দেশ Ratan Tata: মৃত্যুর আগে দেশকে শেষ কী উপহার দিয়ে গেলেন রতন টাটা? জানলে শ্রদ্ধা আরও বাড়বে Gallery October 24, 2024 Bangla Digital Desk বরাবরই দেশ ছিল তাঁর কাছে সবার আগে৷ একই সঙ্গে পশুপ্রেমী হিসেবেও পরিচিত ছিলেন রতন টাটা৷ বিশেষত পথ কুকুরদের প্রতি বিশেষ ভালবাসা ছিল তাঁর৷ শেষ যাত্রার আগে রতন টাটার পাশে দেখা গিয়েছিল তাঁর অন্যতম প্রিয় পোষ্য গোয়া-কে৷ মৃত্যুর আগে গোয়ার মতো অবলা প্রাণীদের জন্যই বড় উপহার দিয়ে গিয়েছেন রতন টাটা৷ তাঁরই উদ্যোগে মুম্বইয়ে গড়ে উঠেছে আধুনিক সব সুবিধা সহ একটি পশু হাসপাতাল৷ গত জুলাই মাসেই মুম্বাইয়ে পাঁচ তলা এই পশু হাসপাতালের উদ্বোধন করা হয়৷ এই হাসপাতালে একসঙ্গে দুশো পশুকে ভর্তি রেখে চিকিৎসা করা সম্ভব৷ Photo- sahmumbai/Instagram অনেক দিন ধরেই এরকম একটি পশু হাসপাতালের পরিকল্পনা করে রেখেছিলেন রতন টাটা৷ শেষ পর্যন্ত মৃত্যুর আগেই সেই ইচ্ছেপূরণ করেন তিনি৷ ১৬৫ কোটি টাকা ব্যয়ে এই পশু হাসপাতালটি গড়ে তোলা হয়েছে৷ হাসপাতালের প্রধান চিকিৎসক হিসেবে দায়িত্ব নিয়েছে ব্রিটিশ পশু চিকিৎসক থমাস হেথকোট৷ ২০১৭ সালে এই প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল৷ প্রথমে নভি মুম্বাইয়ে হাসপাতালটি গড়ে তোলার কথা ভাবা হয়েছিল৷ কিন্তু পোষ্যদের নিয়ে সাধারণ মানুষের সেখানে যাতায়াত করতে অসুবিধা হবে বলে পরবর্তী সময়ে মহালক্ষ্মী এলাকায় হাসপাতালটি গড়ে তোলা হয়৷ প্রায় ৯৮ হাজার বর্গফুট এলাকা জুড়ে এই পশু হাসপাতালটি গড়ে উঠেছে৷ হাসপাতালে আইসিইউ, এইচডিইউ-এর মতো সুবিধে রয়েছে৷ এ ছাড়াও বিভিন্ন ধরনের অস্ত্রোপচার, যাবতীয় পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থাও রয়েছে৷