Tag Archives: Aeroplane

Purulia News: প্লেনের মধ্যেই তৈরি হচ্ছে রেস্টুরান্ট, কোথায় পাবেন? জেনে নিন

এবার প্লেনের মধ্যেই তৈরি হচ্ছে আস্ত রেঁস্তোরা। সেখানেই বসেই পাবেন আসল প্লেনের মজা। পুরুলিয়ায়বাসী পেতে চলেছে নতুন উপহার।

Indigo Flight: ‘মাত্র ২ মিনিটের জ্বালানি আছে…’ মাঝ আকাশে রুদ্ধশ্বাস অবস্থা! ইন্ডিগোর বিমানে আতঙ্ক, ঠিক কি ঘটেছিল? জানলে চমকে যাবেন

দু'বার ব‍্যর্থ হয় অবতরণের চেষ্টা। শেষমেশ চণ্ডীগড়ে জরুরি অবতরণ করে ইন্ডিগোর একটি বিমান। খারাপ আবহাওয়ার কারণেই জরুরি অবতরণের প্রয়োজন হয়ে পড়ে। মাঝ আকাশে ভয়াবহ অভিজ্ঞতা যাত্রীদের। সোশ‍্যাল মিডিয়ায় তেমনটাই দাবি করলেন যাত্রীরা।

দু’বার ব‍্যর্থ হয় অবতরণের চেষ্টা। শেষমেশ চণ্ডীগড়ে জরুরি অবতরণ করে ইন্ডিগোর একটি বিমান। খারাপ আবহাওয়ার কারণেই জরুরি অবতরণের প্রয়োজন হয়ে পড়ে। মাঝ আকাশে ভয়াবহ অভিজ্ঞতা যাত্রীদের। সোশ‍্যাল মিডিয়ায় তেমনটাই দাবি করলেন যাত্রীরা।
সোশ‍্যাল মিডিয়ায় ওই বিমানের এক যাত্রী তাঁর ভয়ঙ্কর অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। তাঁর পোস্ট অনুযায়ী, ‘‘ ইন্ডিগোর ৬ই২৭০২ বিমানটি শনিবার বিকেল ৩টে ২৫-এ অযোধ্যা বিমানবন্দর থেকে রওনা দেয়। দিল্লিতে ৪টে ৩০ মিনিটে অবতরণের কথা ছিল।’’
সোশ‍্যাল মিডিয়ায় ওই বিমানের এক যাত্রী তাঁর ভয়ঙ্কর অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। তাঁর পোস্ট অনুযায়ী, ‘‘ ইন্ডিগোর ৬ই২৭০২ বিমানটি শনিবার বিকেল ৩টে ২৫-এ অযোধ্যা বিমানবন্দর থেকে রওনা দেয়। দিল্লিতে ৪টে ৩০ মিনিটে অবতরণের কথা ছিল।’’
পোস্টে যাত্রীর দাবি, ‘‘৪টে ১৫ নাগাদ পাইলট জানান, আবহাওয়া খারাপ। দিল্লি এয়ারপোর্ট জানায় মাত্র ৪৫ মিনিটের মতো জ্বালানি রয়েছে প্লেনে। পাইলট দু দু'বার অবতরণের চেষ্টা করেন। কিন্তু ব‍্যর্থ হয়।’’ তবে যাত্রীর দাবি,‘‘মাঝে অনেক সময় নষ্টও হয়েছে।’’
পোস্টে যাত্রীর দাবি, ‘‘৪টে ১৫ নাগাদ পাইলট জানান, আবহাওয়া খারাপ। দিল্লি এয়ারপোর্ট জানায় মাত্র ৪৫ মিনিটের মতো জ্বালানি রয়েছে প্লেনে। পাইলট দু দু’বার অবতরণের চেষ্টা করেন। কিন্তু ব‍্যর্থ হয়।’’ তবে যাত্রীর দাবি,‘‘মাঝে অনেক সময় নষ্টও হয়েছে।’’
যাত্রীর আরও দাবি, ‘‘৪৫ মিনিটের জ্বালানি বাকি আছে বলার পরও কেটে যায় ১১৫ মিনিট। বিমানটি শেষমেশ সন্ধ‍্যে ৬.১০ মিনিটে চন্ডীগঢ়ে অবতরণ করে। এর মধ‍্যেই যাত্রী-সহ বিমানকর্মীরা ভয়ে আতঙ্কিত হয়ে যান।’’

