ঘূর্ণিঝড় দানা-র ল্যান্ডফল এখনও চলছে বলে আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার সকাল সাড়ে ছটার লেটেস্ট আপডেটে জানা গেল এখনও ঝড়ের ল্যান্ডফল চলছে।

Cyclone Dana Update: বাকি আর ২ ঘণ্টা, ঘূর্ণিঝড় ‘দানা’-র লেজের অংশ পুরোপুরি স্থলে ঢুকলেই বাড়বে বৃষ্টি! বড় আপডেট

ঘূর্ণিঝড় দানা-র ল্যান্ডফল এখনও চলছে বলে আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার সকাল সাড়ে ছটার লেটেস্ট আপডেটে জানা গেল এখনও ঝড়ের ল্যান্ডফল চলছে।
ঘূর্ণিঝড় দানা-র ল্যান্ডফল এখনও চলছে বলে আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার সকাল সাড়ে ছটার লেটেস্ট আপডেটে জানা গেল এখনও ঝড়ের ল্যান্ডফল চলছে।
★তীব্র ঘূর্ণিঝড় বা সিভিয়ার সাইক্লোন দানা ১০ কিলোমিটার গতিবেগে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। এর অবস্থান 21:00 Latitude 86:85 Longitude.
★তীব্র ঘূর্ণিঝড় বা সিভিয়ার সাইক্লোন দানা ১০ কিলোমিটার গতিবেগে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে। এর অবস্থান 21:00 Latitude 86:85 Longitude.
★ঘূর্ণিঝড় দানা ২০ কিলোমিটার উত্তর ও উত্তর পশ্চিম দিকে রয়েছে ধামারা থেকে। ৪০ কিলোমিটার উত্তর ও উত্তর-পশ্চিম দিকে রয়েছে ভিতরকণিকার হাবালিকাটি নেচার ক্যাম্প থেকে।
★ঘূর্ণিঝড় দানা ২০ কিলোমিটার উত্তর ও উত্তর পশ্চিম দিকে রয়েছে ধামারা থেকে। ৪০ কিলোমিটার উত্তর ও উত্তর-পশ্চিম দিকে রয়েছে ভিতরকণিকার হাবালিকাটি নেচার ক্যাম্প থেকে।
★এখনও ঘূর্ণিঝড়ের গতিবেগ ১০০ থেকে ১১০ কিলোমিটার সর্বোচ্চ ১২০ কিলোমিটার গতিবেগ প্রতি ঘন্টায়।
★এখনও ঘূর্ণিঝড়ের গতিবেগ ১০০ থেকে ১১০ কিলোমিটার সর্বোচ্চ ১২০ কিলোমিটার গতিবেগ প্রতি ঘন্টায়। সাগরদ্বীপ থেকে ১৮০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিকে অবস্থান করছে ঘূর্ণিঝড় দানা।
★তীব্র ঘূর্ণিঝড়ের শেষের অংশ বা লেজের অংশ (rear parts) স্থলভাগে ঢুকছে। আরও এক থেকে দু'ঘণ্টা সময় লাগবে সম্পূর্ণভাবে স্থলভাগে প্রবেশ করতে।
★তীব্র ঘূর্ণিঝড়ের শেষের অংশ বা লেজের অংশ (rear parts) স্থলভাগে ঢুকছে। আরও এক থেকে দু’ঘণ্টা সময় লাগবে সম্পূর্ণভাবে স্থলভাগে প্রবেশ করতে।
★শুক্রবার দুপুরের মধ্যে এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে উত্তর ওড়িশা অতিক্রম করবে। তখন এটি দুর্বল হয়ে সিভিয়ার সাইক্লোন থেকে শুধুমাত্র সাইক্লোন বা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ঘূর্ণিঝড় ছত্রিশগড় ও মধ্যপ্রদেশ অভিমুখী এগোবে।
★শুক্রবার দুপুরের মধ্যে এটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে উত্তর ওড়িশা অতিক্রম করবে। তখন এটি দুর্বল হয়ে সিভিয়ার সাইক্লোন থেকে শুধুমাত্র সাইক্লোন বা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ঘূর্ণিঝড় ছত্রিশগড় ও মধ্যপ্রদেশ অভিমুখী এগোবে।
★এই ঘূর্ণিঝড় এখন পারাদ্বীপ রাডারের আওতায় রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিপাত হয়েছে ডায়মন্ড হারবার ৬৪ মিলিমিটার। দিঘা ৩৭ মিলিমিটার। হলদিয়া ৬০ মিলিমিটার।
★এই ঘূর্ণিঝড় এখন পারাদ্বীপ রাডারের আওতায় রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিপাত হয়েছে ডায়মন্ড হারবার ৬৪ মিলিমিটার। দিঘা ৩৭ মিলিমিটার। হলদিয়া ৬০ মিলিমিটার।
★ওড়িশার চাঁদবালি ১৪২.৬ মিলিমিটার। ভুবনেশ্বর ২০.৪ মিলিমিটার। বালেশ্বর ৪৪.৮ মিলিমিটার। পারাদ্বীপ ৭৫.৯ মিলিমিটার।
★ওড়িশার চাঁদবালি ১৪২.৬ মিলিমিটার। ভুবনেশ্বর ২০.৪ মিলিমিটার। বালেশ্বর ৪৪.৮ মিলিমিটার। পারাদ্বীপ ৭৫.৯ মিলিমিটার।