দুর্গ, ছত্তিশগড়: গভীর রাত। চারপাশে নিকষ কালো অন্ধকার। হাইওয়ের বুক চিরে ছুটে চলেছে একটা বড় ট্রাক। হেডলাইটের উজ্জ্বল আলো পড়ছে পিচের রাস্তায়। চালকের কেবিনেও আলো জ্বলছে। ড্রাইভারের সিটে বসে আছেন এক মহিলা। পরনে শাড়ি। চুড়ি পরা দুই হাতে নিখুঁতভাবে সামলাচ্ছেন স্টিয়ারিং। কপালে চওড়া সিঁদুর। গুনগুন করে গান গাইছেন তিনি। কী গান? বোধহয়, এই পথ যদি না শেষ হয়।
ট্রাক ড্রাইভার বললেই মনে কোনও পুরুষের ছবি ভেসে ওঠে। বিশেষ করে কোনও সর্দারজির ছবি। পাগড়ি আর কুর্তা পরিহিত দীর্ঘদেহী পুরুষ। এই স্টিরিওটাইপকেই ভেঙে চুরমার করে দিয়েছেন ছত্তিশগড়ের কাজল। তিনি প্রমাণ করে দিয়েছেন, এমন কোনও কাজ নেই, যা মহিলারা করতে পারেন না। সেটা ট্রাক ড্রাইভারি হোক বা অন্য কিছু। সুনীতা উইলিয়ামস যদি মহাকাশে পাড়ি দিতে পারেন, তাহলে পিচের রাস্তায় ট্রাক চালানো আর কী এমন বড় কথা। কাজলের ভাবখানা যেন এমনই।
বড় ট্রাক সবসময় গভীর রাতে যাত্রা শুরু করে। কারণ রাস্তা ফাঁকা থাকে। ফলে বড় গাড়ি নিয়ে যেতে চালকের সুবিধা হয়। কিন্তু গভীর রাতে একজন মহিলা ট্রাক চালাবেন? প্রথমে নাক কুঁচকেছিলেন অনেকেই। পাত্তা দেননি কাজল। কে যেন বলেছিলেন, নারী মানে অর্ধেক আকাশ। কাজল বলছেন, অর্ধেক কেন, গোটাটাই। তিনি জয় করতে এসেছেন। ভিনি, ভিডি ভিসি – তাঁর জীবনের মূলমন্ত্র। অন্যের কথাকে গুরুত্ব দেন না তিনি। আপন খেয়ালে চলেন।
View this post on Instagram
ট্রাক চালকরা কাজলকে ‘দাবাং লেডি ট্রাক ড্রাইভার’ বলে ডাকেন। আক্ষরিক অর্থেই তিনি বাস্তবের দাবাং। কখনও শাড়ি, কখনও বা সালোয়ার পরে চেপে বসেন ট্রাকে। স্টিয়ারিংয়ের কান মুচড়ে ছোটেন হিল্লি দিল্লি। শুরুটা কীভাবে হয়েছিল? কাজল বলছেন, “১২ বছর বয়সে গাড়ি চালানো শিখি। সেই শুরু। তারপর আর পিছন ফিরে তাকাইনি।” চার চাকা থেকে ট্রাক। শুরুতে গ্রামের লোকেরা কটাক্ষ করতেন, “মেয়ে হয়ে ট্রাক চালাবে! কী অলক্ষুণে ব্যাপার।” এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দিয়েছেন কাজল। আজ তিনি মাল বোঝাই ট্রাক নিয়ে এক রাজ্য থেকে আরেক রাজ্যে পাড়ি দেন।
আরও পড়ুন– ‘গুলি আমি চালাইনি’, কৃষ্ণসার হত্যা নিয়ে সলমনের মন্তব্যে নতুন করে তোলপাড় নেটদুনিয়া !
সম্প্রতি কনের সাজে কাজলের ট্রাক্টর চালানোর একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। চোখে কাজল, মাথায় সিঁদুর, পরনে লাল শাড়ি, হাতে চুড়ি, কোমরে কোমরবন্ধ। না, কোনও পার্টিতে যাওয়ার জন্য নয়, ট্রাক্টর চালানোর জন্যই এভাবে সেজেছিলেন তিনি। ট্রাক চালানোর পাশাপাশি তিনি ট্রাক্টর চালান। আবার বুলডোজারও। হ্যাঁ, পুরুষশাসিত সমাজের উপর এভাবেই চুড়ি পরা হাতে বুলডোজার চালাচ্ছেন কাজল।