যাত্রীর আরও দাবি, ‘‘৪৫ মিনিটের জ্বালানি বাকি আছে বলার পরও কেটে যায় ১১৫ মিনিট। বিমানটি শেষমেশ সন্ধ‍্যে ৬.১০ মিনিটে চন্ডীগঢ়ে অবতরণ করে। এর মধ‍্যেই যাত্রী-সহ বিমানকর্মীরা ভয়ে আতঙ্কিত হয়ে যান।’’
পোস্টে যাত্রী আরও লিখেছেন, ‘‘ অবতরণের পর আমরা বিমানকর্মীদের থেকে জানতে পেরেছি মাত্র ১ থেকে ২ মিনিটের জ্বালানি অবশিষ্ট ছিল প্লেনে।’’
পোস্টে যাত্রী আরও লিখেছেন, ‘‘ অবতরণের পর আমরা বিমানকর্মীদের থেকে জানতে পেরেছি মাত্র ১ থেকে ২ মিনিটের জ্বালানি অবশিষ্ট ছিল প্লেনে।’’
সমাজমাধ্যমের ওই পোস্টে ডিজিসিএ এবং অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করেছেন যুবক। বিমান চালানোর যাবতীয় নিয়ম ঠিক ভাবে মানা হয়েছিল কি না, সে বিষয়ে তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

সমাজমাধ্যমের ওই পোস্টে ডিজিসিএ এবং অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করেছেন যুবক। বিমান চালানোর যাবতীয় নিয়ম ঠিক ভাবে মানা হয়েছিল কি না, সে বিষয়ে তদন্তের দাবি জানিয়েছেন তিনি।
ইন্ডিগোর পক্ষ থেকে জানান হয়েছে, ‘‘ খারাপ আবহওয়ার কারণে দিল্লিতে অবতরণ না করে চণ্ডীগড়ে অবতরণ করে ইন্ডিয়া গো ফ্লাইট ৬ই ২৭০২। ক‍্যাপ্টেন সম্পূর্ণ নিরাপদ ভাবেই  কাজ করেছেন।  নিয়ম অনুযায়ী অন‍্য বিমানবন্দরে যাওয়ার জন্য বিমানটিতে পর্যাপ্ত জ্বালানিও ছিল’’।
ইন্ডিগোর পক্ষ থেকে জানান হয়েছে, ‘‘ খারাপ আবহওয়ার কারণে দিল্লিতে অবতরণ না করে চণ্ডীগড়ে অবতরণ করে ইন্ডিয়া গো ফ্লাইট ৬ই ২৭০২। ক‍্যাপ্টেন সম্পূর্ণ নিরাপদ ভাবেই কাজ করেছেন। নিয়ম অনুযায়ী অন‍্য বিমানবন্দরে যাওয়ার জন্য বিমানটিতে পর্যাপ্ত জ্বালানিও ছিল’’।

Scary Video: মাঝ আকাশে ভয়ঙ্কর কাণ্ড! হাওয়ায় উড়ে গেল বোয়িং ইঞ্জিনের কভার, ভাইরাল ভিডিও দেখলে শিউরে উঠবেন

ইউএস ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন রবিবার ডেনভারে টেকঅফের সময় সাউথ-ওয়েস্ট এয়ারলাইন্স বোয়িং ৭৩৭-৮০০-এর একটি ইঞ্জিন কভার হাওয়ার দরুন উড়ে যায়। এই ঘটনার পর তদন্ত শুরু হয়েছে৷

সাউথ-ওয়েস্ট এয়ারলাইনের ফ্লাইট ৩৬৯৫ রবিবার সকাল ৮টা বেজে ১৫ মিনিটে ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে ফিরে আসে। ১৩৫ জন যাত্রী এবং ছয়জন ক্রু সদস্য-সহ ওই প্লেনটি হিউস্টন হবি বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হওয়ার ২৫ মিনিট পরে ফিরে।

আরও পড়ুন: ধর্মেন্দ্র-জিতেন্দ্র-সঞ্জীব নয়, এই নায়ককে জামাই করতে চেয়েছিলেন হেমা মালিনীর মা! অভিনেতার সঙ্গে ছবিও করেছেন ড্রিম গার্ল? জানেন কে তিনি?

