Cyclone Dana Consists of Small Eye: ওড়িশার উপকূল এলাকাতে হানা দিল সাইক্লোন দানা৷ অতি শক্তিশালী সাইক্লোনে রূপান্তরিত হয়েছিল বঙ্গোপসাগরের উপরেই৷  কিন্তু এবারের সাইক্লোনের দাপটে ক্ষয়ক্ষতির বেশিটাই হয়েছে ওড়িশার উপর দিয়ে৷ পশ্চিমবঙ্গের উপকূলভাগ দিয়ে এই ঝড়ের প্রভাব পড়েছে তবে দক্ষিণবঙ্গের বাকি জেলা অর্থাৎ কলকাতা, উত্তর ২৪ পরগণা, হাওড়া, হুগলিতে সেই পরিমাণ ঝড়ের দাপট দেখা যায়নি৷ Photo Courtesy- Josh Morgerman/ X Account

Cyclone Dana Consists of Small Eye: যে পরিমাণ ‘তবাহি’- আতঙ্ক ছিল কেন হল না, কেন ফিরল না আয়লা, আমফানের সেই ভয়ানক রাত, কারণ লুকিয়ে সাইক্লোনের আই-তে

Cyclone Dana Consists of Small Eye: ওড়িশার উপকূল এলাকাতে হানা দিল সাইক্লোন দানা৷ অতি শক্তিশালী সাইক্লোনে রূপান্তরিত হয়েছিল বঙ্গোপসাগরের উপরেই৷  কিন্তু এবারের সাইক্লোনের দাপটে ক্ষয়ক্ষতির বেশিটাই হয়েছে ওড়িশার উপর দিয়ে৷ পশ্চিমবঙ্গের উপকূলভাগ দিয়ে এই ঝড়ের প্রভাব পড়েছে তবে দক্ষিণবঙ্গের বাকি জেলা অর্থাৎ কলকাতা, উত্তর ২৪ পরগণা, হাওড়া, হুগলিতে সেই পরিমাণ ঝড়ের দাপট দেখা যায়নি৷ Photo Courtesy- Josh Morgerman/ X Account
Cyclone Dana Consists of Small Eye: ওড়িশার উপকূল এলাকাতে হানা দিল সাইক্লোন দানা৷ অতি শক্তিশালী সাইক্লোনে রূপান্তরিত হয়েছিল বঙ্গোপসাগরের উপরেই৷  কিন্তু এবারের সাইক্লোনের দাপটে ক্ষয়ক্ষতির বেশিটাই হয়েছে ওড়িশার উপর দিয়ে৷ পশ্চিমবঙ্গের উপকূলভাগ দিয়ে এই ঝড়ের প্রভাব পড়েছে তবে দক্ষিণবঙ্গের বাকি জেলা অর্থাৎ কলকাতা, উত্তর ২৪ পরগণা, হাওড়া, হুগলিতে সেই পরিমাণ ঝড়ের দাপট দেখা যায়নি৷ Photo Courtesy- Josh Morgerman/ X Account
কিন্তু আবহাওয়া দফতর, রাজ্য সরকার যতটা বেশি দাপট হবে সাইক্লোন দানার আশা করেছিল সে তুলনায় পশ্চিমবঙ্গের উপর তার আঘাত কম হয়েছে৷ যা নিয়ে নানা মহল থেকে প্রশ্নও উঠেছে যে এতটা আতঙ্কের আবহ তৈরি করা হল কেন?
কিন্তু আবহাওয়া দফতর, রাজ্য সরকার যতটা বেশি দাপট হবে সাইক্লোন দানার আশা করেছিল সে তুলনায় পশ্চিমবঙ্গের উপর তার আঘাত কম হয়েছে৷ যা নিয়ে নানা মহল থেকে প্রশ্নও উঠেছে যে এতটা আতঙ্কের আবহ তৈরি করা হল কেন?
