ফের বোমাতঙ্ক কলকাতা বিমানবন্দরে! ৭ বিমানের জরুরি ভিত্তিতে অবতরণ

Kolkata Airport: ফের বোমাতঙ্ক কলকাতা বিমানবন্দরে! ৭ বিমানের জরুরি ভিত্তিতে অবতরণ

কলকাতা: ফের কলকাতা বিমানবন্দরে বোমাতঙ্ক। সূত্রের খবর, এক্স হ্যান্ডেলে (পূর্বনাম ট‍্যুইটার) বিমানে বোমা রাখা আছে বলে হুমকি দেওয়া হয়। এমতবস্থায় কলকাতা বিমানবন্দরে সাতটি বিমানের জরুরী ভিত্তিতে অবতরণ করানো হয় বলেই জানা গিয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, ইন্ডিগোর তিনটি বিমান, আকাশা এয়ার পুনে, অ‍্যালায়েন্স এয়ার, স্পাইস জেট বাগডোগরার মতো সাতটি বিমানকে জরুরী ভিত্তিতে অবতরণ করানো হয় বোমা হুমকির জেরে।

আরও পড়ুন: মোবাইল বন্ধ রাখবেন নাকি চালু? অব‍শ‍্যই কাছে রাখুন…এগিয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়! বিপদ এড়াতে কী করবেন? জেনে নিন

বিমানবন্দরের পক্ষ থেকে জানা গিয়েছে, কলকাতা বিমানবন্দরে ঘোষণামতই সন্ধ্যা ছটায় বিমান পরিষেবা বন্ধ করা হবে। একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে বিমানবন্দরের ভিতরে।

এমনকি বিমানবন্দরের টার্মিনাল বিল্ডিংয়ের প্রত্যেকটি গেটে বালির বস্তা মজুদ করা রয়েছে। সমস্ত রকম ব্যবস্থা এই মুহূর্তে নেওয়া হয়েছে বিমানবন্দরের পক্ষ থেকে। বিমানগুলিকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন: বলুন তো বাথরুম এবং ওয়াশরুমের মধ‍্যে পার্থক‍্য কী? এক নয় কিন্ত মোটেই…৯৯%ই ভুল উত্তর দিয়েছেন

প্রসঙ্গত, গত রবিবারও মাঝ আকাশে বিমান অপহরণ (plane hijack) ও বিমানে হাইড্রোজেন বোমা রাখার হুমকি ফোন এল কলকাতা বিমানবন্দরের ই পোর্টালের (Kolkata Airport E portal) ল্যান্ডলাইন নাম্বারে। তড়িঘড়ি উচ্চ পর্যায়ের বৈঠক ডাকল কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারপোর্ট অথরিটি সিআইএসএফ পুলিশ।