ডেনভার থেকে হিউস্টন যাওয়ার একটি সাউথ-ওয়েস্ট এয়ারলাইনের ফ্লাইটের একটি ভিডিওতে দেখা যাচ্ছে ফ্লাইটের যাত্রীরা আর্তনাদ করছেন। ভিডিওতে দেখা যাচ্ছে ফ্লাইটের ল্যান্ডিয়ের সময় ইঞ্জিনের কভারটি ছিঁড়ে যায়। এর ফলে ওই বিমানটি রবিবার সকালে আবার ডেনভারে ফিরে যেতে বাধ্য হয়৷

এর ফলে যাত্রীরা নির্ধারিত সময়ের প্রায় চার ঘণ্টা পড়ে অন্য একটি সাউথ-ওয়েস্ট এয়ারলেনের বিমানে হিউস্টনে পৌঁছোয়। সাউথ-ওয়েস্ট এয়ারলাইন জানিয়েছে, রক্ষণাবেক্ষণ জন্য যে দলগুলি নিযুক্ত রয়েছে তারা পর্যালোচনা করছে।

এফএএ রেকর্ড অনুসারে, বিমানটি জুন ২০১৫ সালে সার্ভিসে আসে। বিমানের ইঞ্জিন শেষ কবে রক্ষণাবেক্ষণ করা হয়েছিল তা এয়ারলাইনটি জানাতে অস্বীকার করেছে। ইউএস মিডিয়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ এই ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। দেখা যাচ্ছে, বিমানের সামনের স্টিকার প্রায় ছেঁড়া কাগজের মতো ছিড়ে উড়ে যাচ্ছে।

৫ জানুয়ারি ১৬,০০০ ফুট উচ্চতায় একটি নতুন আলাস্কা এয়ারলাইন্স, ৭৩৭ এমএএক্স ৯ জেটের স্টিকার ছিঁড়ে যাওয়ার পর থেকে বোয়িং সংস্থা তীব্র সমালোচনার মধ্যে পড়েছে। এই ঘটনার পর, এফএএ কয়েক সপ্তাহের জন্য ওই বোয়িং সংস্থাকে নিষিদ্ধ ঘোষণা করেছে।

বোয়িং উৎপাদন প্রতি মাসে সর্বোচ্চ ৩৮টি এমএএক্স প্লেনের থেকেও কম। মার্কিন বিচার বিভাগ এই ঘটনার ওপর একটি ফৌজদারি তদন্ত শুরু করেছে। মার্কিন নিয়ন্ত্রক অন্যান্য সাম্প্রতিক সাউথ-ওয়েস্ট বোয়িং ইঞ্জিন সংক্রান্ত সমস্যাগুলি নিয়ে তদন্ত শুরু করছে।

ক্রুরদের ইঞ্জিনেরও সমস্যার কথা সামনে এসেছে। বৃহস্পতিবার একটি সাউথওয়েস্ট ৭৩৭ ফ্লাইট টেকঅফ বাতিল করে এবং টেক্সাসের লুবক বিমানবন্দরে নেমে যায়। এফএএ ২৫ মার্চের সাউথওয়েস্ট ৭৩৭ ফ্লাইটটির বিষয় নিয়েও তদন্ত করছে। ওই বিমানের ক্রুরা ইঞ্জিনের সমস্যার কথা জানিয়েছেন।

Viral Video: আকাশে উড়ল বিশাল বিমান, টুক করে খসে পড়ল চাকা! ভিডিও দেখলে শিউরে উঠবেন

সান ফ্রান্সিসকো: রানওয়ে থেকে আকাশে উড়ে গেল যাত্রী বোঝাই বিশাল বিমান৷ আর তখনই টুক করে খসে পড়ল সেটির একটি চাকা৷ ভয়ঙ্কর সেই দৃশ্য ধরা পড়ল ক্যামেরায়৷

