কলকাতা Cyclone dana Update: বিমান চলাচলে ঘূর্ণিঝড় ‘দানা’র হানা, দুর্যোগের আশঙ্কায় বৃহস্পতিবার বন্ধ উড়ান পরিষেবা, ফের কবে ফিরবে স্বাভাবিক ছন্দে? জেনে নিন Gallery October 24, 2024 Bangla Digital Desk আজ, ২৪ অক্টোবর মধ্যরাত থেকে আগামিকাল সকালের মধ্যে তীব্র ঘূর্ণিঝড় হিসেবে ‘দানা’ ওড়িশা উপকূলে ল্যান্ডফল করবে। ওড়িশার ভিতরকণিকা ও ধামারার কাছে ল্যান্ড ফল করার প্রবল সম্ভাবনা। এর প্রভাব থাকবে পুরী থেকে সাগরদ্বীপ পর্যন্ত। ল্যান্ডফলের সময় এর গতিবেগ সর্বোচ্চ একশো কুড়ি কিলোমিটার হতে পারে। এর ফল পড়তে পারে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে৷ আগেই শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতা৷ প্রভাব পড়তে চলেছে বিমান পরিষেবাতেও৷ দুর্যোগের আশঙ্কায় দমদম বিমানবন্দরে বৃহস্পতিবার সন্ধে ৬টা থেকে শুক্রবার ৯টা পর্যন্ত বিমান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়৷ ঘূর্ণিঝড় ‘দানা’ র প্রভাবে বাংলার উপকূলীয় অঞ্চলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কার রয়েছে৷ তবে কলকাতাতেও ঝড়-বৃষ্টির ব্যাপক আশঙ্কা রয়েছে৷ আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে বৃহস্পতিবার শহরে ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হবে ঘণ্টায় প্রায় ৮০ কিলোমিটার৷ ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং ঝড়ো হাওয়া আশঙ্কা রয়েছে৷ সেই কারণেই এই আগাম সতর্কতা মূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে৷ এমনই জানিয়েছে বিমানবন্দর কতৃপক্ষ৷ ঘূর্ণিঝড়ের কারণে কেবল বিমান চলাচল নয়, প্রভাব পড়েছে ট্রেনেও৷ দক্ষিণ পূর্ব রেলের একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। বাতিল হয়েছে প্রচুর লোকাল ট্রেনও। শিয়ালদহ থেকে দক্ষিণ শাখা ও হাসনাবাদ শাখার মোট ১৯০টি ট্রেন বাতিল রাখা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত সব মিলিয়ে ১৪ ঘণ্টা শিয়ালদহ দক্ষিণ এবং হাসনাবাদ শাখায় বন্ধ থাকবে ট্রেন চলাচল। হাওড়া স্টেশন থেকেও শুক্রবার কিছু ট্রেন বাতিল করা হয়েছে।