দক্ষিণবঙ্গ, পূর্ব মেদিনীপুর Cyclone Dana Latest Updates: ‘দানা’র প্রভাবে শনিবারেও চরম দুর্যোগ? এই মুহূর্তে দিঘা-মন্দারমণি-তাজপুরে কী পরিস্থিতি? জানুন আপডেট Gallery October 25, 2024 Bangla Digital Desk *’দানা’ ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে ওড়িশা উপকূলে। দানা ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল প্রক্রিয়া শেষ হয়েছে। হাওয়া অফিসের রিপোর্টে জানা যায় এই ঘূর্ণিঝড় ক্রমশ স্থলভাগ ধরে উত্তর পশ্চিমবঙ্গ অভিমুখে এগিয়ে যাচ্ছে। এখনই এই ঘূর্ণিঝড়ের শক্তি ক্ষয় হচ্ছে না। প্রতিবেদনঃ সৈকত শী। ফাইল ছবি। *২৫ অক্টোবর শুক্রবার সন্ধ্যের পর ঘূর্ণিঝড়ের শক্তিক্ষয় হয়ে নিম্নচাপে পরিণত হবে। ঘূর্ণিঝড়ের প্রভাবে পূর্ব মেদিনীপুর জেলার উপকূলবর্তী অঞ্চল-সহ সর্বত্রই প্রবল বৃষ্টি শুরু হয়েছে। সেইসঙ্গে ঝোড়ো হাওয়া। সমুদ্র উত্তাল থাকবে বলে জানা যায় হাওয়া অফিসে রিপোর্টে। ফাইল ছবি। *হাওয়া অফিসের রিপোর্ট মিলিয়ে দানা ঘূর্ণিঝড় গভীর রাতে আছড়ে পড়েছে ধামরা এলাকায়। এই ঘূর্ণিঝড় ক্রমশ শক্তিক্ষয় করছে। হাওয়া অফিসে রিপোর্টে জানা যায়, ২৫ অক্টোবর শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলা-সহ রাজ্যের উপকূলবর্তী জেলা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী থেকে অতি ভারী থেকে বৃষ্টির লাল সতর্কতা জারি হয়েছে। ফাইল ছবি। *সবচেয়ে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগণা ও বাঁকুড়া জেলায়। কলকাতা সহ হাওড়া হুগলি জেলাতেও বৃষ্টি চলবে। ফাইল ছবি। *এদিন সকাল থেকেই দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলায় জুড়ে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। প্রবল বৃষ্টির সঙ্গে দমকা ঝড়ো হাওয়া। হাওয়ায় উত্তাল রয়েছে সমুদ্র। জোয়ারের সময় জলোচ্ছ্বাসের সতর্কতা দিয়েছে হাওয়া অফিস। ফাইল ছবি। *হাওয়া অফিসে রিপোর্টে জানা দিঘা-সহ পূর্ব মেদিনীপুর জেলার আবহাওয়া থাকবে, সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৯৬ শতাংশ, শেষ ২৪ ঘণ্টা জেলা বৃষ্টি হয়েছে ১০ মিলিমিটারের বেশি। দমকা ঝোড়ো হাওয়া ও বৃষ্টির কারণে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই নীচে। ফাইল ছবি। *হাওয়া অফিসে রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে, এই ঘূর্ণিঝড় জানার প্রভাবে শনিবার পর্যন্ত পূর্ব মেদিনীপুর জেলা-সহ উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা। ফাইল ছবি। *যদিও শনিবার বৃষ্টির পরিমাণ কম থাকবে। শনিবার বেলা গড়ালেই আবহাওয়ার উন্নতির সম্ভাবনার কথা জানিয়ে যাওয়া অফিস। দানার প্রভাব কাটলেই শুষ্ক আবহাওয়া বিরাজ করবে রাজ্যজুড়ে। ফাইল ছবি।