পুরী: ক্রমেই শক্তি বাড়িয়ে স্থলভাগের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় দানা ৷ ক্ষয়ক্ষতি এড়াতে ইতিমধ্যেই পুরী ফাঁকা করার নির্দেশ দিয়েছে প্রশাসন ৷ বহু পর্যটক ফিরেও গিয়েছেন ৷ তারপরও অনেকেই পুরী বা আশপাশের এলাকায় রয়েছেন ৷
ওড়িশার জনপ্রিয় সৈকতগুলির মধ্যে অন্যতম পুরী ৷ শুধু সমুদ্র নয়, পুরীর অন্যতম আকর্ষণ জগন্নাথ মন্দিরও ৷ এই সময় পর্যটকদের ভিড়ে থিকথিক করে পুরীতে ৷ সোমবার থেকেই সেই সমুদ্র সৈকতের দৃশ্য বদলাতে শুরু করেছে। বুধবার দৃশ্য আরও বদলেছে। কার্যত খাঁখাঁ করছে পুরীর সমুদ্র সৈকত ৷ ভিড় নেই মন্দিরেও ৷ বাংলা থেকেই বহু পর্যটক সারাবছরই পুরীতে যায় ৷
ছুটির মরশুমে সেই ভিড় স্বাভাবিকভাবেই বাড়ে ৷ কিন্তু আচমকা প্রাকৃতিক দুর্যোগের জেরে মাথায় হাত পর্যটকদের ৷ ঘূর্ণিঝড়ের জন্য পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন ৷ অনেকেই ফেরার টিকিট পাচ্ছেন না বলে দাবি ৷ ফলে আশঙ্কিত পর্যটকরা