ঘটনাটি ঘটেছে, সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরে৷ জানা গিয়েছে, একটি বোয়িং ৭৭৭ বিমানের চাকা টেক অফের সময় খুলে পড়ে যায়৷ ঘটনাটি নজরে আসার পরই বিমানটির জরুরি অবতরণের ব্যবস্থা করে বিমানবন্দর কর্তৃপক্ষ৷

আরও পড়ুন: মুরগির মাংস ধুয়ে রান্না করেন? অজান্তেই করছেন মারাত্মক ভুল, শুনলে বিশ্বাস হবে না

বিমানের চাকাটি খুলে পার্কিং লটে রাখা একটি গাড়ির উপরে পড়ে৷ ঘটনায় আরও বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে৷ ইউনাইটেড এয়ারলাইন্সের ওই বিমানটি সান ফ্রান্সিসকো থেকে ওসাকার উদ্দেশ্যে উড়ে যাওয়ার সময় এই ঘটনাটি ঘটে৷

সাম্প্রতিক সময়ে বোয়িংয়ের বিমানগুলিতে এমন বেশ কিছু ঘটনা ঘটেছে, যা মাঝ আকাশে যাত্রী নিরাপত্তা নিয়েই বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে৷ গত জানুয়ারি মাসে ওরেগনের পোর্টল্যান্ডে একটি বোয়িং ৭৩৭ ম্যাক্স ৯ বিমানের দরজা খুলে পড়ে৷

এই ঘটনার পর বোয়িং ৭৩৭ ম্যাক্স ৯-এর সব বিমানকে ১৯ দিনের জন্য বসিয়ে দেওয়া হয়৷ গত সপ্তাহেই আমেরিকান বিমান নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে বিমানের মান নিয়ে যাবতীয় সমস্যা মেটানোর জন্য বোয়িংকে ৯০ দিন সময় দিয়েছে৷ তবে ইউনাইটেড এয়ারলাইন্সের পক্ষ থেকে অবশ্য দাবি করা হয়েছে, বোয়িংয়ের যে মডেলটির বিমানে এই ঘটনা ঘটেছে তাতে একটি চাকা খুলে গেলেও বিমান অবতরণের ক্ষেত্রে কোনও সমস্যা হয় না৷ চাকা খুলে যাওয়ার ঘটনা নজরে আসতেই বিমানটিকে লস অ্যাঞ্জেলেসে জরুরি অবতরণের ব্যবস্থা করা হয়৷

Aircraft Crash: আফগানিস্তানে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান! ভারতীয় বিমান কি না জানাল কেন্দ্র

আফগানিস্তান: আফগানিস্তানের বদখসানে ভেঙে পড়েছে একটি বিমান। রবিবারে ঘটেছে এই মর্মান্তিক ঘটনা। তবে ক্র‍্যাশ হওয়া বিমানটি ভারতীয় নয় বলেই জানা গিয়েছে। এখনও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

রবিবার ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ‍্যাভিয়েশনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে ভেঙে পড়া বিমানটি ভারতীয় নয়। ডিসিজি-এর X হ‍্যান্ডেলে জানিয়েছেন, ‘‘আফগানিস্তানে হওয়া দুর্ভাগ্যজনক বিমান দুর্ঘটনায় ভেঙে পড়া বিমানটি ভারতীয় বা ভারতগামী বিমান ছিল না। এটি মরোক্কোর একটি ছোটো বিমান ছিল। সমস্ত বিশদ এখনও জানা যায়নি’’।

আরও পড়ুন: মলদ্বীপের ভারত ‘বিরোধী’ মনোভাব! মাসুল দিতে গিয়ে মৃত্যু ১৩ বছরের কিশোরের, তুমুল বিতর্ক

আফগানিস্তানের উত্তরপূর্ব সীমান্তে বদখসানে হিন্দুকুশ পর্বতমালায় ভেঙে পড়েছে ওই বিমান। রাশিয়ান বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে যে বিমানটি একটি চার্টার অ্যাম্বুলেন্স ফ্লাইট ছিল।

বিমানটি ভারত থেকে উজবেকিস্তান হয়ে মস্কোর দিকে 1978 সালে তৈরি একটি ফরাসি তৈরি Dassault Falcon 10 জেটে করে। আফগানিস্তানের উত্তর পূর্বে বদখসানে ঘটা দুর্ঘটনাগ্রস্থ বিমানটিতে কোনও ভারতীয় ছিলেন না বলেই জানা গিয়েছে।

