর্ণিঝড়ে পরিণত গভীর নিম্নচাপ। সাগরদীপ থেকে ৬৩০ কিলোমিটার দূরে অবস্থান। শক্তি বাড়িয়ে ক্রমশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ধেয়ে আসছে দানা। আগামীকাল তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হবে। বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার সকালের মধ্যে Balasore এর কাছে ল্যান্ডফল। ঘূর্ণিঝড়ের চোখরাঙানি বাংলা উপকূলে! বালাসোর-দিঘার মধ্যে ল্যান্ডফলের আশঙ্কা। আগামিকাল তীব্রতা বাড়িয়ে উত্তর-পশ্চিমে বাঁক নিতে পারে দানা। সেক্ষেত্রে বালাসোর-Digha র মধ্যে ল্যান্ডফলের সম্ভাবনা।

পারাদ্বীপ থেকে আপাতত ২৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে এই সাইক্লোন। মধ্য ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর প্রবল ঘূর্ণিঝড় “Dana” (দানা নামে উচ্চারিত) গত ৬ ঘণ্টায় ঘণ্টায় ১২ কিলোমিটার বেগে উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে এবং ১৮.৫ অক্ষাংশের কাছে উত্তর-পশ্চিম ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। ° N এবং দ্রাঘিমাংশ 88.2°E, পারাদ্বীপ (ওড়িশা) থেকে প্রায় 260 কিমি দক্ষিণ-পূর্বে, ধামারা (ওডিশা) থেকে 290 কিমি দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং সাগর দ্বীপের (পশ্চিমবঙ্গ) 350 কিমি দক্ষিণে।

এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং 24 শে অক্টোবর মধ্যরাত্রি থেকে 25 অক্টোবর, 2024 সকালের মধ্যে বাতাসের গতির সাথে একটি তীব্র ঘূর্ণিঝড় হিসাবে পুরী এবং সাগর দ্বীপের কাছে ভিতরকানিকা এবং ধামারা (ওডিশা) এর মধ্যে উত্তর ওডিশা এবং পশ্চিমবঙ্গ উপকূল অতিক্রম করার খুব সম্ভাবনা রয়েছে 100-110 kmph এর দমকা হাওয়া 120 kmph.