ফাঁকা সমুদ্র সৈকতে টহল দিচ্ছেন এসপি।

Cyclone Dana: দানা আশঙ্কায় কাঁপছে বাংলা, শুনশান দিঘায় টহল দিচ্ছেন পুলিশ সুপার

দিঘা: ভোররাত থেকেই পূর্ব মেদিনীপুরের দিঘায় ঝোড়ো হাওয়া বইছে। সঙ্গে শুরু হয়েছে তুমুল বৃষ্টিও । পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই ২৫টি ব্লকে যেমন প্রস্তুতি নেওয়া হয়েছে। তেমনই বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে উপকূলের পর্যটন কেন্দ্রগুলিতে। নিউ দিঘা,দিঘা, তাজপুর, মন্দারমণি সহ সমুদ্র তীরবর্তী প্রতিটি এলাকায় চলছে নজরদারি। সচেতন করা হয়েছে সকলকে। অনেককেই সাইক্লোন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। একাংশ পর্যটক এখনও থেকে গিয়েছে দিঘায়।

আরও পড়ুন: বাংলা-ওড়িশা সীমানায় রয়েছে কয়েকশো বছরের প্রাচীন জগন্নাথ মন্দির, জানুন ইতিহাস

হাওয়া অফিসের রিপোর্টে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘূর্ণিঝড় দানা মোকাবিলায় প্রথম থেকেই তৎপর পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। এবার দিঘায় নামল এনডিআরএফ।

আরও পড়ুন: আশঙ্কাই সত্যি হল..! রাক্ষুসে গতিতে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘দানা’! বাংলা থেকে কত দূরে?

রাত বাড়ার সঙ্গে সঙ্গেই সামুদ্রিক দমকা হাওয়ার এবং বৃষ্টিও বাড়ছে। এসবের মধ্যেই দিঘায় ফাঁকা শুনশান সৈকতে পুলিশের নজরদারিতে কোনও খামতি দেখা গেল। নিউ থেকে ওল্ড দিঘার সমুদ্র সৈকত জুড়ে পুর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সৌম্যদ্বীপ ভট্টাচার্য নিজেই টহলদারি চালাচ্ছেন। বিচ ও সমুদ্র শহর জুড়ে টহলদারি সারারাতই চলবে বলে জানিয়ে দিয়েছেন পুলিশ সুপার।