দক্ষিণবঙ্গ, বাঁকুড়া Stone Flute: ২১০ দিনের পরিশ্রম, পাথরের তৈরি আস্ত বাঁশি! শিল্পীর কাজ দেখলে অবাক হয়ে যাবেন Gallery October 24, 2024 Bangla Digital Desk পাথরের তৈরি অনন্য সৃষ্টি। একটি আস্ত বাঁশি। তৈরি হয়েছে শুশুনিয়া গ্রামে। শুশুনিয়া গ্রামের ঐতিহ্যবাহি শিল্প ‘পাথর শিল্প’। পাথর শিল্পী অভীক কর্মকার প্রায় ২১০ দিন ধরে ধৈর্যের সঙ্গে পাথর খোদাই করে বানিয়েছেন এই বাঁশিটি। পাথর দিয়ে তৈরি হলেও অত্যন্ত নৈপুণ্যের সঙ্গে পাথরের ভিতরটা খোদাই করে বাঁশির ছিদ্রগুলি তৈরি করা হয়েছে যাতে হাওয়া যাতায়াত করে সুরের মূর্ছনা তুলতে পারে। অপূর্ব দর্শন এই বাঁশির জন্য ক্ষুদ্র, ছোট এবং মাঝারি উদ্যোগ অধিকার পশ্চিমবঙ্গ কারুশিল্প প্রতিযোগিতা ২০২৩-২০২৪-এ বাঁকুড়ার শিল্পী অভীক কর্মকার প্রথম স্থান অধিকার করেছেন। বাঁশির উপর নৈপুণ্য তার সঙ্গে খোদাই করে তৈরি করা হয়েছে ১০ অবতার। শিল্পী অভিক কর্মকার জানান, ‘পাথরের বাঁশি তৈরি করা কঠিন ছিল। আশ্চর্য বাঁশিটি দেখে অবাক হয়েছেন অনেকেই।’