দেশ Cyclone Dana Consists of Small Eye: যে পরিমাণ ‘তবাহি’- আতঙ্ক ছিল কেন হল না, কেন ফিরল না আয়লা, আমফানের সেই ভয়ানক রাত, কারণ লুকিয়ে সাইক্লোনের আই-তে Gallery October 25, 2024 Bangla Digital Desk Cyclone Dana Consists of Small Eye: ওড়িশার উপকূল এলাকাতে হানা দিল সাইক্লোন দানা৷ অতি শক্তিশালী সাইক্লোনে রূপান্তরিত হয়েছিল বঙ্গোপসাগরের উপরেই৷ কিন্তু এবারের সাইক্লোনের দাপটে ক্ষয়ক্ষতির বেশিটাই হয়েছে ওড়িশার উপর দিয়ে৷ পশ্চিমবঙ্গের উপকূলভাগ দিয়ে এই ঝড়ের প্রভাব পড়েছে তবে দক্ষিণবঙ্গের বাকি জেলা অর্থাৎ কলকাতা, উত্তর ২৪ পরগণা, হাওড়া, হুগলিতে সেই পরিমাণ ঝড়ের দাপট দেখা যায়নি৷ Photo Courtesy- Josh Morgerman/ X Account কিন্তু আবহাওয়া দফতর, রাজ্য সরকার যতটা বেশি দাপট হবে সাইক্লোন দানার আশা করেছিল সে তুলনায় পশ্চিমবঙ্গের উপর তার আঘাত কম হয়েছে৷ যা নিয়ে নানা মহল থেকে প্রশ্নও উঠেছে যে এতটা আতঙ্কের আবহ তৈরি করা হল কেন? এই ঝড় নিয়ে আশঙ্কার কারণ প্রভূতই ছিল কারণ এটি একটি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম ছিল৷ ল্যান্ডফলের সময় এর গাস্টিং স্পিড ছিল ১২০ কিমি প্রতি ঘণ্টা অন্যদিকে ঝড়ের গড় গতিবেগ ছিল ঘণ্টায় ১০০-১১০ কিমি প্রতি ঘণ্টা৷ কিন্তু এর পরেও যতটা আশঙ্কা করা হয়েছিল তার থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ বা ঝড়ের তীব্রতার আঘাত কম হল কারণ এই সাইক্লোনের গঠনের কারণে৷ সাইক্লোন নিয়ে আমেরিকার রিসার্চ সায়েন্টিস্ট সাইক্লোন দানার বৈশিষ্ট্যের যে বিবরণ দিয়েছেন তাতেই বোঝা যাচ্ছে কেন ঝড়ের তীব্রতা খানিকটা হলেও কম হল৷ এই ঝড়ের আই খুবই ছোট৷ Photo Courtesy- Windy সকলেই জানেন যে ঝড়ের আই -এই অংশেই সবচেয়ে বেশি তীব্রতা থাকে৷ এই আইয়ের আকার যত বড় হবে তত ঝড়ের দাপট বেশি হবে৷ আর দানা-র ক্ষেত্রে এই আই ছোট (very small eye) হওয়ার কারণেই ঝড়ের তীব্রতা যতটা আশঙ্কা হয়েছিল তার তুলনায় প্রকোপ কম হল৷ এছাড়াও কোরটিও খুব ছোট (tight little core), তবে বাইরের মেঘের আকারটি এবং ফিডার ব্যান্ড অনেক বড় (wide envelope of spiraling feeder bands)৷ এই সাইক্লোন দানার ল্যান্ডফল পদ্ধতি শুরু হয় বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত এই প্রক্রিয়া শুরু হয়৷ আইএমডি -র তথ্য অনুসারে ঝড় ধামারার ২০ কিমি উত্তরে ল্যান্ডফল হয়৷ ওড়িশার পশ্চিম দিকে এটি এগিয়ে যাচ্ছে৷ দুপুরের মধ্যে এটি অবশ্য ক্ষমতা হারিয়ে দুর্বল হয়ে যাবে৷ আধিকারিকরা জানিয়েছেন এর জেরে পশ্চিমবঙ্গে শুধুমাত্র ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে৷ প্রবল হাওয়ার গতি এবং ভারী বৃষ্টিপাত হচ্ছে একাধিক জেলাতে৷ ওড়িশার ভানাসাবা, ভদ্রক, ধামারাতে গাছ পড়ে যাওয়া, সম্পত্তি নষ্ট হওয়ার মতো খবর পাওয়া যাচ্ছে৷