খেলার মাঠ ফেরাতে উদ্যোগ

Dakhin Dinajpur News: হারিয়ে যেতে বসা খেলার মাঠ ফেরাতে বড় উদ্যোগ জেলা প্রশাসনের! অনুমোদন প্রায় ১৩ লক্ষ টাকা

দক্ষিণ দিনাজপুর: বালুরঘাট শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত হাই স্কুল মাঠ দীর্ঘদিন যাবত উন্মুক্ত থাকার ফলে মাঠের চরিত্র বিঘ্নিত হয়ে পড়ছিল। এমনকি স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সন্ধ্যা  নামলেই এই মাঠে অসামাজিক কাজকর্ম হত। এমনকি এই মাঠটি বিভিন্ন গাড়ি রাখা এবং গরু-ছাগলের বিচরণ ক্ষেত্র হয়ে ওঠায় নষ্ট হতে বসেছিল। মেলা, উৎসব বা বিনোদনের ক্ষেত্রে এই সমস্ত মাঠগুলো ব্যবহার করা হলেও খেলার ব্যাপারে তেমন কিছু চোখে পড়ে না। দীর্ঘ আলোচনা এবং বৈঠকের পর অবশেষে বালুরঘাট পুরসভার উদ্যোগে এবং জেলা শাসকের বিশেষ তৎপরতায় ১২ লক্ষ ৭৫ হাজার টাকার অনুদানে সীমানা নির্ধারিত হয়।

স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানা যায় খুব শীঘ্রই মাঠের পাঁচিলের কাজ শুরু করা হবে। বালুরঘাট হাই স্কুলের প্রধান শিক্ষক সৃজিত সাহা জানান, “জেলাশাসকের বিশেষ তৎপরতায় সর্বশিক্ষা মিশনের ১২ লক্ষ ৭৫ হাজার টাকার অনুদানে সীমানা প্রাচীরের কাজ শুরু করা হবে। পাশাপাশি মাঠটিকে আলোকিত করা হবে।”

প্রসঙ্গত, শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বালুরঘাট হাই স্কুল মাঠ নিয়ে দীর্ঘদিন একটি বিতর্ক ছিল। মাঠের পূর্ব প্রান্তের বাসিন্দাদের সঙ্গে চলাচলের রাস্তা নিয়ে। মাঠগুলিতে সৌন্দর্যায়ন নেই বললেই চলে। দিনের পর দিন এভাবে পড়ে থাকার কারণে কেউ বা মাঠে মধ্যে গ্যারেজ, কেউবা বাড়ি ঘর কিংবা প্যান্ডেলের ব্যবসা, গাড়ি পার্কিংয়ের জায়গা হিসেবে ব্যবহার করে মাঠের জায়গার দখল করছে। এতে কারও হেলদোল ছিল না। এমনকি বর্তমান প্রজন্ম খেলা থেকে বঞ্চিত হওয়ার ফলে তারা যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন।

সুস্মিতা গোস্বামী