এই ঝড় নিয়ে আশঙ্কার কারণ প্রভূতই ছিল কারণ এটি একটি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম ছিল৷ ল্যান্ডফলের সময় এর গাস্টিং স্পিড ছিল ১২০ কিমি প্রতি ঘণ্টা অন্যদিকে ঝড়ের গড় গতিবেগ ছিল ঘণ্টায় ১০০-১১০ কিমি প্রতি ঘণ্টা৷
এই ঝড় নিয়ে আশঙ্কার কারণ প্রভূতই ছিল কারণ এটি একটি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম ছিল৷ ল্যান্ডফলের সময় এর গাস্টিং স্পিড ছিল ১২০ কিমি প্রতি ঘণ্টা অন্যদিকে ঝড়ের গড় গতিবেগ ছিল ঘণ্টায় ১০০-১১০ কিমি প্রতি ঘণ্টা৷
কিন্তু এর পরেও যতটা আশঙ্কা করা হয়েছিল তার থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ বা ঝড়ের তীব্রতার আঘাত কম হল কারণ এই সাইক্লোনের গঠনের কারণে৷
কিন্তু এর পরেও যতটা আশঙ্কা করা হয়েছিল তার থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ বা ঝড়ের তীব্রতার আঘাত কম হল কারণ এই সাইক্লোনের গঠনের কারণে৷
সাইক্লোন নিয়ে আমেরিকার রিসার্চ সায়েন্টিস্ট সাইক্লোন দানার বৈশিষ্ট্যের যে বিবরণ দিয়েছেন তাতেই বোঝা যাচ্ছে কেন ঝড়ের তীব্রতা খানিকটা হলেও কম হল৷ এই ঝড়ের আই খুবই ছোট৷ Photo Courtesy- Windy
সাইক্লোন নিয়ে আমেরিকার রিসার্চ সায়েন্টিস্ট সাইক্লোন দানার বৈশিষ্ট্যের যে বিবরণ দিয়েছেন তাতেই বোঝা যাচ্ছে কেন ঝড়ের তীব্রতা খানিকটা হলেও কম হল৷ এই ঝড়ের আই খুবই ছোট৷ Photo Courtesy- Windy
সকলেই জানেন যে ঝড়ের আই -এই অংশেই সবচেয়ে বেশি তীব্রতা থাকে৷ এই আইয়ের আকার যত বড় হবে তত ঝড়ের দাপট বেশি হবে৷ আর দানা-র ক্ষেত্রে এই আই ছোট (very small eye) হওয়ার কারণেই ঝড়ের তীব্রতা যতটা আশঙ্কা হয়েছিল তার তুলনায় প্রকোপ কম হল৷
সকলেই জানেন যে ঝড়ের আই -এই অংশেই সবচেয়ে বেশি তীব্রতা থাকে৷ এই আইয়ের আকার যত বড় হবে তত ঝড়ের দাপট বেশি হবে৷ আর দানা-র ক্ষেত্রে এই আই ছোট (very small eye) হওয়ার কারণেই ঝড়ের তীব্রতা যতটা আশঙ্কা হয়েছিল তার তুলনায় প্রকোপ কম হল৷
এছাড়াও কোরটিও খুব ছোট (tight little core), তবে বাইরের মেঘের আকারটি এবং ফিডার ব্যান্ড অনেক বড় (wide envelope of spiraling feeder bands)৷
এছাড়াও কোরটিও খুব ছোট (tight little core), তবে বাইরের মেঘের আকারটি এবং ফিডার ব্যান্ড অনেক বড় (wide envelope of spiraling feeder bands)৷
এই সাইক্লোন দানার ল্যান্ডফল পদ্ধতি শুরু হয় বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত এই প্রক্রিয়া শুরু হয়৷ আইএমডি -র তথ্য অনুসারে ঝড় ধামারার ২০ কিমি উত্তরে ল্যান্ডফল হয়৷ ওড়িশার পশ্চিম দিকে এটি এগিয়ে যাচ্ছে৷
এই সাইক্লোন দানার ল্যান্ডফল পদ্ধতি শুরু হয় বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত এই প্রক্রিয়া শুরু হয়৷ আইএমডি -র তথ্য অনুসারে ঝড় ধামারার ২০ কিমি উত্তরে ল্যান্ডফল হয়৷ ওড়িশার পশ্চিম দিকে এটি এগিয়ে যাচ্ছে৷
দুপুরের মধ্যে এটি অবশ্য ক্ষমতা হারিয়ে দুর্বল হয়ে যাবে৷ আধিকারিকরা জানিয়েছেন এর জেরে পশ্চিমবঙ্গে শুধুমাত্র ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে৷
দুপুরের মধ্যে এটি অবশ্য ক্ষমতা হারিয়ে দুর্বল হয়ে যাবে৷ আধিকারিকরা জানিয়েছেন এর জেরে পশ্চিমবঙ্গে শুধুমাত্র ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে৷
প্রবল হাওয়ার গতি এবং ভারী বৃষ্টিপাত হচ্ছে একাধিক জেলাতে৷ ওড়িশার ভানাসাবা, ভদ্রক, ধামারাতে গাছ পড়ে যাওয়া, সম্পত্তি নষ্ট হওয়ার মতো খবর পাওয়া যাচ্ছে৷
প্রবল হাওয়ার গতি এবং ভারী বৃষ্টিপাত হচ্ছে একাধিক জেলাতে৷ ওড়িশার ভানাসাবা, ভদ্রক, ধামারাতে গাছ পড়ে যাওয়া, সম্পত্তি নষ্ট হওয়ার মতো খবর পাওয়া যাচ্ছে৷