Remote Control Plane: অক্লান্ত পরিশ্রম, প্রবল ইচ্ছের জোরেই সফল! কোচবিহারের আকাশে ‘বিমান’ ওড়ালেন দুই যুবক? দেখতে উপচে পড়ল ভিড়

কোচবিহার: দীর্ঘ সময় ধরে প্লেন ওড়ানোর ইচ্ছে। আর সেই ইচ্ছের হাত ধরেই প্লেন বানিয়ে ফেললেন দুই যুবক। তবে বড় প্লেন নয়, রিমোট কন্ট্রোল প্লেন। ছোটবেলা থেকেই প্লেনের প্রতি তাঁদের অক্লান্ত ভালবাসা। এছাড়াও অন্যান্য রিমোট কন্ট্রোল জিনিসের প্রতিও তাঁদের আগ্রহ।

বর্তমানে কোচবিহারের এই দুই যুবকের ইঞ্জিনিয়ারিং দেখে রীতিমতো মুগ্ধ সকলে। ওই দুই যুবকের নাম শুভঙ্কর সাহা ও সুরজ কেওট। শুভঙ্কর কোচবিহারের এক বেসরকারি ব্যাঙ্কের পার্ট টাইম কর্মীর কাজ করেন। আর সুরজ করেন নিজের ব্যবসা। তবে এত কিছুর পরেও ইঞ্জিনিয়ারিংয়ের প্রতি তাঁদের আগ্রহ বিন্দুমাত্র কমেনি। ইঞ্জিনিয়ারিংয়ের প্রতি ভালবাসা থেকেই তৈরি করেছেন এই রিমোট কন্ট্রোল প্লেন।

আরও পড়ুন: নাক দিয়ে জল গড়িয়ে যাচ্ছে ক্রমাগত? চায়ে মিশিয়ে দিন এই ফুল, শরীর হবে চাঙ্গা, জানুন রেসিপি

শুভঙ্কর সাহা জানান, ছোটবেলা থেকেই বিভিন্ন রিমোট কন্ট্রোল জিনিসের প্রতি তাঁর ভালবাসা রয়েছে। ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করা হয়নি তাঁর পারিবারিক অবস্থার কারণে। তবে অদম্য ভালবাসা ও তাঁর মনের জেদ থেকে সে এই সফলতা অর্জন করতে পেরেছেন। দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর তিনি এই সাফল্য পেয়েছেন।

তবে প্লেন বানানোর আগে তিনি তৈরি করেছেন রিমোট কন্ট্রোল গাড়ি ও রিমোট কন্ট্রোল বোট। বর্তমানে তাঁর এই প্লেনকে আরও উন্নত করে তোলার ইচ্ছে রয়েছে। সেইজন্য তিনি প্রতিনিয়ত সেই চেষ্টাই চালিয়ে যাচ্ছেন। আগামীতে আরোও ভাল কিছু তৈরি করার পরিকল্পনা রয়েছে তাঁর। সেইজন্য দিন রাত এক করে প্রতিদিন প্লেন ওড়ানো অনুশীলন চালিয়ে যাচ্ছেন তিনি।”

সুরজ কেওট জানান, পরিবারের প্রত্যেকটি মানুষের যথেষ্ট সহযোগিতা পেয়েছেন তিনি। তাই তিনি পরিবারের প্রত্যেকটি মানুষের মুখ আরও উজ্জ্বল করতে চান। তাঁর এই নির্মাণকে আরও উন্নত করে তুলে ভাল জায়গায় পৌঁছনোর ইচ্ছে রয়েছে তাঁর।

তিনি প্রমাণ করতে চান, পড়াশোনার ক্ষেত্রে বিভাগটা কোনও বিষয় নয়। অদম্য ইচ্ছে ও মানসিক শক্তিটাই আসল বিষয়।  সুরোজের বাবা মেওয়ালাল কেওট জানান, “ছেলের প্রতিভায় খুশি তিনি। তবে ছেলে আরও ভাল জায়গায় পৌঁছলে আরও খুশি হবেন তিনি। তাঁর মনের ইচ্ছে ছেলেকে আরও বড় জায়গায় প্রতিষ্ঠিত হতে দেখা।” তবে বর্তমান সময়ে কোচবিহারের এই দুই যুবকের প্লেন ওড়ানোর সময় ভিড় জমান বহু মানুষ। অনেকেই অধীর আগ্রহে অপেক্ষা করেন কখন তাঁরা দুজন প্লেন ওড়াতে আসবে।

