দক্ষিণ ২৪ পরগনা: নবাব কাপ ওপেন ক্যারাটে ন্যাশনাল চ্যাম্পিয়ন ২০২৪ সোনার পদক ছিনিয়ে আনল দক্ষিণ ২৪ পরগনা ক্যারাটে কৃতি ছাত্রছাত্রীরা। ঐতিহাসিক নবাবের শহর মুর্শিদাবাদে লালবাগের দক্ষিণ গেটে হয়ে গেল তৃতীয় বর্ষ নবাব কাপ ওপেন ক্যারাটে ন্যাশনাল চ্যাম্পিয়ন ২০২৪।
এখানে অংশগ্রহণ করেছিলেন ৩০০ জন ছাত্রছাত্রী, দেশের বিভিন্ন রাজ্য ও আমাদের বাংলার বিভিন্ন জেলা থেকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে দক্ষিণ ২৪ পরগনার জেলার ১৫ জন ক্যারাটেকা। অফিসিয়াল জাজ সেনসাই বাবাই কর্মকার, দলের টিম ম্যানেজার সেনসাই রাহিদা মোল্লা সহ টিমের জাতীয় দলের কোচ শিহাণ দেবব্রত হালদার ও বিলকিস খাতুন। এখানে বিশিষ্ট অতিথি ছিলেন মুর্শিদাবাদের ছোটে নবাব, উপস্থিত ছিলেন এই টুর্নামেন্টের উদ্যোক্তা সেনসাই ফজর শেখ, উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত শিহান সাজ্জাদ হোসেন মহাশয়, উপস্থিত ছিলেন ছত্তিশগড় থেকে শিহান আদিল খান মহাশয়, উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ থেকে শিহান দেবাশীষ ঢালী মহাশয়, উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগণারশিহান দেবব্রত হালদার মহাশয়।
আরও পড়ুন: এবারও হার মানল ঘূর্ণিঝড! ‘দানা’-র আগে সুন্দরবনে এলেন ‘তিনি’
আরও পড়ুন: দয়রামপুরে বিশালাকার কালী প্রতিমা! উচ্চতা তাক লাগাবে আপনাকেও
এই চ্যাম্পিয়নশিপে ৮টি স্বর্ণ, ১৩ রৌপ্য, ৪টি ব্রোজ্ঞ নিয়ে সর্বমোট ২৫টি মেডেল পেয়ে নবাব কাপ নিয়ে এলেন দক্ষিণ ২৪ পরগনার কৃতি ছাত্র-ছাত্রীরা। উল্লেখ্য প্রত্যয় নামক সংস্থা থেকে ৪ জন অংশগ্রহণ করে তাদের মধ্যে ন্যাশানালে সিনিয়র ওমেন্স কুমিতে চ্যালেজ্ঞ এবং ইন্ডিভিউজুয়াল গ্রুপে মমতাজ সরদার ৩টি সোনা নিয়ে ওমেন্স চ্যাম্পিয়ান অফ চ্যাম্পিয়ান এর উপহার দিলো বাংলাকে। জুনিয়ার টিমের নৌসিন মোল্লা দুটি সোনা জেতে, এছাড়া ন্যাশানাল টিমের কোচের ভূমিকা পালন করেন শিহান দেবব্রত হালদার এবং প্রত্যয়ের ওমেন্স কোচ বিলকিস খাতুন।
সুমন সাহা