পুলওয়ামায় জঙ্গী হামলা, আহত শ্রমিক

Terror Attack: পুলওয়ামায় জঙ্গিদের গুলিতে আহত এক শ্রমিক, শ্রীনগরে বাংলার এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার!

পুলওয়ামা: বৃহস্পতিবার সকালে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গিদের গুলিতে উত্তরপ্রদেশের এক শ্রমিক আহত হয়েছেন। এই ঘটনা ট্রালে ঘটেছে। কিছু ঘণ্টা পরে, শ্রীনগরের বাতমালুর টাংপোরা এলাকায় আরেকজন ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, পুলওয়ামায় আহত শ্রমিকের নাম শুভম কুমার, যিনি বিজনোরের বাসিন্দা।

আরও পড়ুন: দীপাবলি সেলিব্রেট করতে ঘরে ফিরছিল পরিবার, গাড়ির ব্রেক ফেলে সব শেষ, ১১ মাসের শিশু সহ মৃত পাঁচ

কোথায়, কী ভাবে আহত হয়েছেন তিনি? জানা গিয়েছে,  বাটাগুণ্ড গ্রামের কাছে জঙ্গিদের গুলিতে হাতে গুলিবিদ্ধ হন এই ব্যক্তি। এরপর সময় নষ্ট না করে কুমারকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি চিকিৎসাধীন আছেন। তার পরিস্থিতি এখন ঠিক আছে বলেই জানা গিয়েছে৷

তবে জঙ্গিরা যে গুলি চালিয়েছে,  তার কোন কার্তুজের খোঁজ পাওয়া যায়নি এখনও। এলাকায় আপাতত জোর কদমে তল্লাশি অব্যাহত রয়েছে এবং পুরো বিষয়টা নিয়ে তদন্ত চলছে। ঘটনাস্থলটি ইতিমধ্যেই ঘিরে ফেলা হয়েছে।

আরও পড়ুন: প্রেমিকার জেদে প্রেমিকের মৃত্যু! ভাড়াটে খুনিদের ফাঁদে পড়ে নিজেই শিকার হয়ে গেলেন ব্যক্তি, বিস্তারিত জানুন

জম্ম ও কাশ্মীরে জঙ্গীদের আক্রমণ নতুন কিছু নয়৷ এর আগে বহুবার এমন ঘটনা ঘটেছে৷ তবে ইদানীং এই ঘটনা যেন বেশি বেশি করে ঘটছে৷  গত সপ্তাহে কাশ্মীরে অ-স্থানীয় শ্রমিকদের ওপর হামলা চলেছি৷ এবার আবার৷ সবমিলিয়ে তৃতীয় হামলা হল এটি।

শ্রীনগরে যে ব্যক্তির মৃতদেহ পাওয়া গিয়েছে, তার নাম মোহাম্মদ জাহুদ, তিনি পশ্চিমবঙ্গের বাসিন্দা। পুলিশ এই ঘটনার মধ্যে সন্ত্রাসের সম্পর্ক নেই বলে দাবি করেছে এবং মৃতদেহে কোনও গুলির চিহ্ন পাওয়া যায়নি। তারা বলেছেন, এটি প্রাণীর আক্রমণের কারণে ঘটেছে বলে মনে করা হচ্ছে।

২০ অক্টোবর, জম্মু ও কাশ্মীরের গান্ডারবাল জেলার একটি সন্ত্রাসী হামলায় দুই শ্রমিক নিহত হন এবং আরও দুজন আহত হন। জঙ্গিরা সেই এলাকায় নির্মাণ কাজের জন্য গড়ে তোলা ক্যাম্পে গুলি চালায়। ঘটনাস্থলেই দুই শ্রমিক মারা যান এবং দুজন আহত হন।