Sarthak Pandit

Mid Air Husband Wife Fight: মাঝ আকাশে দাম্পত্য কলহ উঠল তুঙ্গে! ব্যাঙ্ককগামী বিমান নামতে বাধ্য হল দিল্লিতে, তারপর…

জনসমক্ষে অন্তরঙ্গতা জাহির করা যেমন অন্যদের পক্ষে অস্বস্তিকর হয়ে উঠতে পারে, তেমনই সেই তালিকায় অন্তর্ভুক্ত করতে হয় কলহকেও। প্রেমিক-প্রেমিকা বা দম্পতির পারস্পরিক বিবাদ এক লহমায় ভিড়ের মধ্যেও ফেলতে পারে শোরগোল। কিন্তু সম্প্রতি যা ঘটল, তা খুব সম্ভবত কারও কল্পনাতেও ছিল না। দাম্পত্য কলহের জেরে বিমান মাঝ আকাশ থেকে পথ বদলে অন্যত্র নামতে বাধ্য হল, এ কথা কেই বা কল্পনা করে উঠতে পারবেন!

তবে, কখনও কখনও বাস্তব আর কল্পনার সীমারেখা যে খুবই সীমিত, এই ঘটনা তা আবার প্রমাণ করল নতুন করে। জানা গিয়েছে যে বুধবার লুৎফন্নসার একটি বিমান, জার্মানি থেকে ব্যাঙ্ককগামী ফ্লাইট, এলএইচ ৭৭২-তে এ হেন ঘটনা ঘটেছে। সংবাদ-সংস্থা পিটিআইয়ের এক খবরে জানানো হয়েছে যে জার্মানির মিউনিখ থেকে লুৎফন্নসার ওই বিমান উড়ান দিয়েছিল ব্যাঙ্ককের উদ্দেশ্যে। কিন্তু এক যাত্রী দম্পতির পারস্পরিক কলহের জেরে দিল্লিতে ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে তা সকাল ১০টা ২৬ মিনিটে নামতে বাধ্য হয়।

আরও পড়ুন: বাস্তবের বাহুবলী! একহাতে বাইক তুলে অবলীলায় ভাঙছেন সিঁড়ি, ভিডিও দেখলে আঁতকে উঠবেন

ঠিক কী ঘটেছিল বিমানে?

ওই বিমানের পাইলট জানিয়েছেন যে মিউনিখ ছাড়ার কিছুক্ষণ পরেই এক থাই মহিলা তাঁর কাছে স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানান। জার্মান স্বামীর বিরুদ্ধে ওই মহিলার অভিযোগ তাঁকে হুমকি দেওয়া হয়েছে, যার জেরে তিনি আতঙ্কিত বোধ করছেন এবং ঘটনার সুবিচার চেয়ে মূলত স্বামীর থেকে নিরাপদ থাকার তাগিদে নামতে চেয়েছেন গন্তব্যের আগেই। ঘটনার জের এমন পর্যায়েই পৌঁছে যায় যে বাধ্য হয়ে দিল্লিতে নামতে হয়।

জানা গিয়েছে যে সিআইএসএফ ওই দম্পতিকে বিমান থেকে নামিয়ে আনে, এর পর তাঁদের ওখানেই রেখে বিমান ফের রওনা দেয় ব্যাঙ্ককের দিকে।

মাঝে মাঝেই হালে প্রকাশ্যে আসে মাঝ আকাশে এমন বিড়ম্বনার পরিস্থিতির খবর। কিছু দিন আগে যেমন এয়ার ইন্ডিয়ার এক ফ্লাইটে এক যাত্রীর বিমানসেবিকাকে হেনস্তার অভিযোগ উঠেছিল। ওই ব্যক্তি অশ্লীল মন্তব্য এবং বিমানে দৌড়াদৌড়ি করে সকলকে আতঙ্কিত করার দায়ে অভিযুক্ত বলে জানা গিয়েছিল।