‘দিঘায় তো বৃষ্টি হচ্ছে, কলকাতায় কী হবে?’ দানা নিয়ে দীর্ঘ আলোচনা মমতার! নবান্নেই রাত কাটাবেন মুখ‍্যমন্ত্রী

CM Mamata Banerjee on Cyclone Dana: ‘দিঘায় তো বৃষ্টি হচ্ছে, কলকাতায় কী হবে?’ দানা নিয়ে দীর্ঘ আলোচনা মমতার! নবান্নেই রাত কাটাবেন মুখ‍্যমন্ত্রী

কলকাতা: দানার দাপটে বাংলায় প্রবল দুর্যোগের আশঙ্কা। বৃহস্পতিবার নবান্নে প্রবল দানা নিয়ে বিশেষ বৈঠক করেন মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায়। প্রায় ৪৫ মিনিট নবান্নের কন্ট্রোল রুমে থেকে গোটা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করলেন মুখ্যমন্ত্রী। রাজ্যবাসীর সামনে বিস্তারিত তথ্য তুলে ধরেন মমতা।

দানার প্রভাব সবচেয়ে বেশি পড়তে চলেছে রাজ‍্যের ৯ জেলায়। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হওয়ার আশঙ্কা পূর্ব মেদিনীপুরে। এদিনের বৈঠকে মুখ‍্যমন্ত্রী জানতে ঘূর্ণিঝড়ের অবস্থান সম্পর্কে।

আরও পড়ুন: ক্রমেই ল্যান্ডফলের দিকে এগোচ্ছে ‘দানা’? আছড়ে পড়ার পর কত হবে ঝড়ের বেগ? বড় আপডেট জানুন

বিপর্যয় মোকাবিলা দফতরের এর পক্ষ থেকে মুখ‍্যমন্ত্রীকে বিস্তারিতভাবে বোঝানো হয় দানার বর্তমান অবস্থা এবং ল‍্যান্ডফল সম্পর্কে। মুখ‍্যমন্ত্রীর বন‍্যা নিয়েও ফের আশঙ্কা প্রকাশ করেন। বৈঠকে তিনি বলেন, ‘‘ঝাড়খণ্ডে কাল বৃষ্টি হবে না তো? বৃষ্টি হলেই তো জল ছেড়ে দেবে। এটার একটা সমাধান করতেই হবে।’’

কলকাতা এবং হাওড়া-সহ অন‍্যান‍্য জেলার অবস্থা সম্পর্কে এদিন খোঁজ নেন মমতা। ‘হাওড়া এর কোথায় কোথায় বৃষ্টি হবে? কোন কোন জায়গা এফেক্ট হবে? পারাদ্বীপ এর কি অবস্থা? দিঘায় তো বৃষ্টি হচ্ছে। কলকাতায় কী ইফেক্ট হবে?’ বিস্তারিতভাবে জানতে চান মুখ‍্যমন্ত্রী।

আরও পড়ুন: ল‍্যাপটপ, কম্পিউটারের কি-বোর্ডে F এবং J অক্ষরের উপর দাগ থাকে কেন বলুন তো? কারণটা জানলে মাথা ঘুরে যাবে

প্রসঙ্গত, আজ বৃহস্পতিবার রাতে নবান্নতেই থাকবেন মুখ‍্যমন্ত্রী। তিনি জানান, ‘‘মানুষের জীবন দামি। নবান্নতে আমি আজ রাতে থাকব। লক্ষ্য রাখবো আমি নিজের ঘর থেকেই।” তিনি একইসঙ্গে জানান, ইতিমধ্যেই সব হেল্পলাইন নম্বরগুলি চালু করা হয়েছে।