আমরোহা: উত্তর প্রদেশের আমরোহা জেলার গজরৌলা থানার এলাকায় বিজেপি ব্লক প্রধানের স্কুলের ভ্যানের উপর হামলা। বাইকে করে আসা ৩ অজ্ঞাত দুষ্কৃতী গুলি চালায়, যার ফলে ভ্যানে থাকা শিশুদের মধ্যে চিৎকার ও হাহাকার পড়ে যায়। দুষ্কৃতীরা ১ কিলোমিটার পর্যন্ত ভ্যানকে তাড়া করে। তবে ভ্যান চালক মণ্টি নিজের বিচক্ষণতা প্রদর্শন দেন। ভ্যানটি দ্রুত স্কুলে পৌঁছে দেন তিনি। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।
ঘটনা সম্পর্কে বলতে গিয়ে মণ্টি জানিয়েছেন, তিনজন অজ্ঞাত দুষ্কৃতী বাইকে এসে আকস্মিকভাবে গুলি চালাতে শুরু করে, যার ফলে শিশুদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। এই ঘটনার ফলে কোনও আহতের খবর নেই, তবে শিশুরা এবং ভ্যান চালক সাংঘাতিক আতঙ্কিত।
আরও পড়ুন: পুলিশকে গাড়ির বনেটে ১০০ মিটার নিয়ে গেল চালক! কোনও মতে প্রাণে বাঁচলেন ব্যক্তি, দেখুন ভিডিও
পুলিশ দুষ্কৃতীদের খোঁজে নেমেছে ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে এবং ভ্যানটিকে থানায় নিয়ে যায়। গজরৌলা থানার পুলিশ কর্তা জানিয়েছেন, তদন্ত চলছে এবং দুষ্কৃতীদের খোঁজ চলছে। ঘটনার পর পুলিশ প্রশাসনে আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। বিজেপি নেতা চৌধুরী ভীরেন্দ্র সিং ঘটনার নিন্দা করেছেন এবং পুলিশকে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে বলেছেন।
আরও পড়ুন: লঘু পাপে ভয়ঙ্কর শাস্তি! শিশুকে বন্ধ ক্লাসরুমে পাইপ দিয়ে বেধরক মার শিক্ষকের
এমন ঘটনা এই প্রথম নয়৷ এর আগে শিক্ষার্থী বোঝাই এক মিনিবাসে গুলি চালানোর ঘটনা ঘটেছিল৷ সেই ঘটনার প্রেক্ষিতে পুলিশ প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে। পুলিশের মতে, বাস চালক এবং অভিযুক্তের মধ্যে দিন চারেক আগে প্রবল ঝামেলা হয়েছিল। তারপর থেকেই সুযোগের অপেক্ষায় ছিল অপরাধীরা৷ কাউকে খুন বা আহত নয়, বাস চালককে ভয় দেখানোর জন্য গুলি চালিয়েছিল অভিযুক্ত।
এসপি কুণাল অনুপম সিং জানান, অভিযুক্ত শিক্ষার্থীদের কোনও ক্ষতি করতে চায়নি। ওই বাসটিতে সবমিলিয়ে মোট ২৮ জন শিক্ষার্থী ছিল৷ এবং তারা প্রত্যেকেই সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ আছে। পলাতক দুষ্কৃতীদের গ্রেফতারের জন্য একটি টিম গঠন করা হয়েছে। প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ৷ ঘটনার সঙ্গে যুক্ত বাকিদের খোঁজ